Amazon: বর্ষশুরুতেই খারাপ খবর, চাকরি খোয়াবেন অ্যামাজনের ১৮ হাজার কর্মী

Amazon Lay off: গত বছরের নভেম্বর মাসেই ১০ হাজার কর্মী ছাঁটাই করে অ্যামাজন। এরপরই বুধবার অ্যামাজন সংস্থার সিইও অ্যান্ডি জেসি একটি বিবৃতি প্রকাশ করে ফের কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেন।

Amazon: বর্ষশুরুতেই খারাপ খবর, চাকরি খোয়াবেন অ্যামাজনের ১৮ হাজার কর্মী
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 9:44 AM

ওয়াশিংটন: নতুন বছরের শুরুতেই খারাপ খবর। চাকরি খোয়াতে চলেছেন অ্য়ামাজনের (Amazon) হাজার হাজার কর্মী। বুধবারই বিশ্বের অন্যতম বড় রিটেল সংস্থা অ্যামাজনের তরফে জানানো হয়, ১৮ হাজার কর্মী ছাঁটাই (Job Cut) করা হবে। আর্থিক মন্দা, অর্থনৈতিক অনিশ্চয়তাকে কারণ হিসাবে দেখিয়েই ছাঁটাইয়ের ঘোষণা করা হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, করোনাকালে ব্যাপক হারে কর্মী নিয়োগ করা হয়েছিল গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার জন্য। সংক্রমণ কমার পরও সংস্থার পণ্যের চাহিদা ও জনপ্রিয়তা একই রকম থাকবে বলে আশা করা হলেও, তা হয়নি। এর উপরে বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দেওয়ায়, প্রতিযোগীতার বাজারে টিকে থাকতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের শেষভাগেও দফায় দফায় কর্মী ছাঁটাই করা হয়েছে।

গত বছরের নভেম্বর মাসেই ১০ হাজার কর্মী ছাঁটাই করে অ্যামাজন। এরপরই বুধবার অ্যামাজন সংস্থার সিইও অ্যান্ডি জেসি একটি বিবৃতি প্রকাশ করে ফের কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়েছে, নভেম্বরে কর্মী ছাঁটাইয়ের পর এবার আরও ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যামাজনের সিইও জানান, সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন যে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত কর্মীদের জন্য কতটা কঠিন। আমরা এই সিদ্ধান্ত হালকাভাবে নিইনি।  তিনি বলেন, “কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে যারা প্রভাবিত হয়েছেন বা হবেন, তাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। সেপারেশন পেমেন্ট থেকে শুরু করে স্বাস্থ্যবিমার সুযোগ-সুবিধা, অন্যত্র কাজের সুযোগের মতো নানা ব্যবস্থা করা হবে।”

সংস্থার তরফে জানানো হয়েছে, যে ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে একটা বড় অংশই ইউরোপের। ১৮ জানুয়ারি থেকে কর্মীদের ছাঁটাই সম্পর্কে অবগত করে দেওয়া হবে। এতদিন আগেই ঘোষণা করার কারণ হিসাবে অ্যামাজনের সিইও জানান, সংস্থার অভ্যন্তরেই কোনও কর্মী ছাঁটাইয়ের খবর ফাঁস করে দিয়েছেন। সেই কারণেই আগেভাগে ঘোষণা করতে হল।