Durgapur Body: প্রাতঃভ্রমণে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন, নিকাশি নালা উদ্ধার অঙ্কের শিক্ষকের দেহ
Durgapur Body: প্রাতঃভ্রমণে বেরিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের পক্ষ থেকে দুর্গাপুরের নিউটাউনশিপ থানায় মিসিং ডায়েরি করা হয়।
দুর্গাপুর: প্রাতঃভ্রমণে বেরিয়ে নিখোঁজ শিক্ষকের মৃতদেহ উদ্ধার নিকাশি নালা থেকে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম শুভাশিস গঙ্গোপাধ্যায় (৫০)। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিখোঁজ হয়ে যান দুর্গাপুরের বিধাননগরের শিল্পকানন এলাকার বাসিন্দা শুভাশিস। তিনি কাঁকসার সিলামপুর উচ্চ বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক। প্রাতঃভ্রমণে বেরিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের পক্ষ থেকে দুর্গাপুরের নিউটাউনশিপ থানায় মিসিং ডায়েরি করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাডকো এলাকায় রাস্তার পাশে নিকাশি নালা থেকে শুভাশিস গঙ্গোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, স্বাভাবিক মৃত্যু নয়, সুস্থই ছিলেন শুভাশিস। প্রত্যেকদিনই তিনি সকালে হাঁটতে বের হন। স্থানীয় বাসিন্দারাই সেকথা জানেন। তাঁদের সঙ্গে দেখাও হয়, কথাও বলেন। ঘটনার দিনও সকাল ৬.১৩ মিনিটে স্বাভাবিক ভাবেই শিল্পকানন এলাকা থেকে হেঁটে বেরোতে দেখা গেছে তাঁকে।
পুলিশ স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। ওই শিক্ষকের সঙ্গে কারোর কোনও শত্রুতা রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে নিকাশি নালা থেকে তাঁর দেহ কীভাবে উদ্ধার হল, তা নিয়েও প্রশ্ন থাকছে। যদি খুনই হয়ে থাকে, তাহলে কেন কেউ টের পেলেন না? এটা একটা জনবহুল এলাকা। ‘ ক্লু’ পেতে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।