Bagda Case: মুখে পুরুষাঙ্গ, ভাসুরের বছর ষোলোর ছেলেকে দিয়ে টেপাতেন কোমর, বাগদার কাকিমাকে যেতে হল জেলে
Bagda Case: অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন সমীরবাবু। তিনি বলছেন, “ছেলেটাকে তো ভয় দেখাতো, ভিডিয়ো রেকর্ডও করেছে ওই সব কাজের। কয়েকটা জায়গায় ছেলেটাকে ঘুরতেও নিয়ে যায়। নানা প্রলোভনও দেখায়। ওই কাজে রাজি না হলেই দেওয়া হতো হুমকি।”
বাগদা: ভাসুরের নাবালক ছেলের সঙ্গে দিনের পর দিন কুকর্ম। ভিডিয়ো তুলে রেখে ব্ল্যাকমেলের অভিযোগ। ঘুরতে নিয়ে গিয়েও লাগাতার প্রলোভন। যৌনক্রিয়ায় রাজি না হলে শেষ পর্যন্ত বাবা-মাকে ভিডিয়ো দেখিয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায়। অবিযোগ নিজের কাকিমার বিরুদ্ধে। নাবালকের মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বছর ৩৫ এর ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
এদিনই অভিযুক্তকে আদালতে তোলা হয়। তাঁর ৩১ জানুয়ারি পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশের কাছে যে অভিযোগ করেছেন নাবালকের মা তাতে ঘটনার বিশদ বিবরণও দিয়েছেন। বৃহস্পতিবার দায়ের হয়েছিল এফআইআর। বিশেষ সরকারি আইনজীবী সমীর দাস বলছেন, “নাবালকের মা বলেছেন আমার জা আমার নাবালক ছেলেকে দিনের পর দিন যৌন হেনস্থা করেছে। এমনকী ওর পুরুষাঙ্গ মুখের মধ্যে দিয়ে ছবিও তুলেছে। ছেলেটাকে বডি ম্যাসাজ করিয়েছে। সেই সব ছবিও তুলে রেখেছে। রোজ যৌন সম্পর্ক না রাখলে ছবি মা-বাবাকে দেখিয়ে দেওয়ার হুমকি। ভাইরাল করে দেওয়ার হুমকি। ভয়ে দিনের পর দিন একই কাজ করে যেতে বাধ্য হয়েছে ছেলেটা।”
অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন সমীরবাবু। তিনি বলছেন, “ছেলেটাকে তো ভয় দেখাতো, ভিডিয়ো রেকর্ডও করেছে ওই সব কাজের। কয়েকটা জায়গায় ছেলেটাকে ঘুরতেও নিয়ে যায়। নানা প্রলোভনও দেখায়। ওই কাজে রাজি না হলেই দেওয়া হতো হুমকি। এই ঘটনা খুবই নিন্দনীয়। আমরা চাইব এই ধরনের মহিলাদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয়। কোর্টে মেডিকেল টেস্টের নির্দেশ দিয়েছে। ছেলেটির বয়ান রেকর্ড করা হচ্ছে। অভিযুক্তের ৩১ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন পকসো আদালতের বিচারক।”