Purbo Medinipur: ‘স্যর বলেছেন…’, অভিষেকের থেকে বিশেষ বার্তা পাওয়ার পর কী বলছেন অখিল-উত্তমরা?
Purbo Medinipur: পূর্ব মেদিনীপুরের মাটিতে তৃণমূলের দুই বিধায়কের দ্বন্দ্ব অবিদিত নয়। এর আগে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে দুই বিধায়কের দ্বন্দ্বে আগে অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূলকে। হস্তক্ষেপ করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

পূর্ব মেদিনীপুর: গত লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে দলের খারাপ ফল। গত শনিবারই ভার্চুয়াল বৈঠকে জেলা নেতৃত্বকে সতর্ক করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে তৃণমূল সেনাপতি সরাসরি বলেছেন, গত লোকসভা নির্বাচনে তৃণমূলের জেলা নেতৃত্বের নিজেদের মধ্যে ঝগড়ার কারণেই এমন ফল। আগামী নির্বাচনে কমপক্ষে ১২টা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের এই নির্দেশের পর ঠিক কী বলছেন জেলা নেতৃত্ব?
রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেন, “লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে যতগুলো জেলা রয়েছে, তার মধ্যে পূর্ব মেদিনীপুরের ফল খুব খারাপ হয়েছে। আমরা ৯টা সিট জিতেছিলাম, স্যর বলেছেন, ৯ টা থেকে বাড়িয়ে সিট ১২ টা করতে হবে। আমরা চেষ্টা করব। আমাদের কোথাও কোনও ক্রটি বিচ্যুতি থেকে গিয়েছে, কোথাও অর্থের অভাব থেকে গিয়েছে, সাংগঠনিক কিছু দুর্বলতা থেকে গিয়েছে। আমি মনে করি, সংগঠনটা ঠিক মতো সাজানো হোক। দল মনে করলে সংগঠনকে পরিবর্তন করবে।”
সংগঠনের ভিতরেই যে ঘাটতি রয়েছে, সেকথা মেনে নিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিকও। তিনি বলেন, “আমাদের নেতা লোকসভা পরবর্তী পর্যায়ে নিশ্চিতভাবে তথ্য সংগ্রহ করেছেন। কার সঙ্গে কার যোগাযোগ রয়েছে, কে কী কাজ করেছেন, দলকে জেতানোর জন্য কাদের কাদের কী ভূমিকা, সব তথ্যই রয়েছে তাঁর কাছে। যে যে জায়গাগুলোতে আমরা লাগাতর হেরেছি, একুশে হেরেছি, চব্বিশে হেরেছি, প্রয়োজন পড়লে সেখানকার বুথ সভাপতিকে পরিবর্তন করা যেতে পারে।”
পূর্ব মেদিনীপুরের মাটিতে তৃণমূলের দুই বিধায়কের দ্বন্দ্ব অবিদিত নয়। এর আগে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে দুই বিধায়কের দ্বন্দ্বে আগে অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূলকে। হস্তক্ষেপ করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শেষমেশ দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ফোন করে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের নেতাদের ডেকে পাঠান। আগামী ছাব্বিশে বড় নির্বাচন। তার আগে যাতে দলের সংগঠনে আর কোনও ধরনের চিড় না ধরে, তার জন্য তৎপর শীর্ষ নেতৃত্ব। যদিও তৃণমূলের টার্গেট নিয়ে কাঁথি জেলা বিজেপির সভাপতি সোমনাথ রায় বলেন, “ওরা ভাবছে ১২টা পাবে, আমরা বলছি, আমরা ১৬টায় ১৬টাই পাব। ”





