West Bengal Election 2021: আগামী শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল, ৪০ নতুন মুখ
আজ, বুধবার ভোট বাংলার (West Bengal Assembly Election 2021) ঘটনাবলী দেখে নিন এক নজরে।
উত্তর ২৪ পরগনা: ভোট আবহে ফুটছে বঙ্গ। প্রচার, পাল্টা প্রচার. দলীয় কর্মসূচি, দলবদল- এখন রোজ নামচার গল্প। তবে এরই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে রাজনৈতিক হিংসার খবর। আজ, বুধবার ভোট বাংলার (West Bengal Assembly Election 2021) ঘটনাপ্রবাহ দেখে নিন এক নজরে।
LIVE NEWS & UPDATES
-
নজরে জঙ্গলমহল: তৃণমূলে যোগ দিলেন সাঁওতালি ছবির সুপারস্টার বিরবাহা
উনিশের লোকসভা ভোটে জঙ্গলমহলে ব্যাপক ধস নেমেছিল শাসকদলের (TMC) ভোটব্যাঙ্কে। তারপর থেকেই ক্রমাগত ক্ষত মেরামতের চেষ্টা চালিয়ে গিয়েছে ঘাষফুলের শীর্ষ নেতৃত্ব। জনসাধারণের কমিটির সাজাপ্রাপ্ত নেতা ছত্রধর মাহাতোর মুক্তি সেই চেষ্টারই বড় নিদর্শন ছিল বলে দাবি করে রাজনৈতিক মহলের একাংশের। সেই ধারাবাহিকতা বজায় রেখে ভোটের মুখে (West Bengal Assembly Election 2021) এ দিন তৃণমূলে যোগ দিলেন সাঁওতালি ছবির জনপ্রিয় অভিনেত্রী বিরবাহা হাঁসদা (Birbaha Hansda)।
বিস্তারিত পড়ুন: নজরে জঙ্গলমহল: তৃণমূলে যোগ দিলেন সাঁওতালি ছবির সুপারস্টার বিরবাহা
-
ভোটের আগে ‘ঋণমুক্ত’ হতে মরিয়া বিধায়করা, হুড়োহুড়ি চলছে বিধানসভায়
কোনও বকেয়া নেই বিধায়কদের (MLA)। তাই ‘নো ডিউ সার্টিফিকেট’ নেওয়ার জন্য হুড়োহুড়ি চলছে বিধানসভায় (West Bengal Assembly)। না হলে যে মনোনয়নপত্র দাখিলে সমস্যা হয়ে যাবে! তবে ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে শংসাপত্রের জন্য আবেদন করলেই পাওয়া যাচ্ছে না। কারণ, বিধায়কের ‘ঋণমুক্ত’ থাকার দাবি আদৌ বাস্তবসম্মত কিনা, সেই সম্পর্কে নিশ্চিত নয় বিধানসভার সচিবালয়। তাই আগে দাবির সত্যতা যাচাই করছে তারা।
বিস্তারিত পড়ুন: ভোটের আগে ‘ঋণমুক্ত’ হতে মরিয়া বিধায়করা, হুড়োহুড়ি চলছে বিধানসভায়
-
-
অবিলম্বে সরাতে হবে সমস্ত সরকারি বিজ্ঞাপনের ছবি, নির্দেশ কমিশনের
নির্বাচনের (Assembly Election 2021) নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। ফলে কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধিও (Model Code Of Conduct)। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন পেট্রল পাম্পে এখনও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি (Government Advertisement)। এমনকি, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে কোভিড ভ্যাকিসিনেশন সার্টিফিকেটেও। যা নিয়ে এ দিন সকালেই নির্বাচন কমিশনে (Election Commission Of India) অভিযোগ জানিয়েছিল তৃণমূল। রাতের আগেই শাসকদলের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করল নির্বাচন কমিশন।
বিস্তারিত পড়ুন: অবিলম্বে সরাতে হবে সমস্ত সরকারি বিজ্ঞাপনের ছবি, নির্দেশ কমিশনের
-
দলবদলের জের: জিতেনের ছবিতে জুতোর মালা, মিষ্টি বিতরণ তৃণমূলের
সদ্য বিজেপিতে যাওয়া পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)-র বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ অব্যাহত। এবার বিধায়কের ছবিতে জুতোর মালা পরিয়ে ক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল কর্মী ও সমর্থকেরা। শুধু তাই নয়, জিতেনের দলবদলের ‘খুশি’তে এলাকাবাসীকে মিষ্টিমুখ করাল তৃণমূল (TMC)। বুধবার পাণ্ডবেশ্বরের তৃণমূল (TMC) ব্লক সভাপতি নরেন্দ্র চক্রবর্তী (Narendra Chakrabarty)-র কথায়, “ও (পড়ুন জিতেন্দ্র তিওয়ারি) একটা বেইমান। পাপ বিদায় হয়েছে। তাই খুশিতে এলাকার মানুষ একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন।” তৃণমূল থেকে পাপ বিদায় হওয়ায় দল আরও মজবুত হল বলে মন্তব্য করতে শোনা যায় নরেনকে।
বিস্তারিত পড়ুন: দলবদলের জের: জিতেনের ছবিতে জুতোর মালা, মিষ্টি বিতরণ তৃণমূলের
-
শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, তালিকায় ৪০ নতুন মুখ
আগামী শুক্রবারই চূড়ান্ত প্রার্থী তালিকা ( Candidate List) প্রকাশ করবে তৃণমূল (TMC)। ওই দিন ২৯৪টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই। এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে। জানা গিয়েছে, এবার প্রার্থী তালিকায় থাকছে চমক। ৪০ টি কেন্দ্রে নতুন মুখকে প্রার্থী করছে তৃণমূল।
বিস্তারিত পড়ুন: Breaking: আগামী শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল, ৪০ নতুন মুখ
-
-
শুভেন্দু, রাজীব, শ্রাবন্তী, রুদ্রনীল…. দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা
নীল বাড়ি দখলের লক্ষ্যে নির্বাচনী যুদ্ধে নামা বিজেপির (BJP) প্রার্থী তালিকায় (BJP Candidate List) থাকতে পারেন কারা? বিগত কয়েক দিন ধরে চুলচেরা বিশ্লেষণ করে বেশ কয়েকটি নাম বেছে নিয়েছেন মুরলীধর সেন লেনের গেরুয়া বাড়ির নেতারা। ইতিমধ্যেই সেই নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে। বিজেপির সংসদীয় কমিটি আগামিকালই এই নামগুলি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসবে। বৃহস্পতি বা শুক্রবারই প্রথম দুই দফার ভোটের প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তার আগে এ দিন দিল্লি উড়ে যাচ্ছেন বাংলার বিজেপি নেতারা।
বিস্তারিত পড়ুন: শুভেন্দু, রাজীব, শ্রাবন্তী, রুদ্রনীল…. দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা
-
শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের মানহানি মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের
হাইকোর্টের নির্দেশে স্বস্তি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র। তাঁর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দায়ের করা মানহানি মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সংশ্লিষ্ট মামলার আর শুনানি হবে না বলে জানাল হাইকোর্ট।
কিছুদিন আগে বর্ধমানে এক রাজনৈতিক সভায় ভাষণ রাখতে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ ভাইপো’ বলে আক্রমণ করেন অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর প্রেক্ষিতে বর্ধমানের নিম্ন আদালতে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেন ডায়মন্ড হারবারের সাংসদ।
বিস্তারিত পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের মানহানি মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের
-
উত্তর-দক্ষিণে যুযুধান: রবিবার ব্রিগেডে মোদী, মমতা নামছেন শিলিগুড়ির পথে
রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর আগামী ৭ মার্চ বিজেপির হয়ে প্রথম নির্বাচনী প্রচারে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেদিন ব্রিগেডের ময়দানে সভা করবেন তিনি। আর প্রধানমন্ত্রী যখন দক্ষিণে প্রচারের ঝড় তুলবেন, ঠিক তখনই উত্তরের পথ কাঁপাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, ৬ মার্চ উত্তরবঙ্গ সফরে যাবেন তৃণমূল সুপ্রিমো। ৭ মার্চ তিনি শিলিগুড়িতে একটি পদযাত্রা করবেন।
বিস্তারিত পড়ুন: উত্তর-দক্ষিণে যুযুধান: রবিবার ব্রিগেডে মোদী, মমতা নামছেন শিলিগুড়ির পথে
-
নন্দীগ্রাম মামলা: ‘জঘন্যতম অপরাধ’ পর্যবেক্ষণ প্রধান বিচারপতির
নন্দীগ্রাম (Nandigram Movement) জমি আন্দোলনে ফৌজদারি মামলায় অভিযুক্ত তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহার সিদ্ধান্তে হাইকোর্টে (High Court) ফের ধাক্কা খেল রাজ্য। নন্দীগ্রাম মামলায় হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণের পর্যবেক্ষণ, ফৌজদারি মামলা প্রত্যাহার জঘন্যতম অপরাধ। এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিস্তারিত পড়ুন: নন্দীগ্রাম-মামলায় তৃণমূল কর্মীদের ছাড় রাজ্যের? ‘জঘন্যতম অপরাধ’ পর্যবেক্ষণ প্রধান বিচরপতিরe
-
উত্তপ্ত লাভপুর, ‘আক্রান্ত’ তৃণমূল কর্মীর স্ত্রী ও বৃদ্ধ মা
ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত লাভপুর (Birbhum Labpur) । তৃণমূল (TMC) কর্মীর মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ। স্ত্রীকে মেরে তাঁর মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ বিজেপির (Bengal BJP) বিরুদ্ধে। লাভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে দুই মহিলার। তুঙ্গে রাজনৈতিক তরজা।
বিস্তারিত পড়ুন: উত্তপ্ত লাভপুর, তৃণমূল কর্মীর স্ত্রী ও মাকে ‘মারধর’
-
অন্তর্ঘাত এড়াতে তৎপর তৃণমূল
আগামী বিধানসভা নির্বাচনে অন্তর্ঘাত এড়াতে কলকাতার সব তৃণমূল বিদায়ী কাউন্সিলর এবং ব্লক সভাপতিদের বৈঠকে ডাকল শাসকদল নেতৃত্ব। বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠক হবে। সূত্রের খবর থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি সহ তৃণমূল কর্তারা।
-
তৃণমূলে এবার সায়ন্তিকা
তৃণমূলে যোগ দিলেন আরও এক তারকা। এবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন বড় পর্দার অভিনেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এর আগে তৃণমূল ও বিজেপিতে যোগ দিয়েছেন টলিপাড়ার একাধিক অভিনেতা, পরিচালক। রাজনীতিতে প্রবেশ করেছেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি, রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, জুন মালিয়া প্রমুখ। এঁদের কয়েকজন তৃণমূলের প্রার্থী হতে পারেন বলে খবর। এই প্রেক্ষিতে বুধবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন আরও এক নায়িকা।
-
গেরুয়া শিবিরের চিন্তনে কারা কারা?
টার্গেট ২৯৪ টা আসন (West Bengal Assembly Election 2021)। কোনও রাজনৈতিক দলই এখনও পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তৃণমূল-বিজেপি কিংবা বাম, প্রত্যেকেরই স্ট্র্যাটেজি টিম চুল চেরা বিশ্লেষণ করছে। রাজ্যের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনিই সব আসনের প্রার্থী। অন্যদিকে, মোদীর মুখ ভরসা বিজেপির। কিন্তু স্থানীয় স্তরে প্রার্থীর প্রভাব পরিচিতি ক্লোজ ফাইটের নির্ণায়ক হতে পারে। তাই প্রার্থী বাছাইয়ে বুঝে শুনে পা ফেলছে গেরুয়া শিবির। কয়েকটি ফর্মুলা মাথায় রেখে এগোচ্ছে বিজেপি (Bengal BJP)।
আরও পড়ুন: প্রার্থীপদের মাপকাঠি নির্ধারণে বিশেষ ফর্মুলায় জোর! গেরুয়া শিবিরের চিন্তনে কারা কারা?
-
ফের নানুরে বোমাবাজি
বীরভূম: ভোটের আবহে ফের নানুরে বোমাবাজি। সিঙ্গি গ্রামে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির আশেপাশে বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার এলাকায় দেওয়াল লিখন করেন বিজেপি কর্মী সমর্থকরা। তারপরই গ্রামে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ।ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। বুধবার সকালে সিঙ্গি গ্রামে উদ্ধার হয় ২০ থেকে ২৫ টি তাজা বোমা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
-
দেওয়ালে তৃণমূলের প্রতীকে চুন লেপার অভিযোগ
দেওয়ালে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক ও নাম মুছে দেওয়া ঘিরে উত্তেজনা বারাসতে। অভিযোগ, বিজেপির কর্মী সমর্থকরা বারাসতের ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় প্রতীক দেওয়াল থেকে মুছে দেন। স্থানীয় ওয়ার্ড কোর্ডিনেটর জানিয়েছেন দলীয় ভাবে প্রশাসনের দারস্থ হয়েছেন তাঁরা।
Published On - Mar 03,2021 10:03 PM