Abhishek on Electoral Bond: হাজার কোটি ঘরে ঢুকেছে তৃণমূলের, ইলেক্টোরাল বন্ড নিয়ে কী বললেন অভিষেক

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, "চেকে দিলেও বোঝা যেত। উনি বলছেন ইল্টোরাল বন্ড করেছি বলে বুঝতে পারা যাচ্ছে কে কাকে টাকা দিয়েছে। তাহলে তো চেকেও টাকা দিলে বোঝা যেত। টাকা তো আরটিজিএস করেও দেওয়া যেত। এনইএফটি কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত। চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত। তা হলে ইলেকটোরাল বন্ডের মানে কী? এটা তো বিজেপি করেছে।"

Abhishek on Electoral Bond: হাজার কোটি ঘরে ঢুকেছে তৃণমূলের, ইলেক্টোরাল বন্ড নিয়ে কী বললেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2024 | 7:40 PM

কালনা: নির্বাচনী বন্ড নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেছিলেন, “এই বন্ডের মাধ্যমে স্বচ্ছতা তৈরি হয়েছিল। কে টাকা দিচ্ছে, কোথায় দিচ্ছে, তা নিয়ে একটা পরিষ্কার ছবি সামনে আসছিল।” বৃহস্পতিবার কালনায় এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন অভিষেককে। অভিষেক বলেন, তা তো চেক জমা দিলেও বোঝা যেত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, “চেকে দিলেও বোঝা যেত। উনি বলছেন ইল্টোরাল বন্ড করেছি বলে বুঝতে পারা যাচ্ছে কে কাকে টাকা দিয়েছে। তাহলে তো চেকেও টাকা দিলে বোঝা যেত। টাকা তো আরটিজিএস করেও দেওয়া যেত। এনইএফটি কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত। চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত। তা হলে ইলেকটোরাল বন্ডের মানে কী? এটা তো বিজেপি করেছে।”

সম্প্রতি প্রকাশিত তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপির ঘরে ঢুকেছে ৬ হাজার ৬১ কোটি টাকা। তৃণমূলের ঘরে ঢুকেছে ১ হাজার ৬১০ কোটি টাকা। কংগ্রেসের ঘরে ঢুকেছে ১ হাজার ৪২২ কোটি টাকা।