How Ukrainians Prepare to fight Russia: ২দিন আগেও জামা সেলাই করতেন, আজ বানাচ্ছেন বাঙ্কার! রুশ সেনাকে জব্দ করার হাতিয়ার ‘পেট্রোল বোমা’ই
Russia-Ukraine Conflict: হাত গুটিয়ে বসে থাকতে চলবে না, তা রুশ সেনার প্রবেশের পরই বুঝে গিয়েছিলেন ইউক্রেনের নাগরিকরা। রাশিয়ার সেনাদের মতো আধুনিক অস্ত্রশস্ত্র না থাকলেও, বুদ্ধির জোরেই আগ্রাসী সেনাদের বাঙ্কার ও বহুতল বাড়ি, যেখানে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিয়েছেন, তা থেকে দূরে রাখা হচ্ছে।
কিয়েভ: দুদিন আগেও রুটিন মেনে অফিস গিয়েছেন, কেউ আবার বাড়িতেই বসে ব্যবসা সামলেছেন। কিন্তু রাশিয়া(Russia)-র সেনাবাহিনী আক্রমণ শুরু করার পরই বদলে গিয়েছে গোটা দেশের চিত্রটা। লাগাতার গোলাগুলি, বোমা বর্ষণের মাঝে প্রাণরক্ষা করাই প্রধান লক্ষ্য। পরিবার পরিজনের জন্য নিরাপদ আশ্রয় খোঁজার মাঝেই তাদের সুরক্ষার কথাও ভাবছেন ইউক্রেন(Ukraine)-র যুবরা। সেই কারণেই প্রেসিডেন্ট জ়েলেনস্কি(Volodymyr Zelenski)র ডাকে হাতে অস্ত্র তুলে নিয়েছেন অনেকে। যারা যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছেন না, তারাও শহরের ভিতরেই তৈরি কয়েকশো বাঙ্কারে আশ্রয় নেওয়া সাধারণ মানুষদের সুরক্ষা নিশ্চিত করছেন।
কীভাবে রুশ সেনাকে আটকাচ্ছেন ইউক্রেনবাসী?
হাত গুটিয়ে বসে থাকতে চলবে না, তা রুশ সেনার প্রবেশের পরই বুঝে গিয়েছিলেন ইউক্রেনের নাগরিকরা। রাশিয়ার সেনাদের মতো আধুনিক অস্ত্রশস্ত্র না থাকলেও, বুদ্ধির জোরেই আগ্রাসী সেনাদের বাঙ্কার ও বহুতল বাড়ি, যেখানে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিয়েছেন, তা থেকে দূরে রাখা হচ্ছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার কিয়েভের রাস্তায় সাধারণ মানুষদেরও রুশ সেনার মোকাবিলার প্রস্তুতি নিতে দেখা যায়। ইউক্রেনের সেনা একদিকে যেমন গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে, তেমনই স্থানীয় বাসিন্দারাও নিজেদের ট্রাক্টর ও বড় গাড়িগুলিকে রাস্তার মাঝে এমনভাবে দাঁড় করিয়ে রেখেছে, যাতে রুশ সেনা কোনওভাবেই লোকালয়ে প্রবেশ করতে না পারে।
#PutinCapturesUkraineIn Odessa, Ukraine's third-largest city, people sit to greet Russians with petrol bombs. pic.twitter.com/9qFa3u4KPj
— Armona Malik (@Armonazk) February 26, 2022
কিয়েভের পার্শ্ববর্তী শহর, যেখানে একাধিক স্টিলের কারখানা রয়েছে, তারাও মজুত স্টিল দিয়েই পথ আটকানোর ব্যবস্থা করেছে। আত্মরক্ষার জন্যও স্থানীয়দের হাতে স্টিলের রড দেখা যায়। সেলাই কারখানার যেসমস্ত কর্মীরা সাধারণত ইউনিফর্ম বানিয়েই অভ্যস্ত, তারাই আজ স্যান্ডব্যাগ সেলাই করছেন। বাকিরা একের পর এক সেই বালির বস্তা রেখেই অস্থায়ী বাঙ্কার তৈরি করছেন।
সাধারণের হাতিয়ার পেট্রোল বোমা:
রাশিয়ার সেনার আক্রমণের জবাব দিতে স্থানীয়দের অন্যতম অস্ত্র হয়ে উঠেছে পেট্রোল বোমাই। শুক্রবারই ইউক্রেন প্রশাসনের তরফে টুইটারে পেট্রোল বোমা তৈরির পদ্ধতি ধাপে ধাপে তুলে ধরা হয়। আত্মরক্ষার স্বার্থে সাধারণ মানুষ যাতে পেট্রোল বোমা, লোহার রড সহ যা কিছু দিয়ে লড়াই করা সম্ভব, তা মজুত রাখতে বলা হয়েছে।
Petrol Bomb Ready To Welcome Russian ?? Forces In Ukraine ??READY TO DEFEND CAPITAL☢️☢️☢️☢️☢️☢️☢️#Ukraine #Russia #RussiaUkraine #Russian #RussiaInvadesUkraine #RussiaUkraineWar pic.twitter.com/yRjN5fE2kN
— INDIPLUS NEWS ?? (@IndiplusNews) February 25, 2022
গাড়ি পার্কিং, গ্যারেজ, বিভিন্ন আবাসনের বেসমেন্টেই ঠাঁই নিয়েছেন সাধারণ মানুষ। সেখানেই মজুত করে রাখা হচ্ছে আত্মরক্ষার হাতিয়ারও।
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: তিনদিক থেকে আক্রমণ করেও শান্তি মেলেনি! ইউক্রেনকে চাপে ফেলতে নয়া ছক রাশিয়ার