Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kuwait: লোকশূন্য হয়ে পড়বে মধ্যপ্রাচ্যের এই দেশ? এখনই ফুটছে ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়

Kuwait heat: এই অঞ্চলের ক্রমবর্ধমান তাপমাত্রা হুমকির মুখে ফেলে দিয়েছে জীবনকেও। ইতিমধ্যেই আকাশে পাখি, উপসাগরে সিহর্সদের দলে দলে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মানুষের জীবন নিয়েও রয়েছে ঝুঁকি।

Kuwait: লোকশূন্য হয়ে পড়বে মধ্যপ্রাচ্যের এই দেশ? এখনই ফুটছে ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 7:40 AM

কুয়েত সিটি: যত তাপমাত্রা বাড়ছে, ততই ক্রমে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। ২০১৬-র ২১ জুলাই রাজধানী কুয়েত সিটিতে বিশ্বের ইতিহাসে তৃতীয়-সর্বোচ্চ তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছিল। ওই দিন শহরে তাপমাত্রা ছিল ৫৪ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালে গোটা দেশ জুড়ে ১৯ দিন তপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তাপমাত্রার বৃদ্ধি অব্যাহত থাকায়, এই বছর সেই রেকর্ড ভেঙে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতি বছরই মধ্যপ্রাচ্যের এই দেশের তাপমাত্রা বৃদ্ধি ঘটছে। সঙ্গে পাল্লা দিয়ে কমছে বার্ষিক বৃষ্টিপাত। ক্রমে শুষ্ক হয়ে উঠছে কুয়েত। বাড়ছে ধূলিঝড়ের তীব্রতা।

তাপমাত্রা এই অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে ক্রমে শঙ্কা বাড়ছে প্রাণহানিরও। ইতিমধ্য়েই কুয়েতের আকাশে দলে দলে পাখির মৃত্যু এবং পারস্য উপসাগরে সি-হর্সদের মৃত্যুর খবর উঠে এসেছে সংবাদ শিরোনামে। ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি তাপমাত্রা মানব জীবনেও অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে। দীর্ঘ সময় ধরে এই তীব্র তাপমাত্রা সহ্য করতে হলে, তাপজনিত ক্লান্তি, কার্ডিওভাসকুলার সমস্যা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাপজনিত মৃত্যু ঠেকাতে ইতিমধ্যেই কুয়েত সিটিতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সূর্যের প্রখর রশ্মি থেকে রক্ষা করতে, একটি ইন্ডোর শপিং স্ট্রিট খোলা হয়েছে। অর্থাৎ, গোটা রাস্তাটিই ছাদ দিয়ে আবৃত। ভিতরে পাম গাছ এবং ইউরোপীয় শৈলির বুটিক রয়েছে। চলতি বছরেই কুয়েত সরকার রাতেও অন্ত্যেষ্টিক্রিয়া করার অনুমতি দিয়েছে। এই প্রথম এই ধরনের কোনও আদেশ জারি করল কুয়েত সরকার। লক্ষ্য একটাই, দিনের অপেক্ষাকৃত শীতল সময়ে যাতে মানুষ তাদের প্রিয়জনদের বিদায় জানাতে পারেন। এই রকম আরও বেশ কিছু পদক্ষেপ করেছে কুয়েত সরকার। তবে, অনেকটা দেরি হয়ে গিয়েছে।

এই হারে তাপমাত্রা বাড়তে থাকলে, চলতি শতাব্দীর শেষ নাগাদ কুয়েতের তাপমাত্রা আরও অন্তত ৫.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে বলে জানিয়েছেন জলবায়ু বিজ্ঞানীরা। তখন আর এখানে বসবাসের কোনও উপায় থাকবে না। গত বছর ইনস্টিটিউট অব ফিজিক্সের এক গবেষণায় দাবি করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে তাপজনিত মৃত্যুর সংখ্যা ৫.১ শতাংশ থেকে বেড়ে ১১.৭ শতাংশে পৌঁছতে পারে। আর কুয়েতিদের ক্ষেত্রে এই পরিসংখ্যান পৌঁছতে পারে ১৫ শতাংশে! গবেষকরা আরও জানিয়েছেন, কুয়েতে আগামী কয়েক বছরে সম্ভবত ঘনঘন বন্যা, খরা, উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঘন ঘন বালির ঝড়, জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি, বাস্তুতন্ত্রের ধ্বংস, কৃষি উৎপাদনের ব্যাপক হ্রাস এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আর এভাবেই ধীরে ধীরে বিশ্বের ষষ্ঠ বৃহৎ খণিজ তেলের ভান্ডারে শেষ হয়ে আসতে পারে লোকবসতি।