Student Agitation: ‘ক্লাস করেছি অনলাইনে, কলেজে গিয়ে পরীক্ষা দেব না’, গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের
Purba Medinipur: বৃহস্পতিবার দুপুরে কলেজের শতাধিক ছাত্র, ছাত্রী কলেজের গেটে তালা লাগিয়ে ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
পূর্ব মেদিনীপুর: অনলাইনে ক্লাস করেছে সকলে। তাই পরীক্ষাও দেবে অনলাইনেই। এদিকে কলেজ ঘোষণা করেছে অফলাইনে পরীক্ষা দিতে হবে। কিছুতেই তা মানতে নারাজ পড়ুয়ারা। প্রতিবাদে কলেজের গেটে তালা ঝুলিয়ে ‘বিদ্রোহ’ ঘোষণা করল ছাত্র ছাত্রীরা! এমন দৃশ্যে কার্যত তাজ্জব শিক্ষামহলের একাংশ। যে ছাত্র ছাত্রীরা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করার জন্য রাস্তায় নেমে আন্দোলন করছে, সেই পড়ুয়ারাই আবার দাবি তুলছে, কলেজে গিয়ে তারা পরীক্ষা দেবে না। যুক্তি, ক্লাস করেছে অনলাইনে, তাই পরীক্ষার মাধ্যমও অনলাইন হতে হবে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে কাঁথির পলিটেকনিক কলেজে। অনলাইন পরীক্ষা দাবিতে গেটে তালা ঝুলিয়ে এদিন বিক্ষোভ দেখায় কলেজের শতাধিক পড়ুয়া। এদিকে ছাত্র আন্দোলনের জেরে কলেজেই ঢুকতে পারেননি অধ্যাপক, অধ্যাপিকারা। তাঁর দীর্ঘক্ষণ কলেজ ক্যাম্পাসে গাছের তলায় বসে থাকেন বলে অভিযোগ। ছাত্র ছাত্রীরা হুঁশিয়ারিও দিয়েছে স্যর, ম্যাডামদের! দাবি না মিটলে, বৃহত্তর আন্দোলনে নামবে তারা। যদিও এদিনের বিক্ষোভ নিয়ে কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি।
করোনা আবহে প্রায় দু’ বছর রাজ্যের সমস্ত স্কুল, কলেজ বন্ধ ছিল। ধীরে ধীরে সেসব তালা খুলছে। ইতিমধ্যেই স্কুলের ক্ষেত্রে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়া স্কুলে গিয়ে ক্লাস করছে। অন্যদিকে কলেজ-বিশ্ববিদ্যালয়ও খুলেছে। তবে যতদিন এই প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল, অনলাইনে পঠনপাঠনই ছিল একমাত্র ভরসা। শুধু এ রাজ্যে নয়, গোটা দেশেই এই ছবি দেখা গিয়েছে।
ছাত্র-ছাত্রীদের কথায় মাথায় রেখে কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস শুরু করেন। ছাত্রছাত্রীরা অনলাইনে পরীক্ষাও দিয়েছে। কিন্তু করোনা পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর কলেজ কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে দেয়। সেই সিদ্ধান্ত কোনও মতেই মেনে নিতে পারেনি ছাত্রছাত্রীরা।
বৃহস্পতিবার দুপুরে কলেজের শতাধিক ছাত্র, ছাত্রী কলেজের গেটে তালা লাগিয়ে ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ, অধ্যাপক অধ্যাপিকাদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ গাছের তলায় বসে থাকেন তাঁরা। যদিও পরে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসেই অবস্থান ওঠে। বিক্ষোভ তুলে নেয় ছাত্র ছাত্রীরা। এরপর কলেজ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনায় বসে বলেই সূত্রের খবর।
বিক্ষোভকারী এক কলেজ ছাত্রী জানায়, “কলেজ কাউন্সিলের এরকম সিদ্ধান্ত হঠকারিতা ছাড়া আর কিছুই নয়। তাই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা। কলেজ কাউন্সিল একাধিক সিদ্ধান্ত পরিবর্তন করছে। আজকে একটা সিদ্ধান্ত, পরের দিন আবার একটা সিদ্ধান্ত। সেই সমস্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি। পরীক্ষা দেওয়ার জন্য আমাদের মন থেকে প্রস্তুতি নিতে হয়। অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত আমরা মানব না। কর্তৃপক্ষ না মানলে আগামিদিনে আমরা বড়সড় আন্দোলনে নামব।” যদিও এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা