Russia-Ukraine Conflict Live : রাশিয়া-ইউক্রেনের মাঝে বন্ধ হোক হিংসা,আলোচনায় সমস্যা মেটানোর আর্জি মোদীর
Russia-Ukraine Conflict Live: জানুয়ারি মাসের শুরু থেকেই ইউক্রেনের সীমান্তে সেনা বাড়াতে শুরু করেছিল রাশিয়া। বর্তমানে প্রায় দেড় থেকে দুই লক্ষ সেনা মোতায়েন রয়েছে ইউক্রেনের সীমান্তে। গতকালই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে যে, গত ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে।
যুদ্ধ শুরু হয়ে গেল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। বৃহস্পতিবার সকালেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কথা ঘোষণা করেন। তিনি জানান, রাশিয়ার পূর্ব অংশে বিচ্ছিন্নতাবাদী শক্তি রুখতেই এই অভিযান চালানো হচ্ছে। ইউক্রেন দখল করার কোনও পরিকল্পনা নেই রাশিয়ার। উল্লেখ্য, জানুয়ারি মাসের শুরু থেকেই ইউক্রেনের সীমান্তে সেনা বাড়াতে শুরু করেছিল রাশিয়া। বর্তমানে প্রায় দেড় থেকে দুই লক্ষ সেনা মোতায়েন রয়েছে ইউক্রেনের সীমান্তে। গতকালই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে যে, গত ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে। ট্যাঙ্কার সহ যুদ্ধে ব্যবহৃত নানা অস্ত্র ও সমরসজ্জা প্রস্তুত রাখা হয়েছে। আমেরিকার তরফে ইউক্রেনকেই সমর্থন জানানোর কথা বলা হয়েছে।