Kuwait fire: বিদেশে দগ্ধে মৃত ৫ ভারতীয় শ্রমিক, পুড়ে ছাই একটু বেশি রোজগারের আশা!

Kuwait fire: বুধবার ভোরে দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরের এক আবাসিক ভবনে আগুন লাগে। এই ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আর তার মধ্যে অন্তত পাঁচজন ভারতীয় বলে জানা গিয়েছে। সেই দেশের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত পাঁচ ভারতীয়র মধ্যে দুজন তামিলনাড়ুর বাসিন্দা। বাকিরা উত্তর ভারতের।

Kuwait fire: বিদেশে দগ্ধে মৃত ৫ ভারতীয় শ্রমিক, পুড়ে ছাই একটু বেশি রোজগারের আশা!
আগুনের গ্রাসে শ্রমিকদের থাকার ভবনImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 12, 2024 | 3:08 PM

কুয়েত সিটি: আরেকটু বেশি রোজগারের আশায় বিদেশে পাড়ি দিয়েছিলেন তাঁরা। আর সেখানেই দেশ থেকে বহু দূরে, পরিবার-পরিজনদের থেকে কয়েক হাজার মাইল দূরে বোঘোরে পুড়ে মরতে হল তাঁদের। বুধবার ভোরে দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরের এক আবাসিক ভবনে আগুন লাগে। এই ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আর তার মধ্যে অন্তত পাঁচজন ভারতীয় বলে জানা গিয়েছে। সেই দেশের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত পাঁচ ভারতীয়র মধ্যে দুজন তামিলনাড়ুর বাসিন্দা। বাকিরা উত্তর ভারতের। তবে, কুয়েত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও ভারতকে কিছু জানানো হয়নি।

কুয়েতের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ ওই ভবনটিতে আগুন লেগেছিল। ভবনটিতে অধিকাংশই শ্রমিক থাকতেন। কোনও একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তারপর তা ছড়িয়ে পড়ে অনেকটা অংশ জুড়ে। কিছু বাসিন্দা আগুন দেখে আতঙ্কে অ্যাপার্টমেন্ট থেকে নীচে লাফ দিয়ে পড়ে মারা গিয়েছেন। বাকিদের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে অথবা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে। কুয়েত সরকার জানিয়েছে, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও বেশ কয়েকজন ভিতরে আটকে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। সেই বিষয়ে তদন্ত করা হবে।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া প্রায় ৪৩ জনকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। যে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ, এই চারজন তাঁদের বাইরে কিনা, তা স্পষ্ট নয়। মন্ত্রক আরও জানিয়েছে, আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলি তাদের সর্বোচ্চ চেষ্টা করছে।

কুয়েতের মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৬টা নাগাদ পুলিশ অগ্নিকাণ্জের খবর পেয়েছিল। তিনি বলেন, “যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক থাকতেন। আমরা কয়েক ডজন শ্রমিককে উদ্ধার করতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যবশত, আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, সম্ভবত ওই ভবনে জায়গার তুলনায় অনেক বেশি শ্রমিককে একসঙ্গে থাকতে দেওয়া হয়েছিল। তাতেই বিপদের মাত্রা বেড়েছে। তিনি বলেন, “আমরা সবসময় সতর্ক করি, এক জায়গায় গাদাগাদি করে শ্রমিকদের রাখবেন না।” তবে, ওই শ্রমিকরা কোথায় কাজ করতেন, কী কাজ করতেন, তা জানানো হয়নি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, অগ্নিদগ্ধ ভবনটির মালিকও একজন ভারতীয়। কেজি আব্রাহাম নামে এক মালোয়ালি ব্যবসায়ী বাড়িটি ভাড়া দেন। বাণিজ্যিক এলাকার অবস্থিত বাড়িটিতে প্রায় ১৯৫ জন শ্রমিক থাকতেন বলে জানা গিয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন ভারতীয় ছিলেন।

চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার