অর্জুন নাম নিয়ে শ্রীভূমি চত্বরে ঘোরাফেরা আরিফুলের, লেকটাউন থেকে ধৃত সন্দেহভাজন দুই বাংলাদেশী
প্রসঙ্গত, এই এলাকায় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Minister Sujit Basu) বাড়ি। সবদিক খতিয়ে দেখেই তদন্ত করছে পুলিশ।
কলকাতা: লেকটাউন শ্রীভূমি থেকে সন্দেহভাজন দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে আধার কার্ড ও তিনটি ব্যাঙ্কের পাসবুক উদ্ধার করেছে লেকটাউন থানার পুলিশ। ধৃতদের রবিবার বিধানননগর মহকুমা আদালতে তোলা হবে। প্রসঙ্গত, এই এলাকায় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ি। সবদিক খতিয়ে দেখেই তদন্ত করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত তিন চারদিন ধরে শ্রীভূমি এলাকায় দুই অপরিচিত যুবককে ঘোরাফেরা করতে দেখছিলেন স্থানীয়রা। প্রশাসনকে বিষয়টি জানানো হয়। তারপরই দু’জনের উপর নজরদারি শুরু হয়। তাঁদের আচরণ বেশ সন্দেহজনকই মনে হচ্ছিল।
এরপরই শনিবার রাতে রাজারহাটের লাঙ্গলপোতা ইটভাটা এলাকা থেকে আরিফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বছর ছাব্বিশ বয়স। এখানে অর্জুন পাল নামে থাকতেন। সেই নাম ভাঁড়িয়ে জাল আধার কার্ডও তৈরি করেন। শুধু তাই নয়, লেকটাউন থানা এলাকায় তিনটি ব্যাঙ্কে অ্যাকাউন্টও খুলেছিলেন তিনি। তাঁর আসল বাড়ি বাংলাদেশের যশোরে বেনাপুর থানা এলাকায়। আরিফুলকে জেরা করতেই মণি গাজী নামে অপর যুবকের খোঁজ মেলে। তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ‘হত্যাপুরী’তে ‘জঙ্গিযোগ’? পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
কেন একজন ওপার বাংলার নাগরিক রাজারহাটের লাঙ্গলপোতায় থাকছিলেন? কেনই বা নামের কারসাজি করে একই এলাকার তিনটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললেন? কী উদ্দেশে মন্ত্রীর বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিলেন, এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।