Aadhaar card Update: ১০ বছর অন্তর কী আধার কার্ড আপডেট করা জরুরি, জেনে নিন নিয়ম
Aadhaar card: বর্তমানে আমাদের পরিচয়পত্র থেকে ফোনের সিম কেনা, আয়কর রিটার্ন দাখিল করা-সহ সবকিছুর জন্য বাধ্যতামূলক হয়ে উঠেছে আধার কার্ড। প্রতি ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করতে হবে বলে প্রায়ই শোনা যায়। কিন্তু, সত্যিই কি আপডেট করার প্রয়োজন আছে?

নয়া দিল্লি: বর্তমানে আমাদের পরিচয়পত্র থেকে ফোনের সিম কেনা, আয়কর রিটার্ন দাখিল করা-সহ সবকিছুর জন্য বাধ্যতামূলক হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar card)। প্রতি ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করতে হবে বলে প্রায়ই শোনা যায়। কিন্তু, সত্যিই কি আপডেট করার প্রয়োজন আছে? জেনে নিন নিয়ম…
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ড ইস্যু করে। UIDAI-এর তরফে আধার কার্ড আপডেট করতে বলা হয়। অনেকেই ১০ বছর আগে আধার কার্ড তৈরি করেছিলেন এবং তারপর এটি আপডেট করা হয়নি। ফলে অনেকেই উদ্বেগে রয়েছেন। তবে আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক নয়। কিন্তু, প্রয়োজনীয় আপডেট না করা থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
কখন আধার আপডেট করতে হবে?
যদি আধার কার্ড হওয়ার পর আপনার ঠিকানা বদল হয়, তাহলে আধার কার্ডে ঠিকানা আপডেট করতে হবে। না হলে প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি পেতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। শুধু তাই নয়, আপনার ভোটার আইডি থেকে শুরু করে রেশন কার্ড ইত্যাদি সবকিছুর জন্যও আধার কার্ডের প্রয়োজন হতে পারে। অতএব, সময়মতো আপডেট করা ভাল হবে।
কীভাবে আধার কার্ড আপডেট করবেন?
UIDAI সাইট, আধার কেন্দ্র এবং myaadhaar মোবাইল অ্যাপে গিয়ে আধার কার্ড আপডেট করা যেতে পারে। এভাবে আপডেট করুন…
১) প্রথমে https://myaadhaar.uidai.gov.in/ এ যান। ২) লগ-ইন করুন এবং আপনার বিবরণ যাচাই করুন যেমন নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং ঠিকানা আপডেট। ৩) এরপর ‘আপডেট আধার অনলাইন’-এ ক্লিক করুন। ৪) ঠিকানা প্রমাণের স্ক্যান কপি জমা দিন। ৫) এরপর অনলাইনে ৫০ টাকা জমা দিতে হবে, তবে বিনামূল্যে আধার আপডেটের সময় ১৪ মার্চ, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে। ৬) এবার একটি ‘পরিষেবা অনুরোধ নম্বর’ তৈরি হবে। আপনি পরে এটির স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন।
