AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muhammad Yunus: বিদেশের মাটিতেও ছাড় পাচ্ছেন না, ‘গো ব্যাক টু পাকিস্তান’ শুনতে হল ইউনূসকে!

Muhammad Yunus Face Backlash: প্রতিবাদে নিউ ইয়র্কের রাস্তায় ক্ষোভে ফেটে পড়লেন হাসিনা সমর্থকরা। রাষ্ট্রপুঞ্জে ইউনূসের ভাষণের পরেই বিক্ষোভের আগুনে ঘি পড়ে। অবিলম্বে ইউনূসের পদত্যাগের দাবিতে সরব হন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, 'শেখ হাসিনাকে তাড়িয়েছেন ইউনূস, ইসলামিক চরমপন্থীদের হাতে তুলে দিয়েছেন দেশকে'।

Muhammad Yunus: বিদেশের মাটিতেও ছাড় পাচ্ছেন না, 'গো ব্যাক টু পাকিস্তান' শুনতে হল ইউনূসকে!
নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস।Image Credit: ANI
| Edited By: | Updated on: Sep 27, 2025 | 1:53 PM
Share

 নিউ ইয়র্ক: ফের মুখ পুড়ল ইউনূসের। বিদেশের মাটিতে আবারও বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। রাষ্ট্রপুঞ্জের সভার বাইরেও ‘গো ব্যাক টু পাকিস্তান’ (Go Back to Pakistan) স্লোগান শুনতে হল ইউনূসকে। নিউ ইয়র্কের রাস্তায় আবারও চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবি উঠল। 

রাষ্ট্রপুঞ্জের দফতরের বাইরে ইউনূস বিরোধী বিক্ষোভ। ‘ইউনূস পাকিস্তানের সমর্থক’ এই লেখা পোস্টার হাতে বিক্ষোভ দেখান হাসিনা সমর্থকরা। তারা বিক্ষোভ দেখিয়ে বলেন, ‘ইউনূস জমানায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নিধন চলছে’। তারা আরও বলেন, ‘ইউনূস বাংলাদেশকে অবৈধভাবে দখল করে, হিন্দুদের তাড়াচ্ছেন, তাঁর জমানাতেই বাংলাদেশে ছাড়তে হচ্ছে লক্ষ লক্ষ হিন্দু সংখ্যালঘুদের‘।

প্রতিবাদে নিউ ইয়র্কের রাস্তায় ক্ষোভে ফেটে পড়লেন হাসিনা সমর্থকরা। রাষ্ট্রপুঞ্জে ইউনূসের ভাষণের পরেই বিক্ষোভের আগুনে ঘি পড়ে। অবিলম্বে ইউনূসের পদত্যাগের দাবিতে সরব হন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, ‘শেখ হাসিনাকে তাড়িয়েছেন ইউনূস, ইসলামিক চরমপন্থীদের হাতে তুলে দিয়েছেন দেশকে’।

অন্যদিকে, বিশ্বমঞ্চে ভারতের বিরুদ্ধে আবারও বিষোদ্গার করেন মহম্মদ ইউনূস। তিনি বলেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ভাল চোখে দেখেনি ভারত। হাসিনা সরকার পড়ে যাওয়ায় ছাত্রদের আন্দোলনকে জঙ্গি আন্দোলনের তকমা দেওয়া হয়েছে। ইউনূস বলেন, “আমাকেও তালিবানি বলেছে ভারতীয় সংবাদমাধ্যমের একাংশ।” SAARC অপ্রাসঙ্গিক হয়ে পড়ার মূলেও ভারত’, এমন আজগুবি অভিযোগও করেন তিনি।

ইউনূসের মন্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের বাইরে ক্ষোভে ফেটে পড়লেন প্রবাসী বাংলাদেশিরা। ইউনূস জমানা বাংলাদেশের অন্ধকারতম অধ্যায়-এই স্লোগান তুলে সরব হন হাসিনা সমর্থকরা। ইউনূসকে তালিবান, পাকিস্তানের সমর্থক বলে বিক্ষোভ দেখান হাসিনা সমর্থকরা। যদিও বাংলাদেশের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ভারত।