Usthi Harassment: কটূক্তির প্রতিবাদ করায় মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ, আতঙ্কিত ছাত্রীর পরিবার
Usthi Harassment: পরীক্ষা শেষ হওয়ার পর শনিবার সন্ধ্যায় ওই যুবক ও তার কয়েকজন সঙ্গী মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে চড়াও হয়। ছাত্রীকে একলা পেয়ে বেধড়ক মারধর করে।
উস্তি: কটূক্তির প্রতিবাদ করায় মাদ্রাসা বোর্ডের এক মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী যুবক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এই ঘটনার পর আতঙ্কিত ওই আক্রান্ত ছাত্রী ও তার পরিবার। আরও তিনটি পরীক্ষা বাকি আছে। বাকি পরীক্ষাগুলি নিয়ে সংশয়ে ছাত্রীর পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে। তবে এই ঘটনার পর রবিবার দুপুরে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে ওই আক্রান্ত ছাত্রীর বাড়িতে যান। আক্রান্ত ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় পুলিশি নিরাপত্তার আশ্বাস দেন এসডিপিও।
বছর পনেরোর আক্রান্ত ছাত্রী এলাকারই একটি স্কুলে পড়ে। পরীক্ষার সিট পড়েছে সংগ্রামপুর এলাকার একটি মাদ্রাসায়। ঘটনার সূত্রপাত শনিবার পরীক্ষা শুরুর আগে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় উস্তির এক যুবক কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। সেই সময় নিগৃহীত ছাত্রী প্রতিবাদ করে। অভিযোগ, সেইসময় ছাত্রীকে মারধর করে অভিযুক্ত যুবক। পরীক্ষা কেন্দ্রে থাকা পুলিশ গিয়ে ওই যুবককে ধরে ফেলে। তখন সতর্ক করে ছেড়ে দেয়।
অভিযোগ, পরীক্ষা শেষ হওয়ার পর শনিবার সন্ধ্যায় ওই যুবক ও তার কয়েকজন সঙ্গী মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে চড়াও হয়। ছাত্রীকে একলা পেয়ে বেধড়ক মারধর করে। পরে খুনের হুমকি দিয়ে চলে যায়। রাতেই অসুস্থ ছাত্রীকে নিয়ে যাওয়া হয় বানেশ্বরপুর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ছাত্রীকে। উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই আক্রান্ত ছাত্রী। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবক ও তার সঙ্গীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আতঙ্কিত রয়েছে ছাত্রীর পরিবারের সদস্যরাও।