Baduria: ব্যবসার কাজে ওড়িশায় গিয়েছিলেন, সাড়ে ৪ লক্ষ টাকা-সহ নিখোঁজ বাদুড়িয়ার ব্যবসায়ী
Businessman of Baduria missing: নিখোঁজ ব্যবসায়ীর বাবা সিরাজুল ইসলাম বলেন, "গত ৩০ বছর ধরে আমার ছেলে ওড়িশায় সবজি নিয়ে যায়। সেখানে সবজি বিক্রি করে টাকা নিয়ে ফিরে আসে। ওর কাছে ৪ লক্ষ ৬০ হাজার টাকা ছিল। আমাদের সন্দেহ, টাকার জন্য ওকে অপহরণ করা হয়েছে। টাকা যাক। আমাদের ছেলে ফিরে আসুক।" নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী আছিয়া বিবিরও অভিযোগ, তাঁর স্বামীকে অপহরণ করা হয়েছে। ওড়িশা পুলিশ কোনও সহযোগিতা করছে না বলে তাঁর অভিযোগ।

বাদুড়িয়া: ওড়িশায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক সবজি ব্যবসায়ী। সাড়ে চার লক্ষ টাকা-সহ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। ওড়িশা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে পরিবার। কিন্তু, তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যর আর্জি জানিয়েছে ব্যবসায়ীর পরিবার।
নিখোঁজ ওই ব্যবসায়ী নাম আনারুল ইসলাম। বছর পঞ্চান্নের ওই সবজি ব্যবসায়ীর বাড়ি বাদুড়িয়া থানার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের হায়দারপুর গ্রামে। পরিবার জানিয়েছে, ব্যবসার কাজে গত ৭ সেপ্টেম্বর ওড়িশার কটকের ছত্রবাজারে যান আনারুল। সেখানে সবজি ব্যবসার কাজ সেরে ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু, তাঁর ফোন সুইচড অফ রয়েছে।
ওই ব্যবসায়ীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে পরিবারের লোকজন বাদুড়িয়া থানায় যান। সেখান থেকে তাঁদের কটকে যোগাযোগ করতে বলা হয়। তখন পরিবারের সদস্যরা কটকে গিয়ে সেখানকার একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানকার পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করে। কিন্তু, কয়েকদিন কেটে গেলেও ওই ব্যবসায়ী ফিরে না আসায় পরিবারের সদস্যরা চিন্তিত। ওড়িশা পুলিশ ঠিকমতো তদন্ত করছে না বলে তাঁদের অভিযোগ। কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই সন্তান। বৃদ্ধ বাবা-মা জানিয়েছেন, তাঁদের সন্তানকে যে কোনও মূল্যে তাঁদের কোলে ফিরিয়ে দেওয়া হোক।

ছেলের ছবি হাতে নিখোঁজ ব্যবসায়ীর বাবা-মা
নিখোঁজ ব্যবসায়ীর বাবা সিরাজুল ইসলাম বলেন, “গত ৩০ বছর ধরে আমার ছেলে ওড়িশায় সবজি নিয়ে যায়। সেখানে সবজি বিক্রি করে টাকা নিয়ে ফিরে আসে। ওর কাছে ৪ লক্ষ ৬০ হাজার টাকা ছিল। আমাদের সন্দেহ, টাকার জন্য ওকে অপহরণ করা হয়েছে। টাকা যাক। আমাদের ছেলে ফিরে আসুক।” নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী আছিয়া বিবিরও অভিযোগ, তাঁর স্বামীকে অপহরণ করা হয়েছে। ওড়িশা পুলিশ কোনও সহযোগিতা করছে না বলে তাঁর অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্তি জানিয়েছেন তাঁরা। গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।
