Joynagar TMC Leader Death: ‘আমার স্বামী CPM করত না’, তৃণমূল নেতা খুনে দাবি অভিযুক্তর স্ত্রীর
Joynagar TMC Leader Death: জারিনার বক্তব্য,সাহাবুদ্দিন সিপিএম করেন না। তিনি তৃণমূলই করতেন। জারিনা বলেছেন, এই ঘটনার পর তাঁদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে প্রাণে মেরে ফেলার। সেই কারণে পুলিশে অভিযোগ দায়ের করতে পারছেন না।
জয়নগর: জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিনের লস্করের খুনের পর থেকেই শাসকদল ঘটনার দায় চাপিয়েছে তৃণমূলের উপর। প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। এ দিকে, ঘটনার পর অভিযুক্ত সাহবুদ্দিন লস্করের স্ত্রী দাবি,তাঁর স্বামী সিপিএম করতেন না। যদি তিনি সিপিএম না করেন তাহলে কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন? সেই উত্তর দিতে গিয়ে জারিনা জানিয়েছেন, সাহাবুদ্দিন তৃণমূলকেই ভোট দিত।
কী বলেছেন সাহাবুদ্দিন লস্করের স্ত্রী জারিনা বিবি?
জারিনার বক্তব্য,সাহাবুদ্দিন সিপিএম করেন না। ও তৃণমূলকেই ভোট দিত। জারিনা বলেছেন, এই ঘটনার পর তাঁদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে প্রাণে মেরে ফেলার। সেই কারণে পুলিশে অভিযোগ দায়ের করতে পারছেন না। জারিনা আরও বলেছেন,”সাহাবুদ্দিন পেশায় সেলাইয়ের মিস্ত্রি। ঘটনার দিন সন্তোষপুর আক্রায় কাজ করতে যাচ্ছিলেন। ভোরবেলা চারটে নাগাদ বেরিয়েছিলেন। তখনই তাঁকে পিটিয়ে মারা হয়।”
প্রসঙ্গত, সইফুদ্দিনকে খুনের ঘটনায় নাম জড়ায় সাহাবুদ্দিনের। ঘটনার সময় পালাতে গিয়ে উন্মত্ত জনতার হাতে ধরা পড়ে যান তিনি। তারপর তাঁকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে। মৃত্যু আগে সাহাবুদ্দিনের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে দেখা যাচ্ছে, একদল মানুষ তাঁকে ধরে নিয়ে যাচ্ছে। তাঁর মধ্যে একজন সাহাবুদ্দিনকে প্রশ্ন করছেন,”খুনের সময় কতজন ছিল” উত্তরে অভিযুক্ত ব্যক্তি বলেছেন, “পাঁচজন”