Chapra: ভ্যানবোঝাই গরু, তৃণমূল সমর্থককে অন্ধকার মাঠে নিয়ে গিয়ে…
Nadia: শরিফুলের দাদা অয়িদুল্লা বিশ্বাস বলেন, "ভাইকে কয়েকজন মাঠে নিয়ে গিয়ে কুপিয়েছে। অন্ধকারে মুখ বেঁধে এসে ওকে তুলে নিয়ে গিয়ে মেরেছে। কেন মারল জানি না। তবে দা দিয়ে কুপিয়েছে। সাত আটজন ছিল বলে শুনেছি। গাড়িতে গরু নিয়ে যাচ্ছিল ভাই। মাঝ রাস্তায় পথ আটকায়। মোবাইল ফোনটা কেড়ে নেয়। তারপর মারধর করে।"
নদিয়া: এক ব্যক্তিকে মাঠে তুলে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল। জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূলের সমর্থক। শনিবার সন্ধ্যায় চাপড়া থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। আক্রান্তের নাম শরিফুল বিশ্বাস (৩৫)। জানা গিয়েছে, গরু নিয়ে হাটের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় পথ আটকে তাঁকে মাঠে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই বেধড়ক মারধর করা হয়। ৭-৮ জন তাঁকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ।
শরিফুলের দাদা অয়িদুল্লা বিশ্বাস বলেন, “ভাইকে কয়েকজন মাঠে নিয়ে গিয়ে কুপিয়েছে। অন্ধকারে মুখ বেঁধে এসে ওকে তুলে নিয়ে গিয়ে মেরেছে। কেন মারল জানি না। তবে দা দিয়ে কুপিয়েছে। সাত আটজন ছিল বলে শুনেছি। গাড়িতে গরু নিয়ে যাচ্ছিল ভাই। মাঝ রাস্তায় পথ আটকায়। মোবাইল ফোনটা কেড়ে নেয়। তারপর মারধর করে।”
অয়িদুল্লাই বলেন, ভাই তৃণমূল করে। পার্টি করাটাই অপরাধ হল কি না বুঝতে পারছেন না। তবে হামলাকারীদের এখনও চেনা যায়নি বলেও জানান তিনি। পুলিশ তাঁকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে বাড়ির লোকেরাও যান।