Aamir Khan: ‘আমির তোমার নতুন প্রেমিকা কে?’ ছেলের সামনেই প্রশ্ন সলমনের, তারপর…
সলমন তো উনষাটেও বক্স অফিসের 'টাইগার' অন্যদিকে, লাল সিং চাড্ডা মুখ থুবরে পড়ার তো আমির প্রায় সিনেপর্দাকে টা টা বাই বাই করতে চলেছেন। যাই হোক সে নয় অন্য গল্প। নতুন গল্প হল প্রেমের!
একজন বলিউডের এলিজেবল ব্যাচেলার। আরেকজনের দুটো বিয়েই টেকেনি। অনুরাগীরা বলেন, বলিউডের এই দুই সুপারস্টারের জীবন বাঁচাটা একেবারে নিজের স্টাইলে। ওই হিন্দিতে যাকে বলে ‘আন্দাজ আপনা আপনা’! হ্যাঁ, ঠিক ছবির নামের মতোই সলমন-আমিরের জুটির বিন্দাস লাইফস্টাইল। সলমন তো উনষাটেও বক্স অফিসের ‘টাইগার’ অন্যদিকে, লাল সিং চাড্ডা মুখ থুবরে পড়ার তো আমির প্রায় সিনেপর্দাকে টা টা বাই বাই করতে চলেছেন। যাই হোক সে নয় অন্য গল্প। নতুন গল্প হল প্রেমের!
হ্যাঁ, সলমন মোটামুটি জানিয়ে দিয়েছেন, যতই গুঞ্জন উড়ুক, তিনি প্রেমে বা বিয়েতে নেই। তবে অন্যদিকে, কিরণের সঙ্গে ডিভোর্স হওয়ার আগে থেকেই শোনা গিয়েছিল ফতিমা সানা শেখকে নাকি মন দিয়েছেন আমির। তাহলে কি ফতিমাই, আমিরের নতুন প্রেমিকা?
এই খবরটিও পড়ুন
বিষয়টা আরও বিশদে বলা যাক। মুক্তির অপেক্ষায় আমির খানের ছেলে জুনেইদ খানের ছবি লাভইয়াপ্পা। সেই ছবির প্রচারেই সম্প্রতি বিগ বসে ছেলে ও খুশি কাপুরকে নিয়ে হাজির হয়েছিলেন আমির খান। আমির সবে ছবি নিয়ে কথা বলতে শুরু করলেই, সলমন টুক করে প্রশ্ন ছোঁড়েন। আচ্ছা আমির তোমার নতুন প্রেমিকা কে? সলমনের মুখে এমন প্রশ্ন শুনে একটু থতমত খেয়ে যান আমির। তবে আমির কিছু বলার আগেই পাশ থেকে ফোঁড়ন কাটেন ছেলে জুনেইদ। সলমনকে বলেন, আপনি বাবার ফোনটা ভাল করে চেক করুন। দেখবেন, তাঁর প্রাক্তন দুই স্ত্রী কত অভিশাপ দিয়েছেন! ছেলে জুনেইদের এমন উত্তরে হেসে গড়াগড়ি সলমন। তবে আমির যে নতুন প্রেমিকা থুড়ি ফতিমা সানা শেখের বিষয়টা বাইপাস করে গিয়েছেন, তা কিন্তু নজরে রেখেছেন বিগ বস!