Barrackpore police commissionerate: চিনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু, রাতারাতি গ্রেফতার ১১ জন
ঘুড়ির চাইনিজ মাঞ্জা সুতোয় প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যুর পরই নড়েচড়ে বসলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা। গতকাল থেকে আজ রাতভোর তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গা থেকে খড়দহ থানার পুলিশ পাঁচ জনকে, টিটাগড় থানার পুলিশ একজনকে, নিউব্যারাকপুর থানার পুলিশ চারজনকে, মোহনপুর থানার পুলিশ দু'জনকে গ্রেফতার করে।

ব্যারাকপুর: বিশ্বকর্মা পুজোর দিন উড়ছিল ঘুড়ি। আর সেখানেই ঘটল অঘটন। এয়ারপোর্টে যাওয়ার পথে চিনা সুতোয় গলা কেটে মৃত্যু প্রাক্তন সেনা-জওয়ানের। এবার সেই ঘটনায় নড়েচড়ে বসল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বিভিন্ন থানা এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার ১১ জন। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ চাইনিজ মাঞ্জা সুতো।
ঘুড়ির চাইনিজ মাঞ্জা সুতোয় প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যুর পরই নড়েচড়ে বসলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা। গতকাল থেকে আজ রাতভোর তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গা থেকে খড়দহ থানার পুলিশ পাঁচ জনকে, টিটাগড় থানার পুলিশ একজনকে, নিউব্যারাকপুর থানার পুলিশ চারজনকে, মোহনপুর থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে প্রচুর পরিমাণ চাইনিজ মাঞ্জা সুতো এবং তাঁর মশলা বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ তাঁদের ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে বিভিন্ন থানার পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সুত্রের খবর এই বে-আইনি চাইনিজ মাঞ্জা সুতোর ব্যবসা বন্ধ করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই তল্লাশি লাগাতার চলবে।
উল্লেখ্য, আর তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। খড়দহের কাছে কল্যাণী এক্সপ্রেসেওয়ের উপর ঘুড়ির সুতোয় গলা কেটে যায় তাঁর। দ্রুত এলাকাবাসী ছুটে আসেন। উদ্ধার করে তাঁকে খড়দহের বন্দিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গলা কেটে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলেই ওই প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।
