Covid-19 in China: চিনের আসল করোনা পরিস্থিতির কথা তুলে ধরলেন আধিকারিক, রাতারাতি সেন্সরের পথে সরকার
Covid-19 in China: চিনের করোনা পরিস্থিতি নিয়ে আসল তথ্য় প্রকাশ করেন এক আধিকারিক। তারপরই রাতারাতি সেন্সরের পথে হাঁটে সরকার।
বেজিং: ব্লুমবার্গের এক রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছিল যে গত ২০ ডিসেম্বর গোটা চিনে (China) ৩.৭ কোটি মানুষ করোনা (Corona) আক্রান্ত হয়েছিলেন। রিপোর্টে আরও দাবি করা হয়েছিল, এখনও পর্যন্ত চিনের মোট জনসংখ্যার ১৮ শতাংশ করোনা আক্রান্ত হয়েছে ডিসেম্বরের ২০ দিনে। তবে চিনের তরফে এই সব দাবি মেনে নেওয়া হয়নি। স্বভাবতই সেদেশের কমিউনিস্ট সরকার কোভিড সংক্রান্ত তথ্য ধামাচাপা দিতে তৎপর। তবে এরই মাঝে চিনের ভয়াবহ পরিস্থিতি ফুটে উঠল চিনেরই এক সরকারি আধিকরিকের কথায়। তাঁর কথায়, একটি শহরেই একদিনে পাঁচ লক্ষ লোক করোনা আক্রান্ত হয়েছেন একই দিনে। আর এরপরই তড়িঘড়ি সেন্সরের (Sensor) পথে হাঁটল চিনা প্রশাসন।
চিনা কমিউনিস্ট পার্টি পরিচালিত শ্যানডং প্রদেশের এক সংবাদমাধ্যম শুক্রবার রিপোর্ট প্রকাশ করে দাবি করে যে কিংডাও শহরের পুরসভার স্বাস্থ্য আধিকারিক বলেছেন একই দিনে সেই শহরে ৪ লক্ষ ৯০ হাজার থেকে ৫ লক্ষ ৩০ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন। এরপরই দেশের সংবাদমাধ্যমটিকে সেন্সর করার পথে হাঁটল সরকার। প্রসঙ্গত, চিনের পূর্ব উপকূলবর্তী কিংডাও শহরের জনসংখ্যা প্রায় ১ কোটি। চিনের অন্যান্য শহুরে অঞ্চলের মতোই এই শহরেও দীর্ঘদিন কোভিড লকডাউন জারি ছিল। তবে জনগণের রোষের মুখে লকডাউন প্রত্যাহারে বাধ্য হয়েছিল প্রশাসন। এই আবহে শহরের স্বাস্থ্য আধিকারিক বো তাও বলেন, ‘কোভিড সংক্রমণ নিয়ে চিনের সরকারি হিসেবের সঙ্গে বাস্তবের আকাশ পাতাল তফাৎ।’ উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী, গতকাল গোটা শ্যানডং প্রদেশে মাত্র ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
সরকারের সুরে সুর মিলিয়েই চিনের সকল সংবাদমাধ্যম করোনা সংক্রমণ নিয়ে বেশি উচ্চবাচ্য করছে না। এই আবহে কমিউনিস্ট পার্টি পরিচালিত একটি সংবাদমাধ্যমে আসল চিত্রটা ফুটে উঠতেই চরম অস্বস্তিতে পড়েছে চিনা প্রশাসন। এদিকে চিনের কিছু কিছু সংবাদমাধ্যমে ওষুধের ঘাটতি এবং হাসপাতালের ওপর চাপের মতো বিষয়ে ‘ইঙ্গিত’ দিয়েছে। এদিকে কিংডাও নিয়ে প্রকাশিত রিপোর্টটি বেশ কিছু সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছিল। তবে একদিন পরই সেই প্রতিবেদন থেকে ‘আক্রান্তের সংখ্যা’ উধাও হয়ে যায়। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে একাধিক গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে চিনের কোভিড পরিস্থিতি নিয়ে। সেখানে দাবি করা হয়েছে, আগামী কয়েক মাসে চিনে তিনটি কোভিড ঢেউ আছড়ে পড়তে চলেছে। শুধু তাই নয়, দেশের ১০ লক্ষ লোক কোভিডে মারা যাবেন বলেও ভবিষ্যদ্বাণী দেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন ভাইরাল ভিডিয়োতে চিনের হাসপাতাল এবং শ্মশানের বিভীষিকাময় চিত্র ফুটে উঠেছে। এই আবহে চিনা কমিউনিস্ট পার্টি সংবাদমাধ্যম এবং গণমাধ্যমের ওপর আরও কড়া নজরদারি চালাতে শুরু করেছে।