Hiran in Ghatal: ‘অ্যারেস্ট করুন’ বলে সুর চড়ালেন হিরণ, হাত ধরে বুথে নিয়ে গেলেন ভোটারকে

Hiran on Election: কেশপুরে আটকে দেওয়া হলে গাড়ি থেকে নেমে পড়েন হিরণ। পুলিশ তাঁকে বলে, 'আপনি গাড়ির সংখ্যা কমান, নাহলে যেতে দেওয়া হবে না।' এ কথা শুনে সুর চড়িয়ে হিরণ বলেন, 'কাগজ দেখান, কেন আটকাচ্ছেন আমাকে?'

Hiran in Ghatal: 'অ্যারেস্ট করুন' বলে সুর চড়ালেন হিরণ, হাত ধরে বুথে নিয়ে গেলেন ভোটারকে
পুলিশের সঙ্গে বচসা হিরণেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2024 | 11:20 AM

ঘাটাল: ভোটের সকালে রাস্তায় নামার পরই রণংদেহী মেজাজে দেখা গেল ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণকে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিক্রি হয়ে গিয়েছে, কোথাও দেখা যাচ্ছে না কুইক রেসপন্স টিমকে। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগের পাশাপাশি, হিরণের দাবি, পুলিশ এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়েছে। পুলিশের সঙ্গে তাঁর বচসার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

অভিযোগ, হিরণকে তাঁর কনভয় নিয়ে এগোতে বাধা দেয় পুলিশ। কেশপুরে আটকে দেওয়া হলে গাড়ি থেকে নেমে পড়েন হিরণ। পুলিশ তাঁকে বলে, ‘আপনি গাড়ির সংখ্যা কমান, নাহলে যেতে দেওয়া হবে না।’ এ কথা শুনে সুর চড়িয়ে হিরণ বলেন, ‘কাগজ দেখান, কেন আটকাচ্ছেন আমাকে?’ পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে হিরণ বলেন, ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখান।

পুলিশের দাবি, নির্বাচন কমিশন থেকে নির্দেশ রয়েছে, এতগুলো গাড়ি নিয়ে এগোনো যাবে না। অন্যদিকে, হিরণ বলতে থাকেন, “আপনারা আমাকে নিরাপত্তা দিতে পারেননি, তাই কেন্দ্র নিরাপত্তা দিয়েছে।” তবে পুলিশ তাঁর কথা মানতে রাজি হয়নি।

অন্যদিকে, হিরণের সামনে এসে এক ভোটার জানান, তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি, বাড়ি চলে যেতে বলেছে তৃণমূলের লোকজন। এ কথা শুনেই এগিয়ে যান হিরণ। তিনি ওই ভোটারের হাত ধরে নিয়ে যান ভোটগ্রহণ কেন্দ্রে। তিনি বলেন, “আমরা দাঁড়িয়ে আছি। ওঁকে ভোট দিতে দিন, আমরা ওঁকে বাড়ি পৌঁছে যাব। উনি ভয় পাচ্ছেন।” এভাবেই সকাল থেকে অ্যাকশন মোডে দেখা যায় বিজেপি প্রার্থীকে। তিনি আরও দাবি করেন, পুলিশ গোটা এলাকায় সন্ত্রাস চালিয়েছে সার রাত ধরে।