Sandeshkhali: সন্দেশখালিতে শারীরিক নির্যাতন ঠিক কী হত, খোলসা করলেন CID-র ডিআইজি

Sandeshkhali: ডিআইজি, সিআইডি সোমা দাস মিত্র বলেছেন, "আমরা মহিলাদের ভয় কাটানোর জন্য এলাকায় এসেছিলাম। প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। এখানে সকলে মহিলা টিম। চারটে লিখিত অভিযোগ পেয়েছি। ওনাদের যেটা মনে হয়েছে ওনারা সেটাই বলেছেন।"

Sandeshkhali: সন্দেশখালিতে শারীরিক নির্যাতন ঠিক কী হত, খোলসা করলেন CID-র ডিআইজি
সিআইডি-র ডিআইজি সোমা দাস মিত্রImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2024 | 6:59 PM

সন্দেশখালি: বসিরহাটের সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতনের ভয়ঙ্কর সব অভিযোগ গত কয়েকদিনে সামনে এসেছে। সেই সব অভিযোগকে সামনে রেখে এবার সক্রিয় প্রশাসন। গঠন করা হয়েছে ১০ সদস্যর এক উচ্চ পর্যায়ের কমিটি। মঙ্গলবার সকাল থেকেই ডিআইজি পদমর্যাদার মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তৈরি এই কমিটি ঘুরেছেন পাড়ায় পড়ায়। কথা বলেছেন, সাধারণ মহিলাদের সঙ্গে। তাঁদের অভাব-অভিযোগ শুনেছেন।

সিআইডি-র ডিআইজি সোমা দাস মিত্র বলেছেন, “আমরা মহিলাদের ভয় কাটানোর জন্য এলাকায় এসেছিলাম। প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। এখানে সকলে মহিলা টিম। চারটে লিখিত অভিযোগ পেয়েছি। ওনাদের যেটা মনে হয়েছে ওনারা সেটাই বলেছেন।”

বস্তুত, সন্দেশখালির মহিলাদের একাংশ বারেবারে অভিযোগ করেছেন তাঁদের উপর শারীরিক নির্যাতনের কথা। এক গ্রামবাসী মহিলা জানিয়েছিলেন, “মেয়েদের শেষ করে ফেলেছে। রাত সাড়ে দশটার সময়েও মেয়েদের উঠিয়ে আনত পার্টি অফিসে। আজ আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে।” যদিও ডিআইজি, সিআইডি সোমা দাস মিত্র জানিয়েছেন, “শারীরিক ভাবে নির্যাতনের বলতে কেউ বলেছেন মারধর করা হয়েছে। কেউ বলছেন দীর্ঘক্ষণ বসিয়ে রাখা বা নির্যাতন করা হবে বলে ভয়ে দেখানো হয়েছে।”