Pujoy Pulse: ‘ছোটবেলার স্বাদ’ ফিরিয়ে দেবে ‘গোলমোল’, এবারের পুজোয় পালসের নতুন স্বাদ
Pujoy Pulse 2025: কিন্তু কী এই 'ছোটবেলার স্বাদ'? নাম পালস 'গোলমোল'। টক-মিষ্টি মেশানো তেঁতুলের স্বাদের বিশেষ ক্যান্ডি। যা চেখে দেখতে জমছে ভিড়ও। জড়ো হচ্ছে বহু পথচলতি জনতা।

কিন্তু কী এই ‘ছোটবেলার স্বাদ’? নাম পালস ‘গোলমোল’। টক-মিষ্টি মেশানো তেঁতুলের স্বাদের বিশেষ ক্যান্ডি। যা চেখে দেখতে জমছে ভিড়ও। জড়ো হচ্ছে বহু পথচলতি জনতা।
মানুষ কী বলছে?
একজন বললেন, ‘গোলমোল নাম দেখে এগিয়ে এলাম। নাম একটু অন্যরকম। কিন্তু স্বাদ অসাধারণ।’ আরেক জন আবার বললেন, ‘এখন তেঁতুল তো আর খাওয়াই হয় না। এই ক্যান্ডিটার মাধ্য়মে আবার তেঁতুলের স্বাদ পেলাম বেশ ভাল লাগল।’ তবে শুধুই ক্যান্ডি বিলি নয়। পুজোয় পালসের ট্যাবলোতে রয়েছে বিশেষ খেলাও, ‘স্পিন দ্য় হুইল’। চাকা ঘুরিয়েই মিলে যেতে পারে, একটা নয়, অনেক অনেক ‘গোলমোল’ ক্যান্ডি।
গোলমোল থেকে গোল-কা-মোল
তৃতীয় বছরের পুজোয় পালসের ট্যাবলো যাত্রার থিম ‘গোল-কা-মোল‘। কিন্তু কেন এমন নাম? এই প্রশ্নের উত্তর কিন্তু পথচলতি মানুষও দিয়েছেন। একজন বললেন, ‘জীবন তো গোলই, আর আমাদের লক্ষ্য সেটাও তো একটা গোল। তাই হয়তো এমন নাম।’ ‘পালস’ বলছে, গোল বাঙালির ঐতিহ্য। গোল শুধুই একটা আকার নয়। মহিলাদের মাথার টিপ থেকে শুরু করে পুজোর থালা, ঢাক, সবই গোল। বাংলা ও বাঙালির ঐতিহ্যের সঙ্গে এই আকার মিশে। আর সেই ঐতিহ্যকেই তুলে ধরছে ‘পুজোয় পালস’।
