Farting: ‘এই গন্ধটাও শুঁকুন’, ঘনঘন বাতকর্মের জেরে বিমান থেকেই নামিয়ে দেওয়া হল যাত্রীকে!

Flight: সামনের একটি আসনে যখন যাত্রীরা বসছিলেন, তখনই জোরে একটি শব্দ কানে আসে। এরপরই উসখুশ করতে থাকেন যাত্রীরা, নাক চাপা দেন। এক ব্যক্তি উঠে চারিদিক তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলেন। তার কয়েক মিনিট পরই চিৎকার করে বলেন, "এটা খারাপ ব্যবহার বলে মনে হচ্ছে? তাহলে এই গন্ধ শুঁকুন"।

Farting: 'এই গন্ধটাও শুঁকুন', ঘনঘন বাতকর্মের জেরে বিমান থেকেই নামিয়ে দেওয়া হল যাত্রীকে!
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jan 25, 2024 | 9:48 AM

টেক্সাস: বিমানে একে একে উঠেছেন যাত্রীরা, বোর্ডিং প্রক্রিয়া প্রায় শেষের পথে। হঠাৎ নাকে এসেছিল বোঁটকা গন্ধ। কয়েকজন যাত্রীর তো বমিও উঠে এল প্রায়। অধিকাংশ যাত্রীরাই যখন ভাবছেন কোথা থেকে গন্ধ আসছে, তখনই এক ব্যক্তির চিৎকার। বলে উঠলেন, “এই গন্ধে সমস্যা? তাহলে এটা শুঁকুন”। এই কথা শুনতেই যাত্রীরা বুঝে গেলেন আসলে গন্ধটা কোথা থেকে আসছে। বাতকর্ম নিয়ে বচসা, ইচ্ছা করেই অন্য যাত্রীদের গায়ে ‘গন্ধ’ ছড়ালেন এক যাত্রী। ঝামেলা থামাতে শেষ অবধি ওই যাত্রীকেই বিমান থেকে নামিয়ে দিতে হল।

ঘটনাটি ঘটেছে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে। গত ১৪ জানুয়ারি অ্যারিজোনার ফিনিক্স থেকে টেক্সাসের অস্টিনে যাচ্ছিল বিমানটি। সেই বিমানেই এক যাত্রী এমন কাণ্ড ঘটান। তাঁর বাতকর্মের জেরে সহযাত্রীদের প্রাণ ওষ্ঠাগত হওয়ায়, বিমানের কর্মীরা ওই যাত্রীকে নামিয়ে দিতে বাধ্য হন। ঘটনাটি রেডিটে শেয়ার করেছেন ওই বিমানেরই এক যাত্রী।

বেনামী পোস্টে ওই যাত্রী জানিয়েছেন, তিনি জানালার ধারে একটি আসনে বসেছিলেন। সামনের একটি আসনে যখন যাত্রীরা বসছিলেন, তখনই জোরে একটি শব্দ কানে আসে। এরপরই উসখুশ করতে থাকেন যাত্রীরা, নাক চাপা দেন। এক ব্যক্তি উঠে চারিদিক তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলেন। তার কয়েক মিনিট পরই চিৎকার করে বলেন, “এটা খারাপ ব্যবহার বলে মনে হচ্ছে? তাহলে এই গন্ধ শুঁকুন”। এই কথা বলেই তিনি সহযাত্রীদের দিকে ঘুরে জোরে বাতকর্ম করেন।  বিরক্ত হন বিমানের বাকি যাত্রীরা।

তবে এখানেই থামেননি ওই ব্যক্তি। তিনি এরপর খাবার বের করে খেতে শুরু করেন। আশেপাশের কয়েকজন যাত্রীও খাচ্ছিলেন সেই সময়। ইচ্ছা করেই তিনি খেতে খেতে আরও বাতকর্ম করেন। এরপর যাত্রীরা অভিযোগ করেন। বাধ্য হয়ে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ওই যাত্রীকে।