Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: ‘একলা চলো’ নীতিতে মমতা? বঙ্গে কংগ্রেস-BJP-CPM-কে হারানোর ডাক

CM Mamata Banerjee: এ দিন এক বন্ধনীতে সিপিএম-বাম-কংগ্রেসের নাম উচ্চারণ করেছেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন নিসন্দেহে জাতীয় রাজনীতির বাধ্য-বাধকতা যাই থাকুক না কেন, জোট ইন্ডিয়ায় তিনি নিশ্চিত ভাবে রয়েছেন। তবে বুঝিয়ে দিয়েছেন, বাংলার ক্ষেত্রে ভোট যুদ্ধে কংগ্রেসকে এক ইঞ্চিও জমি কোনও ভাবে ছেড়ে দেবেন না।

CM Mamata Banerjee: 'একলা চলো' নীতিতে মমতা? বঙ্গে কংগ্রেস-BJP-CPM-কে হারানোর ডাক
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য়মন্ত্রী Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 4:24 PM

রায়গঞ্জ: লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস হইকমান্ড তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত পাশে পেতে চাইছে। কিন্তু আসন রফা নিয়ে কিছুই বলছেন না। তাই আরও একবার বঙ্গে একলা চলোর সুর তৃণমূল সুপ্রিমোর গলায়। বিজেপি-কংগ্রেস-সিপিএম-কে হারাতে পারে একমাত্র তৃণমূল। রায়গঞ্জের সভা থেকে সাফ কথা মমতার।

এ দিন এক বন্ধনীতে সিপিএম-বাম-কংগ্রেসের নাম উচ্চারণ করেছেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন নিসন্দেহে জাতীয় রাজনীতির বাধ্য-বাধকতা যাই থাকুক না কেন, জোট ইন্ডিয়ায় তিনি নিশ্চিত ভাবে রয়েছেন। তবে বুঝিয়ে দিয়েছেন, বাংলার ক্ষেত্রে ভোট যুদ্ধে কংগ্রেসকে এক ইঞ্চিও জমি কোনও ভাবে ছেড়ে দেবেন না। তাহলে ত্রিমুখী লড়াইয়ে লাভ কার? ওয়াকিবহাল মহলের মতে, সেকুলার ভোট ব্যাঙ্ক যদি বাম-কংগ্রেস-তৃণমূলের মধ্যে কাটাকাটি হয় তাহলে নিসন্দেহে এর লাভ ওঠাতে চলেছে বিজেপি।

২০২১ সালে বিধানসভা নির্বাচনেও বাম-কংগ্রেস, বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই হয়েছিল। তবে ভোটের লড়াই বাংলা দেখেছিল মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে। এই বছরের নির্বাচনের ক্ষেত্রেও ঘুরে ফিরে সেই একই চিত্র কার্যত দেখা যাচ্ছে। বঙ্গে যদি আসন রফা না হয় তাহলে বাম-কংগ্রেস, বিজেপি-তৃণমূলের ত্রিমুখী দ্বৈরথ হলেও হতে পারে। তাৎপর্য পূর্ণ বিষয় এই যে, আজকের সভা থেকেও রাহুল গান্ধী নাম নিলেন না মমতা। জোট ইন্ডিয়া নিয়েও মুখ খোলেননি। উল্টে কংগ্রেস-বিজেপি-সিপিএমকে পরাস্ত করার ডাক দিলেন রায়গঞ্জের সভামঞ্চ থেকে।