CIBIL তলানিতে? এখুনি ঋণ চাই? রইল ৫ গোপন টিপস

CIBIL Score: সিবিল স্কোর হল এক কথায় ফিনান্সিয়াল রিপোর্ট কার্ড। এটি থেকে বোঝা যায়, আপনি কীভাবে নিজের টাকা-পয়সা ব্যবহার করেন। যেমন কেউ যদি আগের ঋণের টাকা-পয়সা সময় মতো মিটিয়ে দেয়, তাহলে সিবিল স্কোর উপরের দিকে থাকে। আবার যদি সময় মতো ঋণের টাকা জমা না পড়ে, তাহলে সিবিল স্কোর নীচের দিকে চলে যায়।

CIBIL তলানিতে? এখুনি ঋণ চাই? রইল ৫ গোপন টিপস
সিবিল স্কোর নিয়ে চিন্তায়?Image Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Dec 27, 2023 | 8:00 AM

নয়া দিল্লি: ঋণের দরকার? কিন্তু সিবিল স্কোর কম? চিন্তায় রয়েছেন ঋণ পাবেন কি না? শুধু আপনি নন, সিবিল স্কোর কম থাকলে অনেকের মনেই এই ধরনের প্রশ্ন জাগে। সিবিল স্কোর হল এক কথায় ফিনান্সিয়াল রিপোর্ট কার্ড। এটি থেকে বোঝা যায়, আপনি কীভাবে নিজের টাকা-পয়সা ব্যবহার করেন। যেমন কেউ যদি আগের ঋণের টাকা-পয়সা সময় মতো মিটিয়ে দেয়, তাহলে সিবিল স্কোর উপরের দিকে থাকে। আবার যদি সময় মতো ঋণের টাকা জমা না পড়ে, তাহলে সিবিল স্কোর নীচের দিকে চলে যায়। আর সিবিল নীচের দিকে থাকলে, ঋণ পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হয় অনেক ক্ষেত্রে। তবে সিবিল কম থাকলেও আপনি ব্যক্তিগত ঋণ পেতে পারেন।

  1. নিজের একটি ঠিকঠাক আয়ের উৎস দেখাতে হবে আপনাকে। যাতে এটা বোঝাতে পারেন যে আপনি সময় মতো মাসিক কিস্তি জমা করতে পারবেন। যদি আপনি এমন কিছু দেখাতে পারেন, তাহলে সিবিল স্কোর কম থাকলেও ঋণদাতাকে আপনি অনুরোধ করতে পারেন, ঋণ দেওয়ার জন্য। তবে এক্ষেত্রে সুদের হার বেড়ে যেতে পারে।
  2. কম টাকার ঋণের জন্য আবেদন করুন। যদি কম সিবিল স্কোর নিয়ে আপনি কম টাকার ঋণ চান, তাহলে ঋণদাতা সংস্থার ক্ষেত্রেও ঝুঁকি কম থাকে। ফলে ঝুঁকি কম থাকায় ঋণদাতা সংস্থাও আপনাকে ঋণ দেওয়ার বিষয়ে আগ্রহী হবে। কারণ, ছোট অঙ্কের ঋণ শোধ করতে বিশেষ সমস্যা হওয়ার কথা নয়।
  3. কম সিবিল স্কোর থাকলে ঋণ নেওয়ার সময় একজন গ্যারান্টার রাখুন। কিংবা একজন সহ-আবেদনকারীকে রাখুন। যদি আপনার গ্যারান্টার বা সহ-আবেদনকারীর সিবিল স্কোর মোটামুটি ঠিকঠাক থাকে, তাহলে কম সিবিল নিয়েও আপনার ঋণ পেতে সমস্যা হওয়ার কথা নয়। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনি যদি ঋণ শোধ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার গ্যারান্টার কিংবা সহ-আবেদনকারীকেই দায়িত্ব নিতে হবে ঋণ শোধ করার।
  4. সঙ্গে আপনার ক্রেডিট রিপোর্ট নিয়মিত চেক করার অভ্যেস রাখুন। অনেক সময় ক্রেডিট রিপোর্টে ঋণ শোধ করা বা অন্য কোনও আর্থিক তথ্য সংক্রান্ত বিষয়ে ভুল থেকে যায়। সেগুলি ঠিকঠাক করে নিলেই আপনার সিবিল স্কোর কিছুটা বেড়ে যাবে।
  5. যদি আপনি গত তিন বছরে কোনও ঋণ না নিয়ে থাকেন, তাহলে আপনার ক্রেডিট রিপোর্টে ‘নট অ্যাপ্লিকেবল’ কিংবা ‘নো হিস্ট্রি’ দেখাতে পারে। এক্ষেত্রে আপনি ঋণদাতা সংস্থার সঙ্গে কথা বলুন। সামান্য বেশি সুদের হারে আপনার ঋণ অনুমোদন হলেও হয়ে যেতে পারে।