Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Elections 2023: নির্বাচনের দামামা বাজলেই শরীর কাঁপে গীতা-মানোয়ারার, এই ভোটই কেড়েছিল ওদের স্বামী

Bengal Panchayat Election: রাজেশের স্ত্রী গীতা স্বামীর পথেই তৃণমূলে যোগ দেন। ২০১৫ সালে আসানসোলের পুরভোটে প্রার্থী হন তিনি। কাউন্সিলরও হন। রাজেশ যখন মারা যান তাঁদের দুই ছেলের বয়স ছিল ৫ ও ৩। এখন নবম শ্রেণি ও সপ্তম শ্রেণিতে পড়ে।

Panchayat Elections 2023: নির্বাচনের দামামা বাজলেই শরীর কাঁপে গীতা-মানোয়ারার, এই ভোটই কেড়েছিল ওদের স্বামী
মানোয়ারা ও গীতা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 9:37 PM

আসানসোল: ভোট এলে বুকের ভিতরটা এখনও ছ্যাঁৎ করে ওঠে জামুড়িয়ার মানোয়ারা, গীতাদের। এমনই এক ভোট তাঁদের কাছ থেকে কেড়েছে তাঁদের স্বামী। অকালে বিধবা হয়ে জীবন ভেসেছে এক অনিশ্চয়তার পথে। ভোট এলে, শিরোনামে হিংসার কথা উঠে এলে, এখনও শরীরে একটা অস্বস্তি হতে থাকে তাঁদের। চোখের সামনে ভেসে আসে ২০১৩ সালের সেই ভয়াবহ স্মৃতি। গীতা কোড়ার স্বামী ছিলেন রাজেশ কোড়া। মানোয়ারার স্বামীর নাম ছিলেন শেখ হাসমত সাগা। রাজেশ তৃণমূল করতেন, হাসমত ছিলেন সিপিএম কর্মী।

২০১৩ সালের ১৫ জুলাই পঞ্চায়েত ভোটের দিন তুমুল বোমাবাজি হয় জামুড়িয়ার মধুডাঙায়। অভিযোগ ওঠে, চুরুলিয়া পঞ্চায়েতের মধুডাঙার বুথের বাইরে হাসমতকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তৃণমূলের লোকেরা বোমা ছোড়ে। মৃত্যু হয় হাসমতের। সেদিনই ঘণ্টাখানেকের ব্যবধানে ‘খুন’ হন রাজেশ কোড়া। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, সিপিএম কর্মীরা রাজেশকে মাথায় কুড়ুল মেরে খুন করে। কোনও দলই নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেনি। এরপর সময় গড়িয়েছে অনেকটাই।

রাজেশের স্ত্রী গীতা স্বামীর পথেই তৃণমূলে যোগ দেন। ২০১৫ সালে আসানসোলের পুরভোটে প্রার্থী হন তিনি। কাউন্সিলরও হন। রাজেশ যখন মারা যান তাঁদের দুই ছেলের বয়স ছিল ৫ ও ৩। এখন নবম শ্রেণি ও সপ্তম শ্রেণিতে পড়ে। শ্বশুরবাড়ির লোকজন দেখেন। কিন্তু গীতা বলেন, “আমি একটা চাকরি চেয়েছিলাম। ছেলেগুলোকে বড় করতে কারও মুখাপেক্ষি হতে হতো না।”

মানোয়ারাও রাজনীতিতে আসেন। চুরুলিয়া পঞ্চায়েতে ভোটে লড়েন, জেতেনও। তাঁরও এক ছেলে, এক মেয়ে। হাসমত একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। স্বামীর পিএফের টাকা পেতেন একটা সময়। এখন অবশ্য ছেলে একটি বেসরকারি কারখানায় কাজ করে। তাতে চলে সংসার।

মানোয়ারা বলেন, “ভোট এলেই এই যে মানুষ মরে, ভাল লাগে না শুনতে। শুধু ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য এই রক্তারক্তি বন্ধ হওয়া দরকার। এভাবে যে কত মানুষের সংসার ভেসে যায়, কেউ তো খোঁজও রাখে না।” গীতা কোড়ারও একই কথা। ভোটের থেকে মানুষের জীবনের দামটা একটু বেশি হোক, চান তিনি।

চড়চড়িয়ে বাড়ল নিফটি ব্যাঙ্ক, মুখ থুবড়ে পড়ল তথ্যপ্রযুক্তির শেয়ারগুলো!
চড়চড়িয়ে বাড়ল নিফটি ব্যাঙ্ক, মুখ থুবড়ে পড়ল তথ্যপ্রযুক্তির শেয়ারগুলো!
দারুণ লাফ, একদিনেই মগডালে ভারতের শেয়ার বাজার!
দারুণ লাফ, একদিনেই মগডালে ভারতের শেয়ার বাজার!
এক দিনেই ৪ লক্ষ কোটি লাভ করলেন বিনিয়োগকারীরা!
এক দিনেই ৪ লক্ষ কোটি লাভ করলেন বিনিয়োগকারীরা!
৪ মাসে দাম সোনার বেড়েছে ১৪ হাজার টাকার বেশি, এমন রিটার্ন দেয়নি কেউ
৪ মাসে দাম সোনার বেড়েছে ১৪ হাজার টাকার বেশি, এমন রিটার্ন দেয়নি কেউ
বন্দে ভারতের জন্য কয়েকশো কোটির বরাত, নজর রাখতে পারেন এই শেয়ারে?
বন্দে ভারতের জন্য কয়েকশো কোটির বরাত, নজর রাখতে পারেন এই শেয়ারে?
সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!
সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!
১৯৮৮ সালে কেনা রিলায়েন্সের শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, কত দাম জানেন?
১৯৮৮ সালে কেনা রিলায়েন্সের শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, কত দাম জানেন?
আপনার কাছে আছে নাকি পড়ে পুরনো ২০০০ টাকার নোট, কী করতে হবে জেনে নিন...
আপনার কাছে আছে নাকি পড়ে পুরনো ২০০০ টাকার নোট, কী করতে হবে জেনে নিন...
ভারতের পাশাপাশি আর আশার আলো পড়শি দেশের শেয়ার সূচকেও!
ভারতের পাশাপাশি আর আশার আলো পড়শি দেশের শেয়ার সূচকেও!
হুমায়ুন কবীরকে নিয়ে বড় কথা বলে দিলেন অধীর চৌধুরী
হুমায়ুন কবীরকে নিয়ে বড় কথা বলে দিলেন অধীর চৌধুরী