Burdwan: ছাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি, ভিডিয়ো পোস্ট হতেই পদক্ষেপ করল পুলিশ
Burdwan Physical Assault: ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। চার জন ছাত্রী টোটোতে করে পরীক্ষা দিয়ে ফিরছিল। অভিযোগ, সেসময়ে পথে এক যুবক মোটরসাইকেলে করে তাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। পাশাপাশি তার ভিডিয়ো করে ভাইরাল করার কথা বলে।

বর্ধমান: ছাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ যুবকের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে অশ্লীল অঙ্গভঙ্গির সেই ছবি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরজুড়ে। বর্ধমান থানায় ছাত্রীরা ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। তবে এখনও পর্যন্ত ওই যুবকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। চার জন ছাত্রী টোটোতে করে পরীক্ষা দিয়ে ফিরছিল। অভিযোগ, সেসময়ে পথে এক যুবক মোটরসাইকেলে করে তাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। পাশাপাশি তার ভিডিয়ো করে ভাইরাল করার কথা বলে। হঠাৎ করেই প্রকাশ্যে এই পরিস্থিতিতে হতবাক হয়ে যায় ছাত্রীরা। সেই সময় রাস্তায় লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ। তারা যখন টোটো দাঁড় করিয়ে যুবককে ধরতে যায়, তখন যুবক গাড়ি ঘুরিয়ে পালিয়ে যায়।
তাদের মধ্যেই এক ছাত্রী টোটোতে যেতে যেতে যুবকের অশ্লীল অঙ্গভঙ্গির ছবি মোবাইল ক্যামেরাবন্দি করে। পরে সামাজিক মাধ্যমে ওই ভিডিয়োটা আপলোড করার পরই তা ভাইরাল হয়। এরপর বর্ধমান থানার পুলিশ ওই ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে।
এরপর ছাত্রীরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। তাদের দাবি, অভিযুক্তকে কঠোর শাস্তি দিতে হবে। আগামী দিনে যাতে কোনও মেয়ের সঙ্গে এরকম কোনও ঘটনা না ঘটে।
এক ছাত্রী বলেন, “আমরা স্কুল থেকে ফিরছিলাম। চার জন একটাই টোটোতে উঠেছিলাম, দু’জন করে মুখোমুখি সিটে বসেছিলাম। আমরা তো নিজেদের মধ্যে গল্প করছিলাম। তখন হঠাৎ করেই একটি বাইক নিয়ে ওই যুবক আসে। আমরা সেভাবে চিনিও না তাকে। আমাদের টোটোর পাশাপাশি চলতে থাকে। আর খারাপ ভাবে প্রথমে তাকাচ্ছিল। আমরা প্রথমে ওতটা পাত্তা দিইনি। পরে দেখি অশ্লীল অঙ্গভঙ্গি করছে। তাতে আমরা অপ্রস্তুতে পড়ে যাই। রাস্তায় কিন্তু লোক ছিল, কেউ কিছু বলছিল না। তখন আমরাই টোটো দাঁড় করাই। কিন্তু চিৎকার করতেই ছেলেটা বাইক ঘুরিয়ে পালিয়ে গেল। আমরা চাই পুলিশ খুঁজে বার করুক।”
