Russia-Ukraine Conflict: ‘দয়া করে থামান প্রেসিডেন্ট পুতিন…’, কয়েক মিনিট আগেই আর্জি জানিয়েছিলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব
Russia-Ukraine Conflict: বৃহস্পতিবার ভোরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে মিলিটারি অপারেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিই ইয়র্ক : গত কয়েকদিন ধরেই আশঙ্কা তৈরি হয়েছিল। আর বৃহস্পতিবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) ঘোষণায় সেই আশঙ্কাই সত্যি হল। এ দিন ভোর ৬ টায় ইউক্রেনে (Ukarine) সামরিক অভিযান চালানোর কথা ঘোষণা করেছেন পুতিন। জানা গিয়েছে, সেই ঘোষণার মিনিট কয়েক আগেই তাঁকে অভিযান না চালানোর আর্জি জানিয়েছিলেন রাষ্ট্রসঙ্ঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres)। রাশিয়া- ইউক্রেন সংঘাতের পরিস্থিতি নিয়ে সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক চলাকালীনই এই আর্জি জানিয়েছেন তিনি। ব্যক্তিগতভাবে তিনি আর্জি জানিয়েছিলেন, যাতে সঙ্কট আর না বাড়ে। শান্তি বজায় রাখার কথা বলেছিলেন তিনি।
মহাসচিবের আর্জি
রুশ প্রেসিডেন্টকে আর্জি জানিয়ে তিনি বলেছিলেন, ‘প্রেসিডেন্ট পুতিন, ইউক্রেনের ওপর হামলা থেকে আপনার সেনাকে দয়া করে বিরত করুন। শান্তি স্থাপনের একটা সুযোগ দিন। বহু মানুষের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে।’ শুধু রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব নন, বিশ্বের একের পর এক রাষ্ট্রনেতা একই আর্জি জানিয়েছিলেন পুতিনকে। সেই সব আর্জির পরও এ দিন ভোরে সবাইকে চমকে দিয়ে সামরিক অভিযানের কথা ঘোষণা করেছেন পুতিন। ইতিমধ্যে ইউক্রেনের একাধিক জায়গায় নিক্ষেপ করা হচ্ছে মিসাইল। ইউক্রেনের প্রেসিডেন্ট নিজেও সে কথা স্বীকার করেছেন।
আর্জি জানিয়েছে আমেরিকাও
এই প্রসঙ্গে বুধবার রাষ্ট্রসঙ্ঘের রাজনীতি সংক্রান্ত সচিব রোজমেরি ডিকার্লিও জানান, ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছে বিশাল সংখ্যক রুশ সেনা। রাশিয়া দুই দেশের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বলেও জানান তিনি। তবে, এই খবর জানা গেলেও কোনও প্রমাণ পায়নি রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের মার্কিন দূত লিন্ডা থমাসও পুতিনের কাছে একই আর্জি জানিয়েছিলেন। তিনিও পুতিনকে অনুরোধ করে বলেছিলেন, ‘আপনার সেনা, আপনার ট্যাঙ্ক, আপনার বিমান ঘাঁটিতে ফিরিয়ে আনুন। আপনার কূটনীতিকদের আলোচনায় বসান।’
উদ্বেগ প্রকাশ করেছে ভারতও
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হলে, অবস্থা আরও সঙ্কটজনক হতে পারে বলে উল্লেখ করেছে ভারত। ভারতের দাবি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সামরিক সংঘাত বাড়লে ধাক্কা খাবে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা। রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘বড়সড় সঙ্কট তৈরি করতে চলেছে রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতি।’ পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায়, সে বিষয়ে সতর্ক করেও বার্তা দিয়েছে ভারত।
সাত সকালেই পুতিনের বিশেষ ঘোষণা
তবে বিশ্বের একাধিক দেশের আর্জি সত্ত্বেও বৃহস্পতিবার ভোরে সব আশঙ্কা সত্যি করে পুতিন ঘোষণা করেছেন, ইউক্রেনে চালানো হবে সামরিক অভিযান। তিনি বলে, “আমি মিলিটারি অপারেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছি। ইউক্রেনের অসামরিকীকরণ ও নাৎজি়দের দূর করার লক্ষ্যেই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি।”
আরও পড়ুন : Russia-Ukraine Conflict Live: খারকিভের দিকে এগোচ্ছে রুশ সেনা, ইউক্রেনে জারি সামরিক আইন





