নিজের বাড়িতে আগুন লাগিয়ে পালাল ছেলে! ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
শনিবার রাত সাড়ে ৯ টা নাগাদ ঘরের আসবাব পত্র ভেঙে, বাড়িতে আগুন লাগিয়ে দেয় পালিয়ে যায় প্রসেনজিৎ দত্ত নামে ওই বাড়ির বড় ছেলে।
বারাকপুর: নিজের বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেল ছেলে। আগুনের গ্রাসে গোটা বাড়ি। ঘটনাস্থলে পৌঁছল দমকলের তিনটি ইঞ্জিন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আগরপাড়া মহাজাতি নগর ৫ নম্বর কলোনি এলাকায়।
জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৯ টা নাগাদ ঘরের আসবাব পত্র ভেঙে, বাড়িতে আগুন লাগিয়ে দেয় পালিয়ে যায় প্রসেনজিৎ দত্ত নামে ওই বাড়ির বড় ছেলে। শুধু তাই নয়, প্রতিবেশীদের অভিযোগ, বিকালে নিজের মা ও ভাইকে ব্যাপক মারধর করে প্রসেনজিৎ। তাঁদের বাড়ি থেকে তাড়িয়েও দেয়। এর পরেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চম্পট দেয় সে।
কিন্তু কেন এমন ঘটনা ঘটাল সে? স্থানীয়দের অভিযোগ, ছেলেটি পুরোপুরি মানসিক ভাবে সুস্থ নয়। তাছাড়া প্রায় প্রতিদিন প্রচুর মদ্যপান করে সে। এ নিয়ে পারিবারিক অশান্তিও হয়। আর তারপরেই এ দিনের ঘটনা।
এদিকে ওই বাড়িতে আগুন লাগার পর দমকলে খবর দেন প্রতিবেশীরা। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘরে কেউ আছে কিনা তা দেখেন দমকলকর্মীরা। তাঁরা জানান, এই অগ্নিকাণ্ডে কেউ আহত বা নিহত হননি। ওই সময় ঘরেও কেউ ছিল না।
আরও পড়ুন: ‘বাংলা ভাগ করতে চাইছে বিজেপি’ প্রতিবাদ ঘাসফুলের
এদিকে ওই আগুন ছড়িয়ে পড়তে পারে পাশের বাড়িতে, এই আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন প্রতিবেশীরা। ঘটনার পর অভিযুক্ত প্রসেনজিতের খোঁজে পুলিশ।
আরও পড়ুন: বাঁকুড়ায় ‘বজ্র’ বিপদ! মৃত ১, আহত ৬