Road Accident: স্কুলে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, রক্তাক্ত ১০ পড়ুয়া, গুরুতর ২
Road Accident: পড়ুয়াদের সঙ্গেই গুরুতর আহত হয়েছেন টোটোর চালকও। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান। তাঁরাই সকলকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন।
পুরুলিয়া: স্কুলে যাওয়ার পথে বিপত্তি। ট্রাক ও টোটোর সংঘর্ষে রক্তাক্তি কাণ্ড। আহত ১০ স্কুল পড়ুয়া। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনা পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত বরাকর রাজ্য সড়কের ঝাঁপড়া মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন সকালে ওই টোটো করে স্কুলে যাচ্ছিল বেশ কিছু পড়ুয়া। কিন্তু, আচমকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটির পিছনে ধাক্কা মারে। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় টোটোটি।
পড়ুয়াদের সঙ্গেই গুরুতর আহত হয়েছেন টোটোর চালকও। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান। তাঁরাই সকলকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, দুই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশও। ঘাতক লরিটি থাকলেও চালকের কোনও খোঁজ মিলছে না। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘটনার পরেই লরি ফেলে চম্পট দেন চালক। খোঁজ চালাচ্ছে পাড়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকায়।