AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja: মাটির প্রতিমার পাশাপাশি জীবন্ত ‘দুর্গা, পূর্বস্থলীতে অনাথ আশ্রমেই হচ্ছে এক অনন্য পুজো

Durga Puja 2025: এই পুজোর রয়েছে বেশ কিছু বিশেষত্ব। পুজোর দিনগুলির মধ্যে যে কোনও একদিনে অনাথ আশ্রমের শিশুরাই হয়ে ওঠেন দেবদেবী। কেউ সেজে ওঠে দুর্গা রূপে, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ গণেশ, আবার কেউ কার্তিক।

Durga Puja: মাটির প্রতিমার পাশাপাশি জীবন্ত ‘দুর্গা, পূর্বস্থলীতে অনাথ আশ্রমেই হচ্ছে এক অনন্য পুজো
অনাথ আশ্রমে হচ্ছে এক অনন্য পুজো Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 28, 2025 | 3:40 PM
Share

পূর্বস্থলী: একদিকে মৃন্ময়ী মূর্তি, অন্যদিকে জীবন্ত দেবী! পূর্বস্থলী ১ ব্লকের দামোদরপাড়ার অনাথ আশ্রমে ষষ্ঠীর দিনে এভাবেই পালিত হল অনন্য দুর্গাপুজো। নিয়ম মেনে পাশাপাশি দুই দুর্গার আরাধনায় সামিল হলেন মন্ত্রী স্বপন দেবনাথও। মন্ত্রীর উদ্যোগেই প্রায় ২৫ বছর আগে অনাথ শিশুদের নিয়ে শুরু হয়েছিল এই বিশেষ পুজো। তারপর থেকে প্রতি বছর পূর্বস্থলীর নাদনঘাটে অনাথ আশ্রমে আয়োজিত হয়ে আসছে এই পুজো। এবারের এই বিশেষ পুজোয় উপস্থিত ছিলেন অভিনেত্রী ঝিলিকও।

এই পুজোর রয়েছে বেশ কিছু বিশেষত্ব। পুজোর দিনগুলির মধ্যে যে কোনও একদিনে অনাথ আশ্রমের শিশুরাই হয়ে ওঠেন দেবদেবী। কেউ সেজে ওঠে দুর্গা রূপে, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ গণেশ, আবার কেউ কার্তিক। একদিকে মৃন্ময়ী প্রতিমা, আর ঠিক পাশেই জীবন্ত দেব-দেবীর সাজে অনাথ আশ্রমের আবাসিকরা। দু’জন পুরোহিত একসঙ্গে সম্পূর্ণ রীতি মেনে উভয় রূপের পূজাই সম্পন্ন করেন।

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “মাটির প্রতিমাকে যেমন দেবী রূপে পূজা করা হয়, তেমনই এই অনাথ শিশুদেরও আমরা দেবীরূপে দেখি। কারণ, তাঁদের মধ্যেই লুকিয়ে আছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক।” তিনি আরও জানান, মৃন্ময়ী প্রতিমার সামনে যেমন অঞ্জলি দেওয়া হয়, তেমনই এই শিশুদের সামনেও সমান ভক্তি সহকারে অঞ্জলি দেওয়া হয়।