Dilip Ghosh: ‘দাদা আর ক’বছর চাকরি?’ সরকারি কর্মী উত্তর দিতেই হাসতে-হাসতে দিলীপ বললেন, ‘বেতন দিদির থেকে নেবেন, ভোটটা আমাকে দেবেন’

Dilip Ghosh: সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তবে আজ একটু অন্য মেজাজেই ধরা দিলেন বিজেপি এই নেতা। তাঁর সঙ্গে দেখা করতে আসা এক সরকারি কর্মীকে দিলেন 'বুদ্ধি'।

Dilip Ghosh: 'দাদা আর ক'বছর চাকরি?' সরকারি কর্মী উত্তর দিতেই হাসতে-হাসতে দিলীপ বললেন, 'বেতন দিদির থেকে নেবেন, ভোটটা আমাকে দেবেন'
চা চক্রে দিলীপ ঘোষImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2024 | 10:01 AM

বর্ধমান: বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ প্রতিদিনই বের হন প্রাতঃভ্রমণে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তবে আজ একটু অন্য মেজাজেই ধরা দিলেন বিজেপি এই নেতা। তাঁর সঙ্গে দেখা করতে আসা এক সরকারি কর্মীকে দিলেন ‘বুদ্ধি’। সঙ্গে সাবধানও করলেন তাঁকে। ওই ব্যক্তির সঙ্গে দিলীপ ঘোষের কথোপকথন…

দিলীপ ঘোষ: দাদা কী করেন? দোকান আছে?

আগত ব্যক্তি: আমি একজন সরকারি কর্মচারী।

দিলীপ ঘোষ (ব্যক্তির সঙ্গে হাত মিলিয়ে): সরকারি কর্মচারী? এরাই রিগিং করে (হাসিমুখে)

ব্যক্তি: না-না আমরা পুরোপুরি পদ্মে।

দিলীপ ঘোষ (হাসিমুখে): ফটো বেরোলেই কিন্তু কালকে সাসপেণ্ড। কেউ বাঁচাতে পারবে না।

এরপর একটি পদ্মফুল ওই ব্যক্তিকে তুলে দেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ: বেতন দিদির কাছ থেকে নেবেন ভোটটা আমাকে দেবেন।

দিলীপ ঘোষ: দাদা ক’বছর আর চাকরি?

ব্যক্তি- ২০২৬ সাল অবধি।

দিলীপ ঘোষ: রিজাইন করে দেবেন ভোটের আগে। সরকার বানিয়ে তারপরে। আমরা ফুলটাইম জব দেব আপনাকে।

বস্তুত, বৃহস্পতিবার সকালে প্রাত:ভ্রমণ সেরে বর্ধমানের বীরহাটা এলাকায় চায়ে পে চর্চায় যোগ দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে বিজেপির মহিলা কর্মীরা দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরই মাঝে শহর বিজেপির ৭ নম্বর মণ্ডলের সভাপতি সোমনাথ দাস বিজেপি নেতা দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষে একটি পেন উপহার দেন তাঁকে। উপহার পেয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আমার হাতে লাঠি দেখতে সবার ভাল লাগে সবার।’