TMC: বিরোধী ভোটারদের কি ‘গাধার’ সঙ্গে তুলনা? এ কেমন দেওয়াল লিখন তৃণমূলের

TMC: বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় যেমন তৃণমূলকে স্মরণ করিয়ে দিয়েছেন, 'মানুষই গনতন্ত্রে শেষ কথা বলবেন। গণতন্ত্রে বিরোধী মত থাকবেই। সেখানে প্রচারের মাধ্যমে মানুষকে নিজেদের রাজনৈতিক মত সম্পর্কে অবহিত করা হয়। কিন্তু, এই প্রচারে ভোটারকে গাধা বলা যায় না।'

TMC: বিরোধী ভোটারদের কি 'গাধার' সঙ্গে তুলনা? এ কেমন দেওয়াল লিখন তৃণমূলের
তৃণমূলের দেওয়াল লিখন ঘিরে বিতর্কImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2024 | 1:57 PM

বর্ধমান: এবার কি তবে বিরোধী ভোটারদের ‘গাধা’-র সঙ্গে তুলনা? সম্প্রতি তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন ঘিরে এমনই বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটি বর্ধমান শহরের। সেখানে ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের এক দেওয়াল লিখনের শব্দবন্ধ ঘিরে বিতর্ক দানা বেধেছে। ছন্দ মিলিয়ে লেখা হয়েছে, ‘আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এই বিজেপিকে ভোট দেবে না গাধা ছাড় আর কেউ’। আর এই দেওয়াল লিখন ঘিরেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি থেকে শুরু করে সাধারণ ভোটারদের একাংশ।

বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় যেমন তৃণমূলকে স্মরণ করিয়ে দিয়েছেন, ‘মানুষই গনতন্ত্রে শেষ কথা বলবেন। গণতন্ত্রে বিরোধী মত থাকবেই। সেখানে প্রচারের মাধ্যমে মানুষকে নিজেদের রাজনৈতিক মত সম্পর্কে অবহিত করা হয়। কিন্তু, এই প্রচারে ভোটারকে গাধা বলা যায় না।’ উল্লেখ্য, তৃণমূল শিবির তাদের নির্বাচনী প্রচার সভা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনমুখী প্রকল্পের কথা তুলে ধরছে। সেই কথা টেনে বিজেপি নেতার খোঁচা, ‘আগে ওরা বলত উন্নয়ন দেখে ভোট হবে। এখন বলছে, যার ভোট দেবে না তারা গাধা।’ দেবজ্যোতিবাবুর কথায়, দিলীপ ঘোষ প্রার্থী হওয়ায় তৃণমূল বুঝতে পেরেছে, তাদের হার নিশ্চিত। সেই কারণেই এই ধরনের দেওয়াল লিখন শুরু করেছে বলে মত বিজেপি নেতার।

যদিও পাল্টা ব্যাখ্যা রয়েছে তৃণমূল শিবিরেরও। তৃণমূল নেতা তথা দলের মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবি, দেওয়াল লিখনে সাধারণ জনগণকে ‘গাধা’ বলে বোঝানো হয়নি। তিনি বলেন, ‘এটি একটি নির্বাচনী ছড়া। জনগণকে কেউ গাধা বলতে পারে না। জনগণের উদ্দেশেও লেখেনি। বিজেপি যেভাবে দেশকে শেষ করছে, যেভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেটা উপলব্ধি করেই মানুষ এই ধরনের ছড়া লিখছে। এর সঙ্গে জনগণকে কটূক্তি করার কোনও সম্পর্ক নেই।’