‘গোলকিপারের পা খতম’, কটাক্ষ সুনীলের, পাল্টা দিল তৃণমূল
"দিদির একটা পায়েই ২২ বার প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী ডেলিপ্যাসেঞ্জার হয়েছেন। একটা পায়েই যদি এই অবস্থা হয়, দিদির দুটো পা থাকলে কী হত বুঝতেই পারছেন।'' পাল্টা তৃণমূল
বর্ধমান: “ওদের দিদি ছিল গোলকিপার, গোলকিপার ল্যাংড়া হয়ে গেছে, গোলকিপারের একটা পা হয়ে গেছে খতম,আর যারা খেলতে চাইছে, তাদের ভদ্র ভাবে বলতে চাই, অনেক খেলা খেলেছ, তোলাবাজি, সিন্ডিকেটে বাংলাকে সর্বোচ্চ দিয়েছ।” ঠিক এ ভাষাতেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তাঁরই দলের সাংসদ তথা অধুনা বিজেপি নেতা (BJP Leader) সুনীল মণ্ডল (Sunil Mandal)। যা নিয়ে পাল্টা আক্রমণ শানাল ঘাসফুল শিবিরও।
রবিবার পূর্ব বর্ধমানের রায়নায় বিজেপি প্রার্থী (BJP Candidate) মানিক রায়ের সমর্থনে জনসভা করেন বর্ধমান পূর্বের সাংসদ। সেখান থেকে তৃণমূলত্যাগী নেতার হুঁশিয়ারি, “কেউ কেউ বলছে খেলা হবে। যারা খেলতে চাইছে, তাদের ফটো তুলে রাখবেন। আমরা পরে খেলব।” এখানেই থামেননি সুনীল।
এর পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে কটাক্ষ করে তাঁর মন্তব্য, “ওদের যারা খেলবে তারা তো চলে এসেছে বিজেপিতে। ওদের দিদি ছিল গোলকিপার। গোলকিপার ল্যাংড়া হয়ে গিয়েছে। গোলকিপারের একটা পা খতম। আর যারা খেলতে চাইছে তাদের ভদ্র ভাবে বলতে চাই, অনেক খেলা খেলেছ। তোলাবাজি, সিন্ডিকেটে বাংলাকে সর্বোচ্চ দিয়েছ।” সুনীলের হুঁশিয়ারি, ‘এবার যদি বেশি বাড়াবাড়ি কর ২ তারিখের পর সব হিসাব নিকেশ হবে। আপনারা তৈরি থাকুন।’
সুনীলের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা কটাক্ষ শানিয়েছে তৃণমূলও (TMC)। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিত দাসের কটাক্ষ, “সুনীল মণ্ডল ভাড়া করা প্লেয়ার। যখন যে দলে থাকেন সেই দলের হয়ে কথা বলেন।”
আরও পড়ুন: তাঁর বিরুদ্ধে কাকে প্রার্থী করলে ভাল করত তৃণমূল? বাতলে দিলেন জিতেন
তিনি আরও যোগ করেন, “দিদির একটা পায়েই ২২ বার প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী ডেলিপ্যাসেঞ্জার হয়েছেন। একটা পায়েই যদি এই অবস্থা হয়, দিদির দুটো পা থাকলে কী হত বুঝতেই পারছেন। যেদিন দিদি দুটো পায়ে সোজা হয়ে দাঁড়াবে সেদিন দিল্লী থেকে ওরা সরে যাবে।”