AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Bill in Parliament: ‘আপনাদের মতলবটা কী?’, সংসদে ওয়াকফ নিয়ে অখিলেশ-শাহের তুমুল বাগবিতণ্ডা

Akhilesh Yadav-Amit Shah: অখিলেশ বলেন, "বিজেপির নীতি ও উদ্দেশ্য ঠিক নয়। দেশের কোটি কোটি মানুষের ঘরবাড়ি ও দোকান কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। যখন দেশের অধিকাংশ পার্টিই ওয়াকফ বিলের বিরোধিতা করছে, সেখানে সরকার কেন এত জোর করছে বিল পাশ করতে? এর পিছনে কী উদ্দেশ্য আছে?"

Waqf Bill in Parliament: 'আপনাদের মতলবটা কী?', সংসদে ওয়াকফ নিয়ে অখিলেশ-শাহের তুমুল বাগবিতণ্ডা
অমিত শাহ ও অখিলেশ যাদবের বাক-বিতণ্ডা।Image Credit: ANI
| Updated on: Apr 02, 2025 | 2:54 PM
Share

নয়া দিল্লি: আলোচনা ছিল ওয়াকফ সংশোধনী বিল নিয়ে। সেই তর্ক পৌঁছে গেল সভাপতি নির্বাচনে। সংসদে তুমুল তর্ক-বিতর্ক অখিলেশ যাদব ও অমিত শাহের মধ্যে।

আজ, বুধবার সংসদের লোকসভায় ওয়াকপ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। এই আইনের সপক্ষে তিনি বলেন যে এই বিলে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে না। এই আইন ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণের জন্য। ওয়াকফ বোর্ডকে ধর্মনিরপেক্ষ করার প্রচেষ্টা এই বিল।

বিরোধীরা এই বিলের তীব্র বিরোধিতা করে। সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন যে বর্তমান সরকারের ব্যর্থতা লুকানোর জন্য ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে। তিনি দাবি করেন সরকারের সঠিক নীতিও নেই, সঠিক উদ্দেশ্যও নেই।

অখিলেশ বলেন, “বিজেপির নীতি ও উদ্দেশ্য ঠিক নয়। দেশের কোটি কোটি মানুষের ঘরবাড়ি ও দোকান কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। যখন দেশের অধিকাংশ পার্টিই ওয়াকফ বিলের বিরোধিতা করছে, সেখানে সরকার কেন এত জোর করছে বিল পাশ করতে? এর পিছনে কী উদ্দেশ্য আছে?”

এরপরই বিজেপিকে কটাক্ষ করে অখিলেশ বলেন, “বিশ্বের বৃহত্তম পার্টি তো এখনও পর্যন্ত জাতীয় সভাপতিই নির্বাচন করতে পারেনি”। এরই পাল্টা জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আপনাদের মতো পার্টি তো মাত্র ৫ জনের মধ্যে থেকে সভাপতি বাছাই করে। তাই কোনও দেরি হয় না কখনও। আমি আপনাকে বলছি, আপনি আগামী ২৫ বছরও দলের সভাপতি থাকবেন।