AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bus-Auto: ৩ দিন হয়ে গেল! আচমকা রাস্তা থেকে উধাও ২৫০-র বেশি মিনিবাস, চলছে না ২ হাজারের উপর অটো

Bus-Auto: অটো আর মিনিবাস সংগঠনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। বুধবার এই দুই সংগঠনের সঙ্গে আলোচনাও হয় বলে খবর। কিন্তু কোনও রফা সূত্র বের হয়নি বলেই জানা যাচ্ছে।

Bus-Auto: ৩ দিন হয়ে গেল! আচমকা রাস্তা থেকে উধাও ২৫০-র বেশি মিনিবাস, চলছে না ২ হাজারের উপর অটো
চরম সমস্যায় যাত্রীরা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2025 | 3:26 PM
Share

দুর্গাপুর: বাড়ি থেকে বের হলেও মিলছে না বাস, মিলছে না অটো। প্রায় আড়াইশোর কাছাকাছি মিনিবাস রাতারাতি উধাও হয়ে গিয়েছে দুর্গাপুর থেকে। উধাও ২ হাজারের বেশি অটো। তাতেই চরম সমস্যায় নিত্য়যাত্রীরা। ছবিটা একই রয়েছে তিনদিন হয়ে গেল! কিন্তু হয়েছেটা কী দুর্গাপুরে? বাস, অটো মালিকদের অভিযোগের তির টোটো দৌরাত্ম্যের দিকে। 

তাঁদের সাফ কথা, কোনও নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে টোটো। যা খুশি ভাড়াও নিচ্ছে। ফলে যাত্রী হচ্ছে না বাসে, অটোতে। ক্ষুব্ধ অটো মালিকদের দাবি, দুই মাস আগে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলেন। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তাঁদের অভিযোগ, তারপরেও অবস্থার কোনও বদল হয়নি। টোটো দাপিয়ে বেড়াচ্ছে আগের মতোই। অটো চালকরা বলছেন, যাত্রী কমতে কমতে অবস্থা এমনই তলানিতে গিয়ে ঠেকেছে যে অটো চালানোই কঠিন হয়ে পড়ছে। এদিকে জ্বালানির দাম বাড়ছে, ট্যাক্স বাড়ছে, সামগ্রিকভাবে খরচ বাড়ছে, আর কমছে যাত্রী! এভাবে আর কতদিন পরিষেবা দেওয়া যায়, প্রশ্ন তুলছেন বাস, অটো চালকরা। 

তাঁদের আরও অভিযোগ, সিংহভাগ টোটোর বৈধ লাইসেন্স নেই। তারপরেও দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাঁদের কাছে সব থাকার পরেও প্রশাসন চুপ। তারই প্রতিবাদে তাঁরা গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। অটো আর মিনিবাস সংগঠনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। বুধবার এই দুই সংগঠনের সঙ্গে আলোচনাও হয় বলে খবর। কিন্তু কোনও রফা সূত্র বের হয়নি।