Abhishek Banerjee: জয়ী প্রধানদের হাতে মাত্র ৩ মাস, ব্যর্থ হলে আবারও সরানোর হুঁশিয়ারি অভিষেকের গলায়

Abhishek Banerjee: মঙ্গলবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জনসংযোগ যাত্রার ২২ তম দিনের অধিবেশন শুরু হয়। ওই দিনের সভা থেকে তৃণমূল নেতা বলেন, "পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রধান বা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের মেয়াদ তিন মাস। প্রতি তিন মাসে কাজের পর্যালোচনা করা হবে।"

Abhishek Banerjee: জয়ী প্রধানদের হাতে মাত্র ৩ মাস, ব্যর্থ হলে আবারও সরানোর হুঁশিয়ারি অভিষেকের গলায়
ছবি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2023 | 9:20 AM

দুর্গাপুর: উত্তর থেকে শুরু করেছিলেন নবজোয়ার কর্মসূচির যাত্রা। বর্তমানে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন দুর্গাপুরে। মঙ্গলবার দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দানে দাঁড়িয়ে আরও একবার দলের কর্মীদের কড়া বার্তা দিতে দেখা গেল তৃণমূল নেতাকে। বুঝিয়ে দিলেন, পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রধান বা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের মেয়াদ তিন মাস। সংশ্লিষ্ট এই দিনগুলিতে অভিষেক নিজে তত্ত্বাবধান করবেন কাজ কেমন চলছে। ব্যর্থ হলে তাঁকে সরিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জনসংযোগ যাত্রার ২২ তম দিনের অধিবেশন শুরু হয়। ওই দিনের সভা থেকে তৃণমূল নেতা বলেন, “পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রধান বা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের মেয়াদ তিন মাস। প্রতি তিন মাসে কাজের পর্যালোচনা করা হবে। তাঁরা ব্যর্থ হলে সরিয়ে দেওয়া হবে।” সঙ্গে আরও বলেন, “দল যাকে প্রার্থী করবে তাঁকে পছন্দ করুন বা না করুন তাকে জয়ী করাতে হবে। দলের স্বার্থে কাঁধে করে নিয়ে জয়ী করুন। প্রার্থী পছন্দ না হলে দলের বিরুদ্ধে প্রার্থী হয়ে জয়ী হলেও তার জন্য দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।”

বস্তুত, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার শাসকদলের গোষ্ঠীকোন্দলের খবর আসছে। অনেক জায়াগাতেই প্রার্থী বাছাই নিয়ে হচ্ছে সমস্যা। অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটের আগে পালস বুঝতে মরিয়া শাসকদল। তাই দুর্নীতি রুখতে বারাংবার সতর্ক করেছেন দলকে।