Nadia Murder: তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, কাঠগড়ায় TMC কর্মীই
Nadia: জানা গিয়েছে, শনিবার রাত্রিবেলা হাঁটরা গ্রামে বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল। এবার চাপড়া বাজার থেকে ইঞ্জিন ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী শরিফুল বিশ্বাস। এরপর ছোট আন্দুলিয়া বাসস্ট্যান্ডের কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে তাঁকে মাঠের ভিতরে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ।
চাপড়া: ভোটের আগে উত্তেজনা ছড়াল নদিয়ার চাপড়ায়। ধারাল অস্ত্র দিয়ে এক তৃণমূল কর্মীকেই কোপানোর অভিযোগ উঠল তাঁরই দলের লোকের বিরুদ্ধে। গ্রেফতার এক তৃণমূল কর্মী। ধৃতের নাম বাকির শেখ। তাঁর বাড়ি চাপড়া থানার ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী সুঁটিয়া গ্রামে।
জানা গিয়েছে, শনিবার রাত্রিবেলা হাঁটরা গ্রামে বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল। এবার চাপড়া বাজার থেকে ইঞ্জিন ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী শরিফুল বিশ্বাস। এরপর ছোট আন্দুলিয়া বাসস্ট্যান্ডের কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে তাঁকে মাঠের ভিতরে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। ঘটনার জেরে গুরুতর আহত হন ওই তৃণমূল কর্মী।
চাপড়া থানার পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে চাপরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে ওই পরিবারের পক্ষ থেকে বারো জনের নামে চাপরা থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্ত নেমে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে চাপড়া থানা পুলিশ। ধৃতকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে। আহত শরিফুলের দাদা বলেন, “ও হাট থেকে ফিরছিল। সেই সময় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী ওকে কোপায়। অন্ধকারে মুখ বেঁধে এসে দা দিয়ে কোপ মেরেছে। আমার ভাইও তৃণমূল করেন।”