Advisory for Indians Stuck in Ukraine: ‘রাশিয়া ভাষা শিখে ফেলুন’, রণক্ষেত্র থেকে সুরক্ষিতভাবে বেরনোর পথ বলে দিল কেন্দ্র

Advisory for Indians Stuck in Ukraine: ভারতীয়রা অনেকেই পায়ে হেঁটে সীমান্তে পৌঁছচ্ছেন, সেই কারণে তাদের ফোনের ব্যাটারি বাঁচাতে অপ্রয়োজনীয় সমস্ত অ্যাপ ডিলিট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advisory for Indians Stuck in Ukraine: 'রাশিয়া ভাষা শিখে ফেলুন', রণক্ষেত্র থেকে সুরক্ষিতভাবে বেরনোর পথ বলে দিল কেন্দ্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2022 | 6:08 PM

কিয়েভ: যুদ্ধের মাঝখানে প্রাণ হাতে করে ইউক্রেন থেকে দেশে ফিরছেন ভারতীয় পডুয়ারা। তবে ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ থাকায় প্রতিবেশী হাঙ্গেরি, রোমানিয়া, পোল্যান্ড ও স্লোভাকিয়ায় পৌঁছচ্ছে উদ্ধারকারী বিমান। ইউক্রেনের সীমান্ত পার করে প্রতিবেশী দেশগুলিতে নিজেদের দায়িত্বেই পৌঁছতে হচ্ছে ভারতীয়দের। রুশ সেনার হাতে যাতে ভারতীয়রা আক্রান্ত না হন, তার জন্য ভারতীয়দের সাধারণ কিছু রাশিয়ান ভাষা শিখে রাখতে বলা হল। বৃহস্পতিবারই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় পড়ুয়ারা সাধারণ কথাবার্তা চালানোর জন্য প্রাথমিক কিছু শব্দ ও বাক্য শিখে রাখেন, যেমন ‘আমি পড়ুয়া’, ‘আমরা যুদ্ধের সঙ্গে জড়িত নই’, ‘আমরা ভারতীয়’ ইত্যাদি।

যেহেতু ভারতীয়রা অনেকেই পায়ে হেঁটে সীমান্তে পৌঁছচ্ছেন, সেই কারণে তাদের ফোনের ব্যাটারি বাঁচাতে অপ্রয়োজনীয় সমস্ত অ্যাপ ডিলিট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভিডিয়ো কলের বদলে অডিয়ো কলেই কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। কঠিন পরিস্থিতিতে কীভাবে নিজেদের সুস্থ ও শান্ত রাখবেন, তার বিস্তারিত তথ্যও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।

কী কী বলা হয়েছে নির্দেশিকায়?

১. যুদ্ধক্ষেত্র থেকে যে সমস্ত ভারতীয়রা বের হয়ে আসছেন, তাদের সঙ্গে একটি ছোট এমার্জেন্সি কিট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ওই কিটে পাসপোর্ট, পরিচয়পত্র, প্রয়োজনীয় ওষুধ, টর্চ, দেশলাই, মোমবাতি, লাইটার, নগদ টাকা, এনার্জি বার, পাোয়ার ব্যাঙ্ক, জল, ফার্স্ট-এইড কিট, হেডগিয়ার, মাফলার, গ্লাভস, মোটা জ্য়াকেট, জুতো সঙ্গে রাখার কথা বলা হয়েছে।

২. আগেই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে, ভারতীয় পড়ুয়ারা যেন একা কোথাও চলাচল না করেন, দলবদ্ধ হয়েই সীমান্তের দিকে রওনা দেন। একসঙ্গে আসার সময় সকলে যেন জল ও খাবার ভাগাভাগি করেন,সেই পরামর্শ দেওয়া হয়েছে নয়া নির্দেশিকায়। একবারে পেট ভর্তি করে খাবার না খেয়ে, ধাপে ধাপে অল্প খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত জল খাওয়ার কথা বলা হয়েছে। পানীয় জল না থাকলে, পরিস্কার জায়গা থেকে বরফ গলিয়ে জল তৈরি করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৩. যদি কোনও মিলিটারি চেকপোস্ট বা পুলিশ-মিলিটারি পথে আটকায়, তবে তাদের সঙ্গে সবরকমের সহযোগিতা করার কথা বলা হয়েছে। সশস্ত্র বাহিনীর সামনে হাত তুলে দাঁড়ানো এবং সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে হেল্পলাইন বা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।

নির্দেশিকায় আকাশপথে বিমান বা ড্রোনের হামলা, ক্ষেপণাস্ত্র বর্ষণ, গুলি, গ্রেনেড বিস্ফোরণ, মলোটভ ককটেল (পেট্রোল বোমা) নিয়ে যেমন সতর্ক করা হয়েছে, তেমনই ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিং এড়িয়ে চলার কথাও বলা হয়েছে। ইন্টারনেট জ্যামিং, খাবার-জলের অভাব, আতঙ্কে মানসিক চাপ বা ধাক্কা, শারীরিক আঘাত, যানবাহনের অভাব, সেনাবাহিনীর মুখে পড়া সংক্রান্ত নানা বিষয়েও ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জানানো হয়েছে।

আরও পড়ুন: Russia-Ukraine Conflict Live: প্রতি মুহূর্তে বিস্ফোরণে কেঁপে উঠছে কিয়েভ, গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়াও