Pakistan: এক ডজন ডিম ৪০০ টাকা! ‘খিদে’ শব্দটাই ভুলতে চাইছেন পাকিস্তানের বাসিন্দারা
Inflation: ডিম যেমন ডজন প্রতি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানেই পেঁয়াজ ২৩০ থেকে ২৫০ টাকা কেজি দরে। এদিকে, সরকার দাম বেঁধে দিয়েছে ১৭৫ টাকা প্রতি কেজি। মুরগির মাংসের দামও আরও বেশি। লাহোরে এক কেজি মুরগির মাংস কিনতেই কমপক্ষে ৬১৫ টাকা খরচ হবে।
লাহোর: বাজারে ডিম কিনতে গেলে খরচ পড়ে মোটামুটি ৭ টাকা। ৮৪ থেকে ৯০ টাকার মধ্যে এক ডজন ডিম পাওয়া যায়। কিন্তু যদি বলি, একটা ডিম কিনতেই খরচ হবে ৩৩ টাকা? মিথ্যে নয়, এটাই সত্যি। এই চড়া দামেই ডিম বিকোচ্ছে পড়শি দেশ পাকিস্তানে। সে দেশেরই সংবাদমাধ্যম এআরআই নিউজে জানানো হয়েছে, পাকিস্তানের পঞ্জাব প্রদেশে এক ডজন ডিমের দাম ৪০০ পাকিস্তানি রুপি।
জানা গিয়েছে, পাকিস্তানে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, ব্যর্থ হয়েছে সরকার। হু হু করে বাড়ছে পণ্যের দাম। ডিম যেমন ডজন প্রতি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানেই পেঁয়াজ ২৩০ থেকে ২৫০ টাকা কেজি দরে। এদিকে, সরকার দাম বেঁধে দিয়েছে ১৭৫ টাকা প্রতি কেজি। মুরগির মাংসের দামও আরও বেশি। লাহোরে এক কেজি মুরগির মাংস কিনতেই কমপক্ষে ৬১৫ টাকা খরচ হবে।
গত মাসেই ইকোনমিক কো-অর্ডিনেশন কমিটির তরফে পাকিস্তানের ন্যাশনাস প্রাইজ মনিটরিং কমিটিকে মূল্যবৃদ্ধিতে নিয়ন্ত্রণ আনতে সমস্ত পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া এবং কোথাও যেন পণ্য মজুত করে রেখে কৃত্রিম সঙ্কট না তৈরি হয়, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছিল।
বর্তমানে পাকিস্তানের কাঁধে ৬৩,৩৯৯ ট্রিলিয়ন পাকিস্তানি রুপির ঋণের বোঝা রয়েছে।