PM Modi Holds Meeting on Evacuation: আরও খারাপ হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি! উদ্ধারকার্যের হাল-হকিকত জানতে ফের বৈঠক নমোর

PM Modi Holds Meeting on Evacuation: এদিনের বৈঠকেও তিনি ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধারকার্যের গতি ও উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এই নিয়ে পঞ্চমবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী।

PM Modi Holds Meeting on Evacuation: আরও খারাপ হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি! উদ্ধারকার্যের হাল-হকিকত জানতে ফের বৈঠক নমোর
কেন্দ্রীয় মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2022 | 1:43 PM

নয়া দিল্লি: নয়দিন পার হলেও, ইউক্রেনে থামেনি যুদ্ধ (Russia-Ukraine Conflict)। এদিকে, যুদ্ধ পরিস্থিতির মাঝেই জোরকদমে চলছে উদ্ধারকার্য। ইউক্রেনে (Ukraine) আটকে পড়া ভারতীয়দের সুরক্ষিতভাবে উদ্ধার করে আনতে ঘনঘন বৈঠকেও বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার ফের একবার তিনি কেন্দ্রীয় আধিকারিকদের নিয়ে বৈঠকে বসলেন। এদিনের বৈঠকেও তিনি ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধারকার্যের গতি ও উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এই নিয়ে পঞ্চমবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুইবার এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কির একবার ফোনে কথা বলেছেন।

এদিন সকালেও ইউক্রেনের পরিস্থিতি ও ভারতীয়দের উদ্ধারকার্য নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পিযূষ গয়াল, বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ একাধিক কেন্দ্রীয় শীর্ষ আধিকারিক।

এই বৈঠকেও সুরক্ষিতভাবে ভারতীয়দের উদ্ধার করে আনার বিষয়েই আলোচনা করা হয়েছে। বিগত কয়েকদিনে যে প্রায় এক ডজন বিমান ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া থেকে দেশে ফিরেছে, তাতে পড়ুয়া সহ ভারতীয়দের কোনও সমস্যার মুখে পড়তে হয়েছে কিনা, সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলে খবর কেন্দ্রীয় সূত্রে।

বৃহস্পতিবার কোয়াডের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে ইউক্রেনের সঙ্কটময় পরিস্থিতি দূর করতে শান্তিপূর্ণ ও  কূটনৈতিক আলোচনার পথেই হাঁটা প্রয়োজন। উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে গিয়েও তিনি ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং ক্ষোভ-অভিযোগ শুনতে চান।

উল্লেখ্য, গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনের উপরে সামরিক অভিযান শুরু করার পর থেকেই উদ্ধারকার্য শুরু করেছে কেন্দ্র। বিদেশমন্ত্রকের তরফে ৪৬টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও বায়ুসেনার তরফেও বিশেষ বিমান পাঠানো হয়েছে। উদ্ধারকার্যের উপরে নজরদারির জন্য কেন্দ্রের তরফে চারজন কেন্দ্রীয় মন্ত্রীকেও বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীকে পাঠানো হয়েছে হাঙ্গেরিতে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু রয়েছেন স্লোভাকিয়াতে। কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রোমানিয়া ও কেন্দ্রীয় সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী ভিকে সিং রয়েছেন পোল্যান্ডে।

বিদেশমন্ত্রকের তরফে গতকালই জানানো হয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তারপর থেকে এখনও অবধি ১৮ হাজার ভারতীয় ইউক্রেন ছেড়ে বেরিয়ে এসেছেন। গতকাল অবধি মোট ৬ হাজার ২০০ জন ভারতীয় দেশে ফিরে এসেছেন, আজ আরও ৭ হাজার ৪০০ জনের ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন: Advisory for Indians Stuck in Ukraine: ‘রাশিয়ান শিখে ফেলুন’, রণক্ষেত্র থেকে সুরক্ষিতভাবে বেরনোর পথ বলে দিল কেন্দ্র