Maldives: ভারতের মানবিক ও চিকিৎসা সাহায্য চাই, বিতর্কের মধ্য়েই আলোচনায় মলদ্বীপ

India-Maldives discussion: এদিনের বৈঠকে মলদ্বীপের জনগণকে মানবিক ও চিকিৎসাগত পরিষেবা দেয় যে ভারতীয় বিমানগুলি, সেগুলির চলাচল কীভাবে অব্যাহত রাখা যায়, তার কার্যকর সমাধান খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়েছে। এরপর এই গোষ্ঠীর বৈঠক হবে ভারতে। তার জন্য আলোচনার মাধ্যমে দুই দেশের পারস্পরিক সুবিধার তারিখ বাছা হবে।

Maldives: ভারতের মানবিক ও চিকিৎসা সাহায্য চাই, বিতর্কের মধ্য়েই আলোচনায় মলদ্বীপ
এদিনের বৈঠকে মলদ্বীপের জনগণকে মানবিক ও চিকিৎসাগত পরিষেবা দেয় যে ভারতীয় বিমানগুলি, সেগুলির চলাচল কীভাবে অব্যাহত রাখা যায়, তার কার্যকর সমাধান খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়েছেImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 14, 2024 | 10:13 PM

নয়া দিল্লি: রবিবার মলদ্বীপের রাজধানী মালেতে ভারত-মলদ্বীপ উচ্চ স্তরের কোর কমিটির প্রথম বৈঠক হল। বৈঠকে দুই পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। চলমান বিভিন্ন উন্নয়ন সহযোগিতা প্রকল্পগুলির বাস্তবায়নের কাজে দ্রুততা আনা-সহ, কীভাবে দুই দেশের অংশীদারিত্ব আরও বাড়ানো যায়, তার কোঁজ চালিয়েছে দুই পক্ষ। এছাড়া, এদিনের বৈঠকে মলদ্বীপের জনগণকে মানবিক ও চিকিৎসাগত পরিষেবা দেয় যে ভারতীয় বিমানগুলি, সেগুলির চলাচল কীভাবে অব্যাহত রাখা যায়, তার কার্যকর সমাধান খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়েছে। এরপর এই গোষ্ঠীর বৈঠক হবে ভারতে। তার জন্য আলোচনার মাধ্যমে দুই দেশের পারস্পরিক সুবিধার তারিখ বাছা হবে।

এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, “আজ মালেতে ভারত-মলদ্বীপ উচ্চ স্তরের কোর কমিটির প্রথম বৈঠক হয়েছে। বৈঠকে উভয় পক্ষই চলমান উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করা-সহ অংশীদারিত্ব বাড়ানোর পদক্ষেপগুলি চিহ্নিত করার লক্ষ্যে, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছে। উভয় পক্ষই মলদ্বীপের জনগণকে মানবিক ও মেডভ্যাক পরিষেবা প্রদান করে এমন ভারতীয় বিমানগুলির চলাচল অব্যাহত রাখার জন্য পারস্পরিকভাবে কার্যকর সমাধান খোঁজার বিষয়েও আলোচনা করেছে। পারস্পরিক সুবিধাজনক তারিখে, ভারতে উচ্চ পর্যায়ের কোর কমিটির পরবর্তী বৈঠক করতে সম্মত হয়েছে দুই পক্ষ।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর দুবাইয়ে জলবায়ু বৈঠক চলাকালীন, মলদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই কোর কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, রাষ্ট্রপতি মুইজ্জু ক্ষমতায় আসার আগে থেকেই চিনেপন্থী এবং ভারত বিরোধী হিসেবে পরিচিত। মুইজ্জুর পূর্বসূরি, মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম সোলিহর নীতি ছিল ‘ইন্ডিয়া ফার্স্ট’। আর ‘ইন্ডিয়া আউট’ নীতি চালু করার স্বপ্ন দেখিয়েই ক্ষমতায় এসেছেন মুউজ্জু। ক্ষমতায় আসার পরই তিনি মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। এদিন তাঁর প্রশাসন ভারতকে সেনা প্রত্যাহারের জন্য ডেডলাইনও দিয়েছে। সাধারণত মলদ্বীপের রাষ্ট্রপতিরা তাধের প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন। মুইজ্জু, এই প্রথা ভেঙে চিনে গিয়েছিলেন। তাঁর চিন সফরের সময়, চিন ও মালদ্বীপের মধ্যে সহযোগিতামূলক অংশীদারিত্বের বিষয়ে ২০টি চুক্তি হয়েছে।