নবম দিনে পড়ল ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। ইউক্রেনের উপরে ক্রমাগত অভিঘাত বাড়িয়েই চলেছে রাশিয়া। চেরনিহিভে ক্ষেপণাস্ত্র আক্রমণে মৃত্য়ু হয়েছে কমপক্ষে ৩০ জনের। অন্যদিকে, বৃহস্পতিবার রাতেই ইউক্রেনের জ়াপোরিজ়িয়া পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেও হামলা চালিয়েছে রুশ সেনা। সেখান থেকে তেজস্ক্রিয় নিঃসরণ শুরু হয়েছে। যেকোনও মুহূর্তেই কিয়েভ দখল হয়ে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের খারকিভ ও সুমি থেকে ভারতীয় পড়ুয়া সহ একাধিক দেশের বাসিন্দাদের উদ্ধার করে আনার জন্য মোট ১৩০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। ইউক্রেন-রাশিয়ার যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
ইউক্রেনের সরকারি সূত্রের দাবি, জ়েলেনস্কিকে হত্যার চেষ্টা করেছিল রাশিয়া, সেই চক্রান্ত ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি তাদেরকে আগেভাগেই সতর্ক করছিল যে জ়েলেনস্কির ওপর হামলা হতে পারে। জানা গিয়েছে, চেচনিয়ার প্যারা মিলিটারি বাহিনীর বিশেষ শাখা কাডিরভিস্ট জ়েলেনস্কি হত্যার পরিকল্পনার পিছিনে যুক্ত ছিল। এক সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সচিব ওলেক্সি ড্যানিলভ। ড্যানিলভ জানিয়েছেন সন্দেহভাজন চক্রান্তকারীদের হত্যা করা হয়েছে।
আরও এক গুরুতর অভিযোগ উঠল রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছেন, রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের বিভিন্ন শহরে মহিলাদের বর্বরভাবে ধর্ষণ করছে। যদিও নিজের দাবি স্বপক্ষে কোনও প্রমাণ দাখিল করতে পারেনি কুলেবা। সংবাদ সংস্থা রয়টার্সও ইউক্রেনিয়ান বিদেশমন্ত্রী দাবি যাচাই করতে পারেনি।
বিস্তারিত পড়ুন Russia-Ukraine Conflict: শুধু হামলাতেই ক্ষান্ত নয়, রুশ সেনার লালসার শিকার ইউক্রেনিয় মহিলারা?
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইতিমধ্যেই ৮ দিন অতিক্রান্ত। রুশ আগ্রসনের ফলে ইউক্রেনের জুড়ে শুধুই ধ্বংসের ছবি। রাশিয়ান আগ্রাসন ঠেকাতে এখনও প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। ইউক্রেনে প্রতিরোধের মুখে পড়ে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি হলেও বিশেষজ্ঞদের মতে, আর খুব বেশিদিন রাশিয়ার আক্রমণ ইউক্রেনের পক্ষে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে যখনই কোনও যুদ্ধ হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার কোনও না কোনও সুদূরপ্রসারী প্রভাব পড়েছে। এক্ষেত্রে তার অন্যথা হবে না বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এমন বেশ কিছু আন্তর্জাতিক পরিণতির সামনে দাঁড়িয়ে গোটা বিশ্ব।
বিস্তারিত পড়ুন Russia-Ukraine Conflict: ইউক্রেন-রাশিয়ার ভয়াবহ যুদ্ধ, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিণতির মুখে দাঁড়িয়ে বিশ্ব
ইউক্রেনে হামলার ঠিক আগে কৃষ্ণসাগরে নৌ-মহড়া করেছিল রাশিয়া। তাতে ইন্টার কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল পরীক্ষাও করা হয়। হঠাৎ করেই দূরপাল্লার পরমাণুবাহী মিসাইল পরীক্ষা কেন? প্রশ্ন উঠেছিল তখনই। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে এখন পরমাণু হামলার আশঙ্কা পুরোদস্তুর। ‘বেপরোয়া’ পুতিন কখন কোনদিকে পা ফেলবেন, তা কেউ জানে না। উদ্বেগ আরও বেড়েছে যখন পরমাণু প্রতিরোধ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পুতিন। পরমাণু প্রতিরোধ বাহিনী আসলে পোশাকি পরিচয়। বাস্তবে পরমাণু হামলা চালানোর জন্য রাশিয়ার যে বিশেষ বিভাগ রয়েছে তার নাম ‘ডিটারেন্স ফোর্স’। সব দেশই দাবি করে, তাদের ওপর অযাচিত আক্রমণ হলে, তবেই তারা পরমাণু অস্ত্র প্রয়োগ করবে। রাশিয়ারও ‘নো ফার্স্ট ইউজ’ পলিসি ছিল।
বিস্তারিত পড়ুন Russia-Ukraine Conflict: ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা! কোথায় রয়েছে রুশ পরমাণু অস্ত্র ভাণ্ডার, হন্যে হয়ে খুঁজছে আমেরিকা
শুক্রবার রাতেই রাশিয়ার বাহিনী ইউক্রেন তথা ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্টে হামলা চালায়। ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় ওই বিদ্যুৎ প্ল্যান্টে। জ়াপোরিজ়িয়া পরমানু বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান আক্রমণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জ়েলেনস্কি । ইউক্রেনে প্রেসিডেন্ট জানিয়েছেন, জ়াপোরিজ়িয়া কেন্দ্রে রাশিয়ান আক্রমণের ফল চেরেনোবিলের ৬ গুণ বেশি ক্ষতিকারক হতে পারে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে (Kyiv) থেকে পালানোর সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে হরজোৎ জানিয়েছেন, একাধিকবার তার আঘাত লেগেছে এবং তারা পা মারত্মকভাবে জখম হয়েছে। কিয়েভ সিটি হাসপাতাল থেকে তিনি এনডিটিভিকে জানিয়েছেন, “আমার কাঁধে গুলি লেগেছিল। এবং সেখান থেকে গুলি ঢুকে বুকে চলে যায়। চিকিৎসকরা আমার বুক থেকে গুলি বের করেছেন। আমার পা ভেঙে গিয়েছে। আমি ক্রমাগত আধিকারিকদের সাহায্য চেয়েছিলাম, আমি চাইছিলাম আমাকে যেন লভিভে নিয়ে যাওয়া হয়। কিন্তু কেউ আমার সঙ্গে যোগযোগ করেনি। শুধুমাত্র এই সংবাদমাধ্যম আমার সঙ্গে যোগাযোগ করেছে। এখন আমার কথা সার বিশ্ব জানতে পারবে।”
বিস্তারিত পড়ুন Russia-Ukraine Conflict: ‘আমার কাঁধে গুলি লেগেছিল…’, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ইউক্রেনে গুলবিদ্ধ ভারতীয় ছাত্র
ইউক্রেন প্রশাসনের তরফে জানানো হল, জ়াপোরিজ়িয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে রুশ সেনা। শুক্রবার সকালেই জানানো হয়েছিল, ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। মিসাইলের আঘাতে আগুন ধরে গিয়েছে ওই বিদ্যুৎ প্লান্টে। এবার ওই কেন্দ্র দখলও করে নিল রাশিয়ার বাহিনী।
যুদ্ধের মাঝখানে প্রাণ হাতে করে ইউক্রেন থেকে দেশে ফিরছেন ভারতীয় পডুয়ারা। তবে ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ থাকায় প্রতিবেশী হাঙ্গেরি, রোমানিয়া, পোল্যান্ড ও স্লোভাকিয়ায় পৌঁছচ্ছে উদ্ধারকারী বিমান। ইউক্রেনের সীমান্ত পার করে প্রতিবেশী দেশগুলিতে নিজেদের দায়িত্বেই পৌঁছতে হচ্ছে ভারতীয়দের। রুশ সেনার হাতে যাতে ভারতীয়রা আক্রান্ত না হন, তার জন্য ভারতীয়দের সাধারণ কিছু রাশিয়ান ভাষা শিখে রাখতে বলা হল। বৃহস্পতিবারই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় পড়ুয়ারা সাধারণ কথাবার্তা চালানোর জন্য প্রাথমিক কিছু শব্দ ও বাক্য শিখে রাখেন, যেমন ‘আমি পড়ুয়া’, ‘আমরা যুদ্ধের সঙ্গে জড়িত নই’, ‘আমরা ভারতীয়’ ইত্যাদি।
বিস্তারিত পড়ুন: Advisory for Indians Stuck in Ukraine: ‘রাশিয়ান শিখে ফেলুন’, রণক্ষেত্র থেকে সুরক্ষিতভাবে বেরনোর পথ বলে দিল কেন্দ্র
আফগানিস্তান থেকেই হোক বা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কোনও এলাকা, উদ্ধারকাজে বরাবরই ভারতের অন্যতম ভরসা সি-১৭ গ্লোবমাস্টার। উদ্ধারকাজ চালাতে সাধারণত আকারে বেশ বড় এই ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যে রোমানিয়া থেকে ভারতীয়দের ফেরাতে এই বিমান পাঠানো হয়েছে ভারতের তরফে। তবে আর নয়! সূত্রের খবর, যুদ্ধের আবহে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে সি-১৭ গ্লোবমাস্টার (C-17 Globemaster) পাঠানো হবে না। বদলে পাঠানো হবে ইলিউশিন ২-৭৬ ( Ilyushin Il-76) নামে অন্য একটি বায়ুসেনা বিমান।
বিস্তারিত পড়ুন: Russia-Ukraine Conflict: ভারতীয়দের ফেরাতে আর পাঠানো হবে না C-17 Globemaster, কেন ওড়ানো হবে Ilyushin Il-76?
গত বৃহস্পতিবারই ইউক্রেনের উপরে সামরিক অভিযান শুরু করার নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। এরপর থেকেই ইউক্রেনের উপরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা। যুদ্ধ থামাতেই গত সপ্তাহে বৈঠকে বসেছিল দুই দেশ, কিন্তু সেই বৈঠকে কোনও রফাসূত্রই মেলেনি। বৃহস্পতিবার ফের একবার বেলারুশ সীমান্তে আলোচনায় বসে রাশিয়া-ইউক্রেন। সেখানে যুদ্ধ থামানো নিয়ে কোনও সমাধানসূত্র না মিললেও, সাধারণ মানুষদের সুরক্ষিতভাবে উদ্ধার করে আনার জন্য় মানবিক করিডর (Humanitarian Corridor) তৈরিতে রাজি হল দুই দেশ।
বিস্তারিত পড়ুন: Russia-Ukraine Talk: যুদ্ধ না থামলেও বরফ গলল সামান্য, ‘মানবিক করিডর’ তৈরিতে রাজি ইউক্রেন-রাশিয়া
ইউক্রেনে আক্রান্ত ভারতীয় ছাত্র। কেন্দ্রীয়মন্ত্রী ভিকে সিং জানান, ইউক্রেনের রাজধানী কিয়েভে এক ভারতীয় ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে। পোল্যান্ডের রিজ়োসজ়োও বিমানবন্দরেই কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং বলেন, “আমাদের কাছে খবর এসেছে যে এক ছাত্র কিয়েভ ছাড়ার সময় গুলিবিদ্ধ হয়েছে। তাঁকে কিয়েভে ফেরত নিয়ে যাওয়া হয়েছে ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুদ্ধের মাঝে চলে আসাতেই ওই ছাত্র আহত হয়েছে বলে মনে করা হচ্ছে।”
ওড়িশার বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক তাঁর ভাস্কর্যেও তুলে ধরলেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর আর্জি।
Odisha: Sand artist Sudarsan Pattnaik created sand art at Puri beach amid the conflict between #RussiaUkraine (03.03) pic.twitter.com/PITVymSd9C
— ANI (@ANI) March 3, 2022
শুক্রবার রাতেই রাশিয়ার বাহিনী ইউক্রেন তথা ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্টে হামলা চালায়। ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় ওই বিদ্যুৎ প্ল্যান্টে (Nuclear Power Plant)। ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে তেজস্ক্রিয়তার পরিমাণ বাড়তে শুরু করেছে।
#WATCH | Adviser to the Head of the Office of President of Ukraine Volodymyr Zelenskyy tweets a video of "Zaporizhzhia NPP under fire…"#RussiaUkraine pic.twitter.com/R564tmQ4vs
— ANI (@ANI) March 4, 2022