Mayapur ISKCON: মায়াপুর ইসকন মন্দিরে অঘটন, পোষা হাতি পিষে মারল মাহুতকে
Mayapur ISKCON:মৃতের নাম সমুদ্র রাভা (২৭)। তাঁর বাড়ি অসমের কামরূপ জেলার ডুলিয়া গ্রামে। সূত্রের খবর, শনিবার রাত্রিবেলা হাতিকে খাবার দিতে গিয়েছিলেন সমুদ্র। সেই সময় ঘটে যায় অঘটন। আচমকাই হামলা চালায় হাতিটি। মাহুতকে পিলারে পিষে দেয়।
নদিয়া: নিত্যদিনের মতো গিয়েছিলেন হাতিকে খাবার দিতে। তখনই বিপত্তি। মৃত্যু এক ব্যক্তির। আহত আরও একজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মায়পুর ইসকনের হাতিশালায়।
মৃতের নাম সমুদ্র রাভা (২৭)। তাঁর বাড়ি অসমের কামরূপ জেলার ডুলিয়া গ্রামে। সূত্রের খবর, শনিবার রাত্রিবেলা হাতিকে খাবার দিতে গিয়েছিলেন সমুদ্র। সেই সময় ঘটে যায় অঘটন। আচমকাই হামলা চালায় হাতিটি। মাহুতকে পিলারে পিষে দেয়। হাতির এমন বেগতিক পরিস্থিতি দেখে অন্য আরও একজন মাহুতও উপর থেকে লাফ দেন। গুরুতর আঘাত লাগে তাঁর। দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা সমুদ্রকে মৃত বলে ঘোষণা করেন।
ইসকনের জনসংযোগ আধিকারিক বলেন, “এখানে দুটি হাতি ২২ বছর ধরে রয়েছে। শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। লক্ষ-লক্ষ মানুষের মধ্যে দিয়ে তারা যখন যায় কোনও অঘটন ঘটেনি। গতকাল সন্ধ্যায় হাতি ঘুরতে গিয়েছিল। তারপর মাহুতরা খাবার দিতে যান। তখনই আক্রমণ চালায়। তবে সব নিয়ম মেনেই হাতি পোষা হচ্ছে। কিন্তু এই ঘটনায় আমরা সত্যিই মর্মাহত।”