West Bengal Lok Sabha Election 2024 Live: আবার বিক্ষোভ! অগ্নিমিত্রাকে দেখেই খড়গপুরে উঠল ‘জয় বাংলা’ স্লোগান

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: সায়নী জোয়ারদার

May 25, 2024 | 8:17 PM

West Bengal Lok Sabha Election 2024 Phase 6 Voting Live News and Updates in Bengali: রাত থেকে বাড়ছে উত্তেজনা। পুরুলিয়ায় বিজেপির বুথ ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত একজন। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

West Bengal Lok Sabha Election 2024 Live: আবার বিক্ষোভ! অগ্নিমিত্রাকে দেখেই খড়গপুরে উঠল জয় বাংলা স্লোগান
অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আজ, শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ। রাজ্যের আট কেন্দ্রে ভোটগ্রহণ। তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুরের প্রার্থীদের ভাগ্যনির্ধারণ হবে আজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেব, সৌমিত্র খাঁ সহ একাধিক হেভিওয়েটের ভোট-পরীক্ষা আজ।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 May 2024 05:10 PM (IST)

    সংখ্যালঘুরা যাতে ভোট দিতে না পারেন ব্রিজ কেটে দিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা

    নন্দীগ্রামের সাউথখালী জালপাই গ্রাম যেটি মনসা বাজার।  প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত গ্রামের সংখ্যালঘু ভোটার রয়েছে প্রায় ৩০০ জন। ব্যবহারের জন্য রয়েছে একটি কাঠেরপুল। যাতে তাঁরা বুথকেন্দ্রে না পৌঁছাতে পারে, সেই জন্য কাঠের সেতুটি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

  • 25 May 2024 05:04 PM (IST)

    অগ্নিমিত্রা পালকে গো ব্যাক

    খড়গপুর পুরসভা সংলগ্ন একটি বুথে পৌঁছতেই ফের একবার অগ্নিমিত্রা পালকে উদ্দেশ্যে করে গো ব্যাক এবং জয়বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের। সাউথ ইস্ট্রান রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট এর বুথে পৌঁছতেই উঠল স্লোগান।


  • 25 May 2024 05:02 PM (IST)

    বুথের ভিতরে সশস্ত্র অবস্থায় বিজেপি বিধায়ক

    বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ভগবানপুর ৮ নং বরোজ অঞ্চলের ২৩৮ নং শিমুলিআ বুথে সশস্ত্র অবস্থায় প্রবেশ করেন তিনি। জানা গিয়েছে, বিজেপি এবং তৃণমূল দুই দলের পোলিং এজেন্ট শান্ত ভাবেই ভোট করাচ্ছিলেন। স্বাভাবিক অবস্থাতেই ভোট হচ্ছিল। হঠাৎই তিনি বুথের ভিতরে ঢুকে পড়েন। অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টকে তুলে দেন।

  • 25 May 2024 04:56 PM (IST)

    ২ নম্বরে বোতাম টিপলে ১ নম্বরে ভোট পড়ছে?

    পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের খেজুরির অঞ্চলের জরারনগর ৪২ নং বুথে ইভিএমএ দু’নম্বর বোতাম টিপলে এক নম্বরে ভোট পড়ছে। এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। অভিযোগ তুলে বেশ কিছুক্ষণ ভোট বন্ধ থাকে। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আসে। এলাকায় উত্তেজনা পরিস্থিতি স্বাভাবিক করে ভোট প্রক্রিয়া চালু হয়েছে।

  • 25 May 2024 04:55 PM (IST)

    ভোট নিয়ে সন্তুষ্ট সিপিএম প্রার্থী

    বিকাল ৪ টে পর্যন্ত বিষ্ণুপুর লোকসভার ভোট নিয়ে সন্তুষ্ট সিপিআইএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত। তিনি বলেন, “যা আশা করে ছিলাম তার ৮০ শতাংশ আমি খুশি। কোনও অভিযোগ নেই। মানুষ নিজের ভোট দিতে পেরেছেন। কিছু কিছু জায়গায় আমাদের এজেন্ট কে বসতে দেওয়া হয়নি। তবে বেশির ভাগ বুথে আমাদের এজেন্ট বসেছিলেন।”

  • 25 May 2024 04:51 PM (IST)

    ভোট দিলেন ১০৫ বছরের বৃদ্ধ

    গণতন্ত্রের উৎসবে সেঞ্চুরি পার করেও দাপট দেখালেন ১০৫ বছর বয়সী বৃদ্ধ। পরেশচন্দ্র বেতাল নামে এক বৃদ্ধ নাতির সঙ্গে গিয়ে নিজের বুথে ভোট দিলেন। হলদিয়া ব্লকের ২৬০ নম্বর বুথ মহিষাদল বিধানসভার অন্তর্গত কিসমত শিবরামনগর পশ্চিম পল্লী শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। সেখানেই ভোট দিলেন পরেশবাবু।

  • 25 May 2024 02:57 PM (IST)

    দুপুরে উত্তপ্ত গড়বেতা, BJP প্রাথীকে ছোড়া হল ইট, আতঙ্কে পালাল বাহিনীও

    উত্তপ্ত গড়বেড়া

    গড়বেতা: রণক্ষেত্র ঝাড়গ্রাম । বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়িতে হামলার অভিযোগ। আক্রান্ত খোদ বিজেপি প্রার্থী। ইটবৃষ্টি, বিক্ষোভ,ভাঙচুর। কার্যত ধুন্ধুমার অবস্থা। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীকেও মারধর করা হয় বলে অভিযোগ।

  • 25 May 2024 02:27 PM (IST)

    ‘ওরা তো অশিক্ষিত, পড়াশোনা করে না’, বললেন ‘ক্লাস টেন পাশ’ জুন

  • 25 May 2024 02:20 PM (IST)

    দুপুর ১টা পর্যন্ত কত ভোট পড়ল

    দুপুর ১টা পর্যন্ত তমলুকে ভোট পড়েছে ৫৭.৬৪ শতাংশ, কাঁথিতে ভোট পড়েছে ৫১.৬৬ শতাংশ, ঘাটালে ভোট পড়েছে ৫৭.৩১ শতাংশ, ঝাড়গ্রামে ভোট পড়েছে ৫৬.৯৫ শতাংশ, মেদিনীপুরে ভোট পড়েছে ৫১.৫৭ শতাংশ, পুরুলিয়ায় ভোট পড়েছে ৫০.৩৪ শতাংশ, বাঁকুড়ায় ভোট পড়েছে ৫৪.২১ শতাংশ ও বিষ্ণুপুরে ভোট পড়েছে ৫৮.৬৪ শতাংশ।

  • 25 May 2024 02:13 PM (IST)

    ‘ছাপ্পা চলছে’, ফুটেজ দেখিয়ে অভিযোগ দেবাংশুর, জবাব দিল কমিশন

    দেবাংশুর অভিযোগ ছিল, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের ২৭৯ নম্বর গঙ্গাবাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা দিচ্ছেন বিজেপির কর্মীরা।অভিযোগ সামনে আসার কিছুক্ষণের মধ্যেই জবাব দিয়েছে নির্বাচন কমিশন।

    বিস্তারিত পড়ুন: ‘ছাপ্পা চলছে’, ফুটেজ দেখিয়ে অভিযোগ দেবাংশুর, জবাব দিল কমিশন

  • 25 May 2024 01:56 PM (IST)

    বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর, ঘটনাস্থলে অগ্নিমিত্রা

    মেদিনীপুর লোকসভার দাঁতনে উত্তেজনা। দাঁতন ২ নম্বর ব্লকের সাবড়া গ্রামে তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে অশান্তি। বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর এবং কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরবর্তীতে গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ মারধর করে বলেও অভিযোগ বিজেপি কর্মীদের। খবর পেয়ে এলাকায় পৌঁছন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।।

  • 25 May 2024 01:19 PM (IST)

    এজেন্টকে বের করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী! শুনেই ছুটলেন দেবাংশু

    বুথ থেকে তৃণমূলের এজেন্টকেই বের করে দিলেন জওয়ানরা। খবর পেয়ে, ওই বুথে পৌঁছলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। হলদিয়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ২৩২ নম্বর বুথের ঘটনা। জওয়ানদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন দেবাংশু।

    জওয়ানরা বলছেন, ওই পোলিং এজেন্টকে তাঁরা বের করে দেননি। শেখ হেদায়েতুল্লাহ নামে ওই এজেন্ট নিজে থেকেই বেরিয়ে গিয়েছেন। যদিও দেবাংশু তা মানতে চাননি। দু পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় বুথের মধ্যে। প্রায় ঘন্টা আড়াই-তিন পর ওই এজেন্টকে বসানো সম্ভব হয়েছে।

  • 25 May 2024 12:56 PM (IST)

    ‘দরজার পাশে দাঁড়িয়ে বেঙ্গল পুলিশ ভোট করাচ্ছে’

    দাবাং অগ্নিমিত্রা

    মেদিনীপুর: একদিকে কেশপুরে যখন বিক্ষোভের মুখ পড়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ঠিক আর এক বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে দেখা গেল ‘দাবাং’মেজাজে। কার্যত আঙুল উঁচিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীকেও অগ্নিমিত্রা প্রশ্ন করেন, “রাজ্য পুলিশকে কেন ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন?”

  • 25 May 2024 12:49 PM (IST)

    রেমাল আসছে, আশঙ্কায় সকাল-সকাল বুথে ছুটলেন ভোটাররা

    সৈকত শহর দিঘায় ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কা থেকেই সকাল সকাল বুথ মুখী ভোটাররা। কাঁথি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন। সকাল সকাল ভোট দিতে পুরুষ মহিলা নির্বিশেষে লম্বা লাইন ।

  • 25 May 2024 12:46 PM (IST)

    প্রিসাইডিং অফিসারকে লুঙ্গি খুলিয়ে প্যান্ট পরালেন প্রার্থী

    বুথে ঢুকে অবাক প্রার্থী। লুঙ্গি পরে বসে আছেন প্রিসাইডিং অফিসার। সঙ্গে প্যান্ট থাকা সত্ত্বেও সেটা পরেননি তিনি। এই দৃশ্য দেখেই ভোট প্রভাবিত করার অভিযোগ তোলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।

    বিস্তারিত পড়ুন: বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে লুঙ্গি খুলিয়ে প্যান্ট পরালেন প্রার্থী

  • 25 May 2024 11:59 AM (IST)

    সোনাচূড়ায় ছাপ্পার অভিযোগ বিজেপির

    নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের ২৭৯ নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা চলছে। বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ফুটেজ প্রকাশ করেছেন দেবাংশু।

     

  • 25 May 2024 11:53 AM (IST)

    জ্বলছে কেশপুর, গাড়ি ঘোরাতে বাধ্য হলেন হিরণ

    সকাল থেকেই উত্তপ্ত কেশপুর। হিরণের বিরুদ্ধে বাড়ছে বিক্ষোভ। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। পরে গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে বাধ্য হন হিরণ।

  • 25 May 2024 11:45 AM (IST)

    সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৬.৮৮ শতাংশ

    নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১১ টা পর্যন্ত তমলুকে ভোট পড়েছে ৩৮.০৫ শতাংশ, কাঁথিতে ভোট পড়েছে ৩৮.০৩ শতাংশ, ঘাটালে ভোট পড়েছে ৩৯.২১ শতাংশ, ঝাড়গ্রামে ভোট পড়েছে ৩৮.২৪ শতাংশ, মেদিনীপুরে ভোট পড়েছে ৩৪.৪১ শতাংশ, পুরুলিয়ায় ভোট পড়েছে ৩৩.১৬ শতাংশ, বাঁকুড়ায় ভোট পড়েছে ৩৫.৮৪ শতাংশ ও বিষ্ণুপুরে ভোট পড়েছে ৩৭.৯৮ শতাংশ। গড় ৩৬.৮৮ শতাংশ ভোট পড়েছে।

  • 25 May 2024 11:29 AM (IST)

    অভিজিৎকে দেখেই জুতো ফেলে পালাল ওরা

    হলদিয়ায় ভবানীপুর শান্তি বিবেকানন্দ কন্যা বিদ্যা মন্দিরে চলছিল ভোট। সেখানে
    ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি পৌঁছতেই তিন-চারজন ছেলে জুতো ফেলে দৌড়ে পালায়। কিছু সময় পর পাল্টা ‘চোর’ স্লোগান ওঠে। গো ব্যাক স্লোগান তুলে জমায়েত হয় এলাকায়। অশান্ত হয়ে ওঠে পরিবেশ। ওঠে জয় বাংলা স্লোগানও।

  • 25 May 2024 11:22 AM (IST)

    ‘হাত জোড় করে মাফি চাইতে হবে’, রাস্তায় শুয়ে পড়লেন বৃদ্ধ

    ভোটের দিন সকাল থেকেই জায়গায় জায়গায় বাধার অভিযোগ তুলছিলেন বিজেপি প্রার্থী হিরণ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একেবারে অন্য ছবি। মাঝপথেই হিরণকে আটকে দিল একদল লোক। তাঁদের হাতে লাঠি। রীতিমতো রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। এক বৃদ্ধ শুয়ে পড়ে চীৎকার করতে থাকেন।

    বিস্তারিত পড়ুন: ‘হাত জোড় করে মাফি চাইতে হবে’, রাস্তায় শুয়ে পড়লেন বৃদ্ধ, ১৪৪ ধারার মধ্যেও হাতে লাঠি নিয়ে কারা?

  • 25 May 2024 11:00 AM (IST)

    বুথের ভিতরেই জুনের সঙ্গে অভব্য আচরণ BJP-র বুথ সভাপতির!

    রণংদেহী জুন

    মেদিনীপুর: পরনে সাদা চুড়িদার। সাদা ওড়না। সকাল থেকেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে বেড়াতে দেখা গেল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে। এরই মধ্যে একটি বুথের গিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন জুন। বললেন, তাঁর সঙ্গে নাকি অভব্য আচরণ করেছেন বিজেপির বুথ সভাপতি। তারপরই ওই বুথে ভিতরে বিজেপির পোলিং এজেন্টের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। কার্যত চিৎকার করতে দেখা যায় তাঁকে।

    বিস্তারিত পড়ুন: June Malia: বুথের ভিতরেই জুনের সঙ্গে অভব্য আচরণ BJP-র বুথ সভাপতির! রণংদেহী TMC প্রার্থী

  • 25 May 2024 10:36 AM (IST)

    রিগিং রুখতে মন্দিরে হাজির সৌমিত্র

    রিগিং রুখতে সারেস্বর বাবার দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সারেস্বর মন্দিরে পুজো দেন তিনি। বলেন, বাবার কাছে পুজো দিলাম। এবার যে সকল জায়গায় রিগিং করছে বন্ধ হয়ে যাবে। এদিন সকাল থেকে খোস মেজাজে ছিলেন তিনি। সকাল ৯টা নাগাদ বিষ্ণুপুরের হোটেল থেকে বেরিয়ে সোজা সারেস্বর মন্দিরে পুজো দিতে যান সৌমিত্র।

  • 25 May 2024 10:33 AM (IST)

    বাঁকাভাবে রাখা ব্যালট, নামই দেখা যাচ্ছে না! বুথে ঢুকে ধমক অরুপের

    ইভিএম কেন বাঁকা ও উঁচুভাবে রাখা। বুথে ঢুকে ভোটকর্মীদের ব্যাপক ধমক চমক দিলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী। এদিন বাঁকুড়ার বন দফতরে ৭২ ও ৭৩ নম্বর বুথে যান অরুপ চক্রবর্তী। তাঁর দাবি, ওই দুটি বুথের মধ্যে একটিতে ইভিএমের ওপরের অংশ উঁচু করে এমনভাবে রাখা হয়েছে যাতে ব্যালটের এক নম্বরে থাকা অরুপ চক্রবর্তীর নাম দেখা না যায়। অপর একটি বুথে ইভিএম এমন বাঁকাভাবে রাখা হয়েছে যে এক নম্বর বোতাম ভালভাবে দেখা যাচ্ছে না।

  • 25 May 2024 10:17 AM (IST)

    বুথে গিয়ে সেলফি, ছবির আবদার মেটাচ্ছেন সায়ন

  • 25 May 2024 10:12 AM (IST)

    সৌমেন্দুর নামের ওপর সাদা স্টিকার!

    উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত ফুলেশ্বর জীবনকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে ইভিএম মেশিনে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর নামের উপর সাদা স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি।

  • 25 May 2024 10:11 AM (IST)

    লুঙ্গি পরে ভোট করাচ্ছেন কেন? বুথে ঢুকেই অভিযোগ জোতির্ময় মাহাতোর

    বাঘমুন্ডি বিধানসভার ঝালদা গার্লস হাইস্কুলে বিস্তর গাফিলতির অভিযোগ। লুঙ্গি পরে ভোট করাচ্ছেন প্রিসাইডিং অফিসার। হাতেনাতে ধরলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জোতির্ময় সিং মাহাতো। অভিযোগ, বিশেষ সম্প্রদায়ের ভোটারদের প্রভাবিত করতে এই কাজ করছেন তিনি।

    প্রার্থীর আরও অভিযোগ, মহিলার ভোটার কার্ড নিয়ে ভোট দিতে এসেছেন পুরুষ। হাতে কার কার্ড বলতে পারেননি তিনি। বাকবিতণ্ডা শুরু হয়ে যায় বুথের ভিতর। তৃণমূল সমর্থকেরা ঘিরে ধরেন বিজেপি প্রার্থীকে। দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান।

  • 25 May 2024 10:08 AM (IST)

    বিজেপি কর্মীকে ছাড়তে হবে, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

    বিজেপি কর্মীকে ছাড়া না হলে তৃণমূল কর্মীদের ভোট দিতে দেওয়া হবে না। এমনই হুঁশিয়ারি দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। ঘাটাল বিধানসভার ৩৯ নম্বর বুথে রাহাতপুরে বিজেপি কর্মী সন্তু ভুঞ্জাকে আটক করেছে পুলিশ। বিজেপির অভিযোগ কোনও কারণ ছাড়াই ওই বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।

  • 25 May 2024 10:02 AM (IST)

    সকাল ৯ টা পর্যন্ত কোথায়, কত ভোট পড়ল

    সকাল ৯ টা পর্যন্ত তমলুকে ভোট পড়েছে ১৯.০৭ শতাংশ, কাঁথিতে ভোট পড়েছে ১৫.৪৫ শতাংশ, ঘাটালে ভোট পড়েছে ১৮.২৭ শতাংশ, ঝাড়গ্রামে ভোট পড়েছে ১৬.২২ শতাংশ, মেদিনীপুরে ভোট পড়েছে ১৪.৫৮ শতাংশ, পুরুলিয়ায় ভোট পড়েছে ১২.৩৮ শতাংশ, বাঁকুড়ায় ভোট পড়েছে ১৭.৬৯ শতাংশ ও বিষ্ণপুরে ১৮.৫৬ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গড়ে ১৬.৫৪ শতাংশ ভোট পড়েছে।

  • 25 May 2024 09:57 AM (IST)

    হিরণ হাত ধরে বুথে নিয়ে গেলেন ভোটারকে

    ভোটের সকালে রাস্তায় নামার পরই রণংদেহী মেজাজে দেখা গেল ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণকে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিক্রি হয়ে গিয়েছে, কোথাও দেখা যাচ্ছে না কুইক রেসপন্স টিমকে। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগের পাশাপাশি, হিরণের দাবি, পুলিশ এলাকা জুড়ি সন্ত্রাস চালিয়েছে। পুলিশের সঙ্গে তাঁর বচসার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

    বিস্তারিত পডুন: ‘অ্যারেস্ট করুন’ বলে সুর চড়ালেন হিরণ, হাত ধরে বুথে নিয়ে গেলেন ভোটারকে

  • 25 May 2024 09:36 AM (IST)

    হাসপাতালে হাজির অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    আহত বিজেপি কর্মী বাবুলাল মণ্ডলকে দেখতে হলদিয়া মহকুমা হাসপাতালে উপস্থিত বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। আহত বিজেপি কর্মী হালিয়ার হাতিবেরিয়ার বাসিন্দা।

  • 25 May 2024 09:35 AM (IST)

    নারায়ণগড় খারাপ মেশিন, দীর্ঘক্ষণ বন্ধ ভোট

    ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ায় দীর্ঘক্ষণ বন্ধ ভোট গ্রহণ প্রক্রিয়া। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কাঠালিয়ার ৭৩ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ হয়ে গিয়েছে। লম্বা লাইন পড়েছে ভোটারদের। গরমের মধ্যে চরম অস্বস্তিতে ভুগছেন তারা। নেই পানীয় জলের ব্যবস্থা এমনটাই অভিযোগ ভোটারদের।

  • 25 May 2024 09:32 AM (IST)

    ৫টি ইভিএম মেশিনে শুধুই বিজেপির ট্যাগ? অভিযোগ অরূপ চক্রবর্তীর

    বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুললেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। বাঁকুড়া লোকসভার রঘুনাথপুরের ৫ ইভিএম মেশিনে শুধুই বিজেপির স্টিকার থাকার অভিযোগ। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর প্রশ্ন, ৫ টি ইভিএম মেশিনে বিজেপি ট্যাগ লাগানোর কারন কি? ভোট চুরির জন্য কি এটা করা হয়েছে? নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।

  • 25 May 2024 08:59 AM (IST)

    তালা দিয়ে আটকে দেওয়া হয়েছে সিপিএম এজেন্টদের

    কেশপুরে সিপিএমের এজেন্টকে বসতে বাধা! ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভা কেন্দ্রের ২ নং অঞ্চলের ২৯ নং খেতুয়া বুথে এই অভিযোগ উঠেছে। পাশাপশি খেতুয়া পার্টি অফিসে বাইরে থেকে তালা মেরে দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগ তৃণমুলের বিরুদ্ধে। সিপিএমের দাবি, ভিতরে আটকে রয়েছেন ৪ জন এজেন্ট। তাঁরা যেতে পারছেন না পোলিং বুথে। পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ।

  • 25 May 2024 08:47 AM (IST)

    ভোটের দিনই ঝাড়গ্রামে উদ্ধার দেহ

    মহিষাদলের পর ঝাড়গ্রাম। ভোটের দিনই আরও এক মৃত্যুর ঘটনা। শনিবার সকালে ষষ্ঠ দফা ভোট শুরুর আগেই উদ্ধার হল যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত লালগড় থানার বেলাটিকরি গ্রাম পঞ্চায়েতের কুরকুট সোল এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম উত্তম মাহাতো।

    বিস্তারিত পড়ুন: সিমেন্টে রক্তের দাগ, ছড়িয়ে মদের বোতল, মুখ থুবড়ে পড়ে থাকা দেহ দেখে চমকে গেল লালগড়

  • 25 May 2024 08:22 AM (IST)

    ভোটারদের আশ্বস্ত করতে হাজির সায়ন

    তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত হলদিয়ার ঘাসিপুর হাই মাদ্রাসায় ভোটারদের আশ্বস্ত করলেন সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। ভোটগ্রহণ প্রক্রিয়া দেখতে এদিন বুথে হাজির হন তিনি। শান্তিপূর্ণ ভোট যেন হয়, তা নিয়ে কথা বলেন পুলিশ ও QRT-র সঙ্গে।

    বুথে হাজির সায়ন

  • 25 May 2024 08:17 AM (IST)

    ‘কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়’, ভোট দিয়ে বেরিয়ে বললেন বিধায়ক

    নিজের ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব হলেন বাঁকুড়ার বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। এদিন ভোট শুরুর সময়েই স্থানীয় বড়জোড়া গার্লস হাইস্কুলে পৌঁছে নিজের ভোট দেন বড়জোড়ার বিধায়ক। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘বুথে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে, অতি সক্রিয়তা দেখাচ্ছে।’

  • 25 May 2024 08:16 AM (IST)

    ভোট দিতে বাধা, কমিশনে অভিযোগ সিপিএমের

    ভোটারদের ভোট দিতে বাধা। বর্ধমানের খণ্ডঘোষের কামালপুরে বিরোধী এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ জানাল সিপিএম। তাদের দাবি, খণ্ডঘোষের ১৪১ নং বুথে নেই কোনও বিরোধী এজেন্ট। বামপন্থী দলের আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বাহিনী বলছে, রেজাল্ট বেরনোর পর তাদের দেখে নেওয়া হবে। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অভিযোগ নিয়ে শাসকদলের পাল্টা দাবি, তারা কোনও ঝামেলা করেন নি।

  • 25 May 2024 07:55 AM (IST)

    এজেন্টদের মারধর করা হচ্ছে, অভিযোগ দেবাংশুর

    নন্দীগ্রাম, ময়না সহ একাধিক এলাকায় তৃণমূল বুথ এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। একইসঙ্গে একাধিক বুথ বিজেপি দখল করে নিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

  • 25 May 2024 07:47 AM (IST)

    সকাল থেকে অ্যাকশনে অভিজিৎ

    ঘড়িতে ভোর সাড়ে ৫টা। ভোট শুরু হতে তখনও ঘণ্টা দেড়েক বাকি। তখন থেকেই রাস্তায় বেরিয়ে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবারই প্রথমবার নির্বাচনে লড়ছেন তিনি। আর এদিন সকাল থেকেই তাঁকে দেখা গেল একেবারে অ্যাকশন মোডে। সাত সকালেই ছুটলেন হলদিয়া। অভিযোগ তুললেন পুলিশি সন্ত্রাসের।

    বিস্তারিত পড়ুন: ‘কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল, শ্যামের বাঁশি…’, সকাল থেকে অ্যাকশনে অভিজিৎ

  • 25 May 2024 07:44 AM (IST)

    ইভিএম বিকল, অপেক্ষায় ভোটাররা

    শুরু হল না ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ১৮০ নম্বর মহিষদা বুথে ইভিএম বিকল। সেই কারণে সকাল থেকে অপেক্ষায় বসে রয়েছেন ভোটাররা।

    অপেক্ষা করছেন ভোটাররা

  • 25 May 2024 07:37 AM (IST)

    লোহার রড, বাঁশ দিয়ে মার, রক্ত ঝরল ময়নায়

    ময়নার বাকচার ইজমালিচক এলাকায় প্রবল উত্তেজনা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে অনন্ত বিজলি নামে তৃণমূলের এক কর্মী গুরুতর আহত। তাঁকে লোহার রড, বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের। রক্তাক্ত অবস্থায় তাঁকে ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর অবস্থা থাকার কারণে তাঁকে সেখান থেকে রেফার করা হয় তমলুক জেলা হাসপাতালে।

  • 25 May 2024 07:08 AM (IST)

    সিপিএম এজেন্টকে অপহরণের অভিযোগ, ছুটলেন সায়ন

    সিপিএম পোলিং এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ হলদিয়ায়। গুরুপদ পাল নামে সেই ব্যক্তির বাড়িতে যান প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে গিয়ে পোলিং এজেন্ট। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

  • 25 May 2024 06:50 AM (IST)

    ‘ভোট শান্তিপূর্ণ হবে না’, কেন এমন আশঙ্কা অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের?

    ‘ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে।’ সাত সকালে এমনই আশঙ্কা প্রকাশ করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “পুলিশ সন্ত্রাস করছে। পুলিশের গায়ে উর্দি আছে, তাই সন্ত্রাস করার অনুমতি আছে। মমতা ও অভিষেক এই পরিকল্পনা করেছে।” নন্দীগ্রামকে বারবার টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এদিন ভোর সাড়ে ৫ টায় হলদিয়ার উদ্দেশে রওনা হন অভিজিৎ। তিনি জানিয়েছেন, সারা রাত নন্দীগ্রাম থেকে গণ্ডগোলের খবর এসেছে।

    সকালেই বেরিয়ে পড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

     

  • 25 May 2024 06:29 AM (IST)

    রাত থেকে নন্দীগ্রামে শুরু বোমাবাজি

    নন্দীগ্রামের একাধিক এলাকায় বোমাবাজি। বকুলনগর, সামসাবাদ সহ হলদি নদীর পাড় বরাবর এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ। ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতা শেখ সুফিয়ানের।

  • 25 May 2024 06:15 AM (IST)

    ভোট শুরুর আগেই তৃণমূল নেতার মৃত্যু মহিষাদলে

    ভোট শুরু আগেই বুধবার রাতেই মৃত্যু হল এক তৃণমূল নেতার। মৃতের নাম শেখ মইবুল (৪২)। মহিষাদলের বেতকুণ্ডুর বাসিন্দা। অভিযোগ, বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি পরে সংঘর্ষ বাঁধে। তারপরই আহত হন ওই ব্যক্তি। রাতেই হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।

    বিস্তারিত পডুন: সকালে ভোট, রাতেই কুপিয়ে ‘খুন’! তমলুকে বাড়ছে উত্তেজনা