Abhijit Ganguly: ‘কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল, শ্যামের বাঁশি…’, সকাল থেকে অ্যাকশনে অভিজিৎ

6th Phase Loksabha Election: এদিন সকালে বেরিয়েই তিনি অভিযোগ তোলেন, নন্দীগ্রামে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে পুলিশ। বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিজিৎ বলেন, "গভীর রাতে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে পুলিশ। ৩-৪ হাজার পুলিশ গাড়ি নিয়ে ঢুকেছিল এলাকায়।

Abhijit Ganguly: 'কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল, শ্যামের বাঁশি...', সকাল থেকে অ্যাকশনে অভিজিৎ
এগিয়ে অভিজিৎ Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2024 | 7:28 AM

হলদিয়া: ঘড়িতে ভোর সাড়ে ৫টা। ভোট শুরু হতে তখনও ঘণ্টা দেড়েক বাকি। তখন থেকেই রাস্তায় বেরিয়ে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবারই প্রথমবার নির্বাচনে লড়ছেন তিনি। আর এদিন সকাল থেকেই তাঁকে দেখা গেল একেবারে অ্যাকশন মোডে। সাত সকালেই ছুটলেন হলদিয়া। অভিযোগ তুললেন পুলিশি সন্ত্রাসের।

এদিন সকালে বেরিয়েই তিনি অভিযোগ তোলেন, নন্দীগ্রামে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে পুলিশ। বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিজিৎ বলেন, “গভীর রাতে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে পুলিশ। ৩-৪ হাজার পুলিশ গাড়ি নিয়ে ঢুকেছিল এলাকায়। অবজারভারের কাছে জানানোর অনেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মী ও সমর্থকেরা বাড়ি থেকে পালিয়ে মাঠে-ঘাটে লুকিয়ে ছিলেন। যেখানে জানানোর সেখানে অভিযোগ জানিয়েছি।”

এরপর তিনি সোজা চলে যান হলদিয়ায়। ২০৮ নম্বর বুথে গিয়ে তিনি বলেন,  “এজেন্ট বসতে দিচ্ছে না। তাই আমাকে আসতে হয়েছে।” বিজেপির মহিলা এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তিনি গিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন। এরপর বসতে দেওয়া হয় তাঁকে। কী করছিল কেন্দ্রীয় বাহিনী এই প্রশ্ন শুনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল, শ্যামের বাঁশি।”

এদিনক সকাল থেকে কার্যত অ্য়াকশন মোডে দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সকালেই তিনি আশঙ্কা প্রকাশ করেন, ষষ্ঠ দফার ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে। হলদিয়ার একটি বুথে তাঁর উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়।