Unnatural Death: বস্তার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কাটা পা, পিছন ঘুরতেই বীভৎস দৃশ্য…

Rupnarayanpur: এদিন হঠাৎই ব্রিজের উপর থেকে দেখা যায় মাঠে একটি বস্তা পড়ে রয়েছে। দেখেই সন্দেহ হয় স্থানীয়দের।

Unnatural Death: বস্তার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কাটা পা, পিছন ঘুরতেই বীভৎস দৃশ্য...
এই মাঠ থেকেই দেহ উদ্ধার হয়েছে। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2022 | 7:11 PM

আসানসোল: মাঠের মধ্যে পড়ে রয়েছে বস্তা। সামনে যেতেই আঁতকে উঠলেন লোকজন। বস্তাবন্দি হয়ে পড়ে রয়েছে মুণ্ডহীন মৃতদেহ। মৃতদেহ বললে ভুল হবে। দেহের ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বলা ভাল! যেখানে দেহটি পড়ে ছিল, ঠিক তার উল্টোদিকে ঘুরলে রেললাইন। সেখানে তো আরও বীভৎসতা। আঙুলের কাটা অংশ, হাতের কব্জি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। রবিবার সালানপুর থানার রূপনারায়ণ রেলব্রিজের ধারে একটি মাঠ থেকে এই দেহ উদ্ধার করে পুলিশ। মাঠের পাশেই রেল লাইন। সারাদিন ট্রেন ছুটছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ট্রেনে কাটা পড়তে পারেন ওই ব্যক্তি। তবে প্রশ্ন, যদি ট্রেনেই কাটা পড়বেন তা হলে কাটা হাত, পা, শরীরের অংশ বস্তাবন্দি করল কে? সমস্ত দিক খোলা রেখেই তদন্ত শুরু করেছে পুলিশ।

রূপনারায়ণপুরে চিত্তরঞ্জন থেকে আসানসোলগামী রাস্তায় একটি ব্রিজ রয়েছে। তার নীচ দিয়েই রেললাইনটি গিয়েছে। এদিন হঠাৎই ব্রিজের উপর থেকে দেখা যায় মাঠে একটি বস্তা পড়ে রয়েছে। দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই মাঠে নেমে দেখা যায় বীভৎস দৃশ্য। রেললাইনে কোথাও ছিটকে পড়ে রয়েছে কাটা আঙুল, কোথাও আবার হাত-পায়ের অংশ। মাঠে পড়ে থাকা বস্তাতেও শরীরের অংশ।

এলাকার লোকজনই রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কাটা দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পুলিশ মনে করছে, ট্রেনের ধাক্কায় এই ঘটনা। কিন্তু প্রশ্ন এখানেই! মুণ্ডহীন দেহটির হাত, পা, শরীরের কিছুটা অংশ বস্তায় ভরা। কে বা কারা দেহটি বস্তাবন্দি করল? রেলপুলিশ ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ খতিয়ে দেখছে। স্থানীয়দের অভিযোগ, যেহেতু রেলের জায়গার মধ্যে দেহটি উদ্ধার হয়, তাই দেহটি কে উদ্ধার করবে তা নিয়ে রেলপুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে একটা টালবাহানা চলে। পরে দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: Ashoknagar Case: হাতে ছেঁড়া ব্লাউজ, ভাঙা শাঁখা! অন্য পাড়া থেকে ছেলে ঢুকিয়ে ‘নোংরামি’, ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী

আরও পড়ুন: CPM Leader Susanta Ghosh: ‘যারা আমাদের ঘুম কেড়েছে, তাদেরও ঘুমোতে দেব না’, তবে কি আবারও রাজনীতিতে স্বমহিমায় ফিরছেন সুশান্ত ঘোষ

আরও পড়ুন: Minister Shashi Panja: শীতলা পুজোর পোস্টারে মন্ত্রীর নাম, বাদ কাউন্সিলর! খাস কলকাতায় প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীকোন্দল’