Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: আশা জাগাচ্ছে কালকের বাজেট, নির্মলার আস্তিনে লুকিয়ে কোন তাস?

Share Market: ১ ফেব্রুয়ারি বাজেট। আর তার আগে আজ ভাল খবরের আশায় প্রায় ২৬০ পয়েন্ট বাড়ল নিফটি ফিফটি। সর্বোচ্চ ২০ শতাংশ বাড়ল গুলশন পলিওলস।

Share Market News: আশা জাগাচ্ছে কালকের বাজেট, নির্মলার আস্তিনে লুকিয়ে কোন তাস?
Follow Us:
| Updated on: Jan 31, 2025 | 6:14 PM

আজ ৩১ জানুয়ারি। আগামিকাল বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর তার আগে উর্ধ্বমূখী ভারতের বাজার। ২৫৮.৯০ পয়েন্ট বেড়েছে নিফটি ফিফটি। ৭৪০.২৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্সের সূচকও। বাজেটে ভাল কিছুর আশায় আজ ১৩.৫২ শতাংশ বেড়েছে জুপিটার ওয়াগনস। প্রায় ১২ শতাংশ বেড়েছে ওলা ইলেকট্রিকের শেয়ারের দাম। ত্রৈমাসিকে ভাল ফলাফল, বেড়েছে কল্যাণ জুয়েলার্সের প্রফিট। আর তারপর আজ প্রায় ১৫ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ারের দাম। এই ত্রৈমাসিকে প্রফিট প্রায় ডাবল হওয়ার পর আজ আপার সার্কিট হিট করল সুজলন এনার্জির শেয়ারের দাম।

আজ বাড়ল যারা:

১ ফেব্রুয়ারি বাজেট। আর তার আগে আজ ভাল খবরের আশায় প্রায় ২৬০ পয়েন্ট বাড়ল নিফটি ফিফটি। সর্বোচ্চ ২০ শতাংশ বাড়ল গুলশন পলিওলস। এ ছাড়াও ১৯.৯৮ শতাংশ বাড়ল সিলগো রিটেল। এ ছাড়াও সিন্ধু ট্রেড লিঙ্কস, পোকার্ন, সাসকেন টেকনোলজিসের শেয়ারের দাম বেড়েছে।

আজ পড়ল যারা:

আজ সর্বোচ্চ ১২.৬২ শতাংশ পড়েছে দে নোরা ইন্ডিয়া লিমিটেড। এ ছাড়াও পড়েছে জেআইটিএফ ইনফ্রালজিস্টিক্স, ভাক্রাঙ্গি লিমিটেড, ওয়ার্লপুল ইন্ডিয়া, মোক্ষ অর্নামেন্টসের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে শ্রীরাম ফাইন্যান্স
  • শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে এনটিপিসি
  • শেয়ার প্রতি ৫ টাকা ডিভিডেন্ড দিয়েছে মোতিলাল অসওয়াল
  • শেয়ার প্রতি ২০ টাকা ডিভিডেন্ড দিয়েছে পার্সিস্টেন্ট সিসটেমস
  • শেয়ার প্রতি ৫ টাকা ৬০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে কোল ইন্ডিয়া
  • শেয়ার প্রতি ১ টাকা ৯০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে রাইটস
  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার। যার মধ্যে এলআইসি হাউসিং ফাইন্যান্স, ওএনজিসি, নেসলে, টেক্সম্যাকো ইনফ্রা, চোলামণ্ডলম ইনভেস্ট, ভাদিলাল এন্টারপ্রাইজ, ভাদিলাল ইন্ডাস্ট্রিজ, পুনাওয়ালা ফিনকর্প, সান ফার্মা, মারিকো, গুজরাট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মাহিন্দ্রা লাইফস্পেস, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কর্নাটক ব্যাঙ্ক, ধানি সার্ভিসেস, টেক্সম্যাকো রেল, বন্ধন ব্যাঙ্ক, নুভেমা ওয়েলথ, বিশাল মেগামার্ট উল্লেখযোগ্য।

*৩১ জানুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।